ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস |
ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস (How To Viral Facebook Page)
আসসালামু আলাইকুম | কেমন আছেন সবাই | আমি জান্নাতুল ফেরদৌস আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজ ভাইরাল করার কিছু প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিকস (How To Viral Facebook Page) |আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের কমবেশি সবারই ফেসবুক প্রোফাইল এর পাশাপাশি একটি করে ফেসবুক পেজ আছে | সেলিব্রিটি বা নামিদামি মানুষগুলো ফেসবুক পেজ বেশি ব্যবহার করে থাকে | কিন্তু বর্তমানে ফেসবুকের মাধ্যমে সবাই উপার্জন করতে পারে | তাই কমবেশি এখন সবারই একটি করে ফেসবুক পেজ থাকে |আর এ ফেসবুক পেজটি ভাইরাল করার জন্য কিছু টিপস আপনি ব্যবহার করতে পারেন | এতে করে আপনার পেজের পরিচিতি বাড়বে সেইসাথে আপনি ইনকাম করতে পারবেন |
ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস (How To Viral Facebook Page)
প্রথমত সঠিকভাবে পেজ তৈরি করা : ফেসবুক পেজ তৈরি করার সময় অবশ্যই আপনাকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হল আপনার পেজের উদ্দেশ্য বা কনটেন্ট অনুযায়ী সুন্দরভাবে পেজটাকে তৈরি করা | যেমন__ আপনার কনটেন্টের সাথে মিল রেখে পেজের নাম, প্রোফাইল এবং কভার ফটো আপলোড করা | পেইজের এবাউট সেকশনে বিস্তারিত সবকিছু সুন্দর করে গুছিয়ে লিখে দেওয়া | সেইসাথে আপনার কনটেন্ট এরসাথে মিল রেখে পেজের ডিজাইন সিলেট করা | একজন ভিজিটর যখন আপনার পেইজে প্রবেশ করবে সে যেন বিস্তারিত সব তথ্য আপনার পেজ থেকে পেয়ে যায় | এতে করে ভিজিটর অনেক সময় আপনার পেজে অবস্থান করবে ও আপনার পেজের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে |
আনকমন ও কোয়ালিটি কনটেন্ট তৈরি করা : আপনি যখন কনটেন্ট তৈরি করবেন তখন একটি জিনিস মাথায় রাখবেন সেটা হল, আপনি যা করছেন তা যেন অন্যজনের থেকে আলাদা হয় | উদাহরণস্বরূপ বলা যায়__ আপনার বন্ধু ফুড রিলেটেড কনটেন্ট তৈরি করে | এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনিও ফুড রিলেটেড কনটেন্ট তৈরি করবেন | আপনি চাইলে আপনার বন্ধুর ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু হুবহু সেম ভাবে আপনি ভিডিও তৈরি করবেন না | তাহলে সেই ভিডিও কোন ভিজিটর দেখবে না | কারণ তারা অলরেডি এই টাইপের কনটেন্ট হয়তো বা কোথাও দেখেছে | তাই আপনাকে সব সময় এমন কিছু কনটেন্ট তৈরি করতে হবে যা সবার থেকে একটু আনকমন হয় এবং অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করতে হবে | আপনার ভিডিও যেন এইচডি কোয়ালিটির হয় | কারণ ভিজিটর তখনি আপনার ভিডিও দেখবে যখন সেটা দেখতে খুব ক্লিয়ার এবং সুন্দর দেখাবে | আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে আপনার পেজের ফলোয়ার বৃদ্ধি পাবে এবং ভাইরাল হবে আপনার ভিডিও |
আকর্ষণীয় থামনেল তৈরি করা : ভিডিও আপলোড দেওয়ার পূর্বে আমাদের সেখানে একটি থামনেল দিতে হয় | ও সেই থামনেল বলে দেয় আপনার ভিডিওটি কি সম্পর্কে | কোন দর্শক যখন আপনার ভিডিও রিলেটেড কীবোর্ড লিখে সার্চ করে তখন তার সামনে অনেকগুলো ভিডিও শো করা হয় | সেখান থেকে যার ভিডিও থামনেল অনেক বেশি আকর্ষণীয় হয় ভিজিটর সেই ভিডিওতে বেশি ক্লিক করে | তাই আপনার ভিডিওর থামনেল যত বেশি আকর্ষণীয় হবে আপনার ভিডিওর ভিউ তত বেশি বেড়ে যাবে |
কমেন্টের রিপ্লাই দেওয়া : আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন এবং আপনার সেই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে থাকে তাহলে দেখবেন ফেসবুক আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে | সেই নোটিফিকেশনে আপনাকে ফেসবুক আপনাকে কিছু রিকমেন্ড করবে | যেমন_ আপনাকে তারা বলবে যে আপনি আপনার প্রতিটা কমেন্টের রিপ্লাই করবেন | তাহলে আপনার ভিডিওর ভিউ আরো বেশি বাড়বে | আপনি যখন আপনার ভিডিওর প্রতিটা কমেন্ট রিপ্লাই করবেন অটোমেটিক্যালি ফেসবুক আপনার সেই ভিডিওটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে | এতে করে আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে (Facebook Page Viral) |এছাড়া কমেন্টের রিপ্লাই করলে ভিজিটর আপনার উপর খুশি হবে এবং সে পুনরায় আপনার নতুন ভিডিও দেখতে আগ্রহী হবে |
আকর্ষণীয় ভিডিও টাইটেল ব্যবহার : আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সব সময় চেষ্টা করবেন সেই ভিডিও রিলেটেড আকর্ষণীয় টাইটেল ব্যবহার করার | দর্শক বা ভিজিটর অনেক সময় ভিডিও টাইটেল দেখে ভিডিওর উপর ক্লিক করে | ভিডিও টাইটেল যদি দেখতে খুব আকর্ষণীয় হয় তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে |
ভুল তথ্য না দেওয়া : আপনি যখন কোন ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন আর সেটি হল ভিডিওর মধ্যে আপনি কোন ভুল তথ্য দিবেন না | কারণ আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু দর্শক সেটা খুব সহজেই বুঝতে পারবে | আর এই ভুল তথ্য দেয়ার কারণে সে কিন্তু আর কখনো আপনার কাজে আসবে না | এতে করে আপনার পেজের একটি নেগেটিভ ইম্প্রেশন তৈরি হবে ও পেজ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে | এক্ষেত্রে অনেকে আপনার পেজ এর উপর ভুল তথ্য দেয়ার জন্য ফেসবুকের কাছে কমপ্লেন করতে পারে | আর যদি ফেসবুক দেখে আপনি ভুল তথ্য দিচ্ছেন দর্শকদের তাহলে তার আপনার ফেসবুকে ব্লক করে দিতে পারে | তাই সব সময় চেষ্টা করবেন সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার |
রিল আপলোড করা : ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে আর তা হল রিল বা শর্ট ভিডিও আপলোড করা | আর একটি পেজ দ্রুত ভাইরাল করার জন্য সবচেয়ে সহজ এবং সর্বোত্তম উপায় হচ্ছে বর্তমান সময়ে শর্ট ভিডিও আপলোড করা | ফেসবুকের মধ্যে শর্ট ভিডিও রিচ বর্তমান সময়ে সবচেয়ে বেশি | তাই আপনি যদি আপনার পেজকে ভাইরাল করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে শর্ট ভিডিও আপলোড করবেন |
সুতরাং পরিশেষে বলা যায়, একটি ফেসবুক পেজ ভাইরাল করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপায়ে ব্যবহার করতে পারি | কিন্তু অল্প সময়ে কিছু পাওয়া খুব কঠিন | কোনো কিছু পেতে হলে আপনাকে এর পেছনে অনেক পরিশ্রম করতে হবে এবং সেইসাথে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে | তাই আপনি যদি উপরে উল্লেখিত নিয়ম গুলো পালন করতে পারেন সঠিকভাবে তাহলে আশা করছি আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে (How To Viral Facebook Page) |
0 মন্তব্যসমূহ