ডিজিটাল মার্কেটিং কাকে বলে |
ডিজিটাল মার্কেটিং কাকে বলে (Digital Marketing)? ডিজিটাল মার্কেটিং টিপস এবং ট্রিকস
ডিজিটাল ডিজিটাল চার পাশে শুধু ডিজিটালের ছোঁয়া | হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের আর্টিকেল হল এই ডিজিটাল শব্দের সাথে সম্পর্কিত ডিজিটাল মার্কেটিং নিয়ে | আলোচনা শুরুতে প্রথমে জেনে নেই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি বা ডিজিটাল মার্কেটিং কাকে বলে ?
ডিজিটাল মার্কেটিং কাকে বলে?
আমাদের যোগাযোগ মাধ্যমের সকল আধুনিক প্রযুক্তি বিশেষভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমাদের পণ্য বা সেবার যে প্রচারণা চালাই তাকেই ডিজিটাল মার্কেটিং বলে | মনে রাখবেন বর্তমান সময় আমরা কিন্তু শুধু প্রচারণার জন্য মার্কেটিং করি না | বিভিন্ন ধরনের সেবা প্রধান অথবা নতুন কিছু শুরু করতে চাচ্ছি তার জন্য কিন্তু মার্কেটিং প্রয়োজন | এখন যেহেতু আমরা ডিজিটাল সময় বাস করছি তাই প্রচারণাও হওয়া উচিত ডিজিটাল |
ডিজিটাল মার্কেটিং বিভিন্ন প্রকার হয়ে থাকে | কিন্তু আমাদের তার প্রয়োজন অনুযায়ী প্রকার গুলো খুঁজে নিতে হবে |
ডিজিটাল মার্কেটিং এর টিপস এবং টিপস
আজকে আমি আপনাদের সাথে এমন কিছু ডিজিটাল মার্কেটিং টিপস এবং টিপস শেয়ার করব যা একটি ছোট ব্যবসার মার্কেটিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন | এবং খুব সহজে এই টিপসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করে আয় করতে পারবেন|
1. টার্গেটেড মানুষ কি পছন্দ করে সেদিকে খেয়াল রাখা
আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা এই বিষয়টি খেয়াল করি যে, যখন কোন পোস্ট পছন্দ অনুযায়ী হয়ে যায় সবাই সেটা শেয়ার করতে শুরু করে | তাই এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটি মেইন পয়েন্ট বা টিপস | আমাদের উচিত এমন টাইপের পোস্ট লেখা যা আমাদের টার্গেট মানুষজন পছন্দ করে এবং শেয়ার করতে আগ্রহী হয় | এতে করে আপনি খুব সহজেই আপনার মার্কেটিং করে ফেলতে পারেন |
2. গ্রাহক যেন একই সাথে মোবাইল অথবা ডেস্কটপ ব্যবহার করে সুবিধা নিতে পারে তার ব্যবস্থা করা
বর্তমান সময় বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করে | এখনকার প্রায় সব ধরনের ব্যবসায়ের একটি নিজস্ব ওয়েবসাইট থাকে অনলাইনে | তো মনে করুন আপনি আপনার ছোট ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করবেন | তখন আপনার একটি বিষয় মাথায় রাখতে হবে যে ওয়েবসাইটটি যেন গ্রাহকরা মোবাইল অথবা ডেস্কটপ যা দিয়ে প্রবেশ করুক না কেন তা যেন যথাযথভাবে দেখা যায় | এতে করে আপনি যখন মার্কেটিং করবেন এবং গ্রাহকরা আপনার সাইটে আসবে কেউই হতাশ হয়ে ফিরবে না |
3. সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি প্রচার-প্রচারণা চালানো
আধুনিক সময়ে মানুষ তার দিনের খুব বড় একটা অংশ সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে | তাই ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করা উত্তম | এতে করে খুব তাড়াতাড়ি পণ্য তার নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দেয়া সম্ভব | আর সোশ্যাল মিডিয়ায় পণ্যের যে কোন আপডেটও খুব সহজে জানানো যায় সবাইকে |
4. গ্রাহকদের সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা রাখা
যেহেতু ডিজিটাল সময় তাই গ্রাহকরা যেকোনো কিছু কেনার সময় তাদের মতামত প্রকাশ করতে চায় | তাই কোন কিছু তৈরি বা আপডেট দেওয়ার সময় গ্রাহকদের মতামত যেন নিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে | তাছাড়া গ্রাহকরা যেন তৎক্ষণিক কিছু জানতে পারে সেই ব্যবস্থা রাখা উচিত | এজন্য আপনি মেসেঞ্জার বট ব্যবহার করতে পারেন |
5. একটি টার্গেট ইমেইল বা মেসেজ গ্রুপ রাখা
আপনার প্রতিষ্ঠানে যখন কোন নতুন পণ্য আসবে সেই পন্য সম্পর্কে গ্রাহকদের জানানোর জন্য একটি সহজ ও কার্যকরী মাধ্যম হল ইমেইল বা মেসেজ | এজন্য যারা নিয়মিত আপনার পণ্য কিনে তাদের তালিকা রেখে একটি টার্গেট ইমেল বা মেসেজ গ্রুপ রাখা জরুরী | তাহলে যে কোন নতুন পণ্য আসার সাথে সাথে আপনি তাদেরকে সেই আপডেটটি পৌঁছে দিতে পারবেন |
সুতরাং পুরো আর্টিকেলটি পড়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং কাকে বলে | আর আমি যে টিপস এবং ট্রিকস শেয়ার করলাম তা ব্যবহার করে আপনারা উপকৃত হবেন আশা করি |
0 মন্তব্যসমূহ