10 টাকার দুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরির রেসিপি

10 টাকার দুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরির রেসিপি

 

রসমালাই তৈরির রেসিপি
রসমালাই তৈরির রেসিপি

10 টাকার দুধের প্যাকেট দিয়ে রসমালাই তৈরির রেসিপি


আসসালামু আলাইকুম | আমি জান্নাতুল ফেরদৌস, আজকে আপনাদের সাথে রসমালাই তৈরি রেসিপি শেয়ার করব | এই রসমালাই রেসিপি তৈরি করার পর আপনি এর প্রেমে পড়ে যাবেন , ঘরে যেকোনো সময় আপনি এই রেসিপি তৈরি করতে পারবেন | চলুন প্রথমে জেনে নিন এটি তৈরি করতে কি কি উপকরণ এর প্রয়োজন হবে__


রসমালাই তৈরির রেসিপি | উপকরণ


  • গুঁড়ো দুধ
  • ডিম
  • হাফ চা চামচ বেকিং পাউডার
  • 1 টেবিল চামচ ঘি
  • কনডেন্স মিল্ক


রসমালাই তৈরির রেসিপি | তৈরি করার পদ্ধতি


আজকে আমি রসমালাই তৈরির যে পদ্ধতি বলবো,  আপনারা এভাবে তৈরি করলে আধা কেজি রসমালাই তৈরি করতে পারবেন মাত্র 30 টাকা দুধের প্যাকেট দিয়ে |  প্রথমে একটি ডিম নিয়ে খুব ভালোভাবে মিক্স করে  নিতে হবে | তারপর 10 টাকার দুটি মিনি দুধের প্যাকেট নিব | প্যাকেট গুলো কেটে  দুধ একটা পাত্রে ঢেলে নিব | এতে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার ও 1 টেবিল চামচ ঘি | ঘি এর পরিমান দেখে নিতে পারেন কম বেশি হলে সমস্যা নেই | তারপর খুব ভালো করে দুধ ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিতে হবে | এমনভাবে মেশাতে হবে যেন দুধের সাথে ভালোভাবে মিশে যায় | ভালোভাবে মিশে গেলে এতে ডিম দিয়ে আঠালো একটি মিশ্রণ তৈরি করতে হবে তবে | ডিম একবারের ঢেলে দিলে হবে না,পরিমাণমতো দিয়ে মেশাতে হবে কারণ | এমন হতে পারে পুরো ডিম দেয়ার প্রয়োজন হবে  না | একটু আঠালো হয়ে গেলে মিশ্রণটি তৈরি | এখন 5 মিনিট রেখে দিবেন | রেখে দেয়ার পর অল্প অল্প করে নিয়ে রসমালাই সেপ তৈরি করে নিবেন | তারপর চলে যাবেন চুলায়, একটা পেন এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে এরমধ্যে আরো একটা কে 10 টাকার দুধ ঢেলে দিবেন | প্রথমে চুলা না জ্বালিয়ে দুধ টা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিবেন, যেন দানা দানা থাকে না | এরপর চুলা মাঝারি আছে রেখে ভালোভাবে জাল করে নিতে হবে | দুধ যখন একটু গরম হয়ে  বলক ওঠা শুরু করবে তখন রসমালাই শেপ গুলো ঢেলে দিতে হবে | দুধ বেশি জাল করা যাবে না | একবার বলক উঠার পরে রসমালাই সেপগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে | এমনভাবে চুলার আঁচ রাখতে হবে যেন দুধ উপরে পড়ে না যায় |  5 থেকে 6 মিনিট পর হালকা করে একটু নেড়ে দিতে হবে | কিন্তু খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় | তারপরে দিয়ে দিব হাফ  কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, এতে করে রসমালাইয়ের সাদ এর পরিমাণ বেশি বেড়ে যাবে | তারপর আবার ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিবেন | রসমালাই হয়েছে কিনা তা বুঝার জন্য ঢাকনা উঠিয়ে দেখবেন রসমালাই গুলো উপরে উঠে থাকবে না, শিরার মধ্যে ডুবে থাকবে | এরপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিবেন |

 

তৈরি হয়ে গেল মাত্র 30 টাকায় দুধে মজাদার রসমালাই


অতএব, আপনাদের কাছে যদি আমার আজকের রসমালাই তৈরির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন |


আপনাদের জন্য আরো রেসিপি আর্টিকেল

 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ