How To Write A Blog Post Fast In 2022

 

how-to-write-a-blog-post-fast-in-2022
How To Write A Blog Post Fast In 2022

How To Write A Blog Post Fast In 2022


আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব | আমার আজকের আলোচনার টপিক হচ্ছে How To Write A Blog Post Fast In 2022 অর্থাৎ আমরা কিভাবে একটি ব্লগ পোস্ট লিখতে পারবো খুব তাড়াতাড়ি | আপনি একজন ব্লগার হতে পারেন অথবা নাও হতে পারেন | কিন্তু যখন সময় হবে তখন আপনার জন্য একটি শক্তিশালী এবং আকর্ষিত ব্লগ পোস্ট তৈরী থাকা আবশ্যক | তাই আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব দ্রুত একটি ব্লগ পোস্ট লিখতে পারেন (How to Write a Blog Post Fast) |


কিন্তু একটি কথা সব সময় মনে রাখবেন, কোন কাজ খুব তাড়াতাড়ি করা কখনোই ভালো হয় না | তাই আমি আজকে আপনাদেরকে কিছু টিপস্ দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজেই নিখুঁতভাবে অল্প সময়ে একটি ভালো ব্লগ পোস্ট লিখতে পারবেন (Write a Blog Post Fast) | 


তো চলুন শুরু করি কিভাবে আপনারা খুব দ্রুত একটি ব্লগ পোস্ট লিখতে পারবেন তার বর্ণনা |


How To Write A Blog Post Fast In 2022


1. প্রথমে আপনি আপনার টপিক বাছাই করবেন


প্রথমে আপনাকে কোন কিছু লেখার পূর্বে অবশ্যই আপনি কোন বিষয়ের উপর লিখতে চাচ্ছেন সেই বিষয়টি বাছাই করতে হবে | আপনার ব্যবসার সাথে সম্পৃক্ত এমন টপিক বাছাই করুন, যেন আপনার গ্রাহকরা খুব দ্রুতই আপনাকে খুঁজে পায়| 


টপিক বাছাই করার জন্য আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন | এতে করে আপনি আপনার বিষয়ের উপর একটি সঠিক কিওয়ার্ড ধারণা পেয়ে যাবেন |


আপনি যখন আপনার কিওয়ার্ড বাছাই করে ফেলবেন তখন আপনি খুব দ্রুতই সেই কিবোর্ড এর উপর ভিত্তি করে একটি ব্লগ পোস্ট লিখতে পারবেন |


2. আপনার কি ওয়ার্ড এর উপর ভিত্তি করে গুগোল এ সিমিলার কন্টেন্টগুলি খুঁজে বের করুন


আপনি যখন কোন বিষয়ের উপর লিখবেন, তখন আপনার সেই বিষয়ের উপর অন্যান্য কন্টেন খুঁজে বের করার একটি বড় মাধ্যম হলো গুগোল | কারণ গুগোল  হচ্ছে ইন্টারনেটের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন | এবং এখান থেকে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো তথ্য খুঁজে বের করতে পারবেন |


গুগোল থেকে খুব দ্রুত কনটেন্ট খুঁজে বের করার জন্য আপনি প্রথমে গুগলে সার্চ বারে গিয়ে আপনার কাঙ্খিত কিওয়ার্ড লিখে সার্চ করবেন | তারপর আপনি দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো রেজাল্ট শো করবে | সেখান থেকে আপনি আপনার কি ওয়ার্ড রিলেটেড কনটেন্ট গুলো খুজে বের করতে পারেন |


এছাড়া আপনি যদি চান কোন নির্দিষ্ট দেশ বা বিভাগের উপর ভিত্তি করে কনটেন্ট খুঁজে বের করতে, তাহলে আপনি তাদের ফিল্টার ব্যবহার করতে পারেন | এবং আপনার নির্দিষ্ট স্থানের উপর ভিত্তি করে কন্টেন খুঁজে বের করতে পারেন | আপনি দেখতে পারেন আপনার কিওয়ার্ড এর উপর ভিত্তি করে অন্যান্য কোম্পানিগুলো সে বিষয়ের উপর কি লিখেছে আপনি সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন |


3. আপনার অনুরূপ ব্লগ পোস্টগুলি পড়া শুরু করুন এবং সেখান থেকে আপনার মান যোগ করার উপায় গুলো চিন্তা করতে থাকুন


আপনি যখন কোন কিছু লিখবেন তখন তার আগে গবেষণা করে দেখবেন কিভাবে এটি খুব দ্রুত গুগলে রেঙ্ক করে থাকে | এতে করে আপনার বিষয়বস্তুর উপর মান নির্ধারণ করতে সহজ হবে | তাই গুগলে প্রথমে যে কনটেন্টগুলো রয়েছে সবগুলো কনটেন্ট আপনি পড়ার চেষ্টা করবেন, এবং বুঝার চেষ্টা করবেন কিভাবে তাদের কন্টেন্টগুলি গুগলের রান করেছে | আপনি যদি এখান থেকে একটি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত একটি ব্লগ পোস্ট লিখতে পারবেন (Write a Blog Post Fast) |


আপনি যে বিষয়ের উপর লিখবেন সেই সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করার জন্য আপনি চাইলে ইউটিউব, ফোরাম, Quora ইত্যাদি সম্পর্কিত ওয়েবসাইট গুলি দেখতে পারেন | আপনার লেখাকে কপিরাইট ফ্রি করার জন্য শুধুমাত্র গুগল সার্চের উপর নির্ভর করে থাকবেন না |


4. আপনার ব্লগ পোস্টের জন্য একটি রূপরেখা তৈরি করুন


লেখার শুরুতে আপনার প্রথম ধাপ ধাপ হলো আপনার ব্লগ পোস্টের জন্য একটি সুন্দর রূপরেখা তৈরি করা | কারণ আপনার লেখাটা কিসের উপর ভিত্তি করে লেখা হচ্ছে এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা তা জানার জন্য রুপরেখা খুবই গুরুত্বপূর্ণ | আপনি যদি একবার আপনার লেখার রুপরেখা পেয়ে যান তাহলে আপনি খুব সহজেই দ্রুত একটি ব্লগ পোস্ট লিখতে পারবেন (Write a Blog Post Fast ) |


নিখুঁত ভাবে রূপরেখা তৈরি করার জন্য আমি নিচে একটি চার্ট দিয়ে দিচ্ছি


  • গুগলের মধ্যে ইতিমধ্যে রেংকিং করেছে সেসকল সাব হেডিং গুলি বিশ্লেষণ করার চেষ্টা করুন
  • আপনার পোস্টের যতটা সম্ভব takeaways  আপনি পারেন তা লিখেন 
  • রিভাইস,  রিমুভ এবং রিপিট


আপনার রুপরেখা টি যখন সম্পূর্ণ হবে তখন আপনি আপনার পোস্টের ইন্ট্রো এবং আউটরো  তে যান


5. আপনার ব্লগ পোস্টের ভূমিকা এবং আউটরো লিখুন


আপনি যখন আপনার ব্লগ পোস্টে লিখবেন তখন আপনার ব্লগ পোস্টের ভূমিকা এবং আউটরো সংক্ষিপ্ত কিন্তু খুবই শক্তিশালী হওয়া উচিত | এটি হচ্ছে নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানের উপর | কিন্তু আপনার পাঠকদের মান বজায় রাখার ওপর প্রকাশ দিতে হবে |


আপনি আপনার পোস্ট কি বিষয়ের উপর লিখেছেন এবং কেন আপনার পাঠকেরা আপনার পোস্টটি পূর্বে তা আপনার ভূমিকার ওপর নির্ভর করে | তার যখন আপনি ব্লগ পোস্ট তৈরী করবেন তখন অবশ্যই এই টিপসটি ব্যবহার করবেন |


  • আপনার ব্লগ পোস্টের জন্য একটি প্ররোচিত এবং শক্তিশালী  যুক্তি ফোকাস করুন|
  • আপনার লেখা বিষয়বস্তুটি যে উচ্চ মানের এবং আপনার বিষয়ের সাথে প্রাসঙ্গিক তা নিশ্চিত করুন
  • আপনার ব্লগ পোষ্ট যেন পাঠকদের জন্য সহজ হয় তা নিশ্চিত করুন
  • আপনার পাঠকদের জন্য ম্যাক্সিমাম Value যোগ করার ব্যবস্থা করুন
  • আপনি চাইলে আপনার পাঠকদের জন্য কিছু সহায়ক সংস্থার লিঙ্ক করতে পারেন যেন তা আপনার পাঠকরা অনুসরণ করে | এবং কোন কিছু লিঙ্ক করার জন্য এটি হচ্ছে সর্বোত্তম উপায় |


6. আপনার ব্লগ পোস্টের জন্য প্রাসঙ্গিক উপশিরোনাম যোগ করুন


একবার যখন আপনার বিষয়বস্তু লেখা হয়ে যাবে তখন সময় হবে উপশিরোনাম যোগ করার | আপনি আপনার লেখার উপর ভিত্তি করে উপশিরোনাম তৈরি করবেন | যেন আপনারা শ্রোতারা খুব সহজেই আপনার বিষয়বস্তু জানতে পারে | ও এর মাধ্যমে আপনার চিন্তাধারার একটি ব্যাপক প্রসার সংগঠিত হবে |


আপনার লেখার তালিকা তে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি যখন পোস্ট লিখবেন তখন সংশোধন করার চেষ্টা করবেন না | আপনার লেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনি এর সংশোধন খুঁজে বের করবেন |


7. এখন আপনার পোস্ট সংশোধন এবং সম্পাদনা করুন


আপনার ব্লগ পোস্টে প্রকাশ করার অবশ্য আগে অবশ্যই এর সংশোধন ও সম্পাদনা করতে হবে | আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার বিষয়বস্তু সম্পূর্ণ ফ্রেশ এবং অতি গুরুত্বপূর্ণ | এটি আপনার লেখার গুণমান পরীক্ষায় সহায়তা করে|


কিন্তু এখানে আপনাকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখতে হবে তা হল আপনার লেখার মধ্যে সম্পন্ন প্রাসঙ্গিক বিষয় গুলো কভার করা হয়েছে কিনা | এটি আপনার ব্লগের বিষয়বস্তু নির্ধারণের সহায়তা করে থাকে | 


আপনাকে ব্যাকরণ এবং বিষয়বস্তুর কাঠামোর উপর ফোকাস দিতে হবে | আপনি চাইলে আপনার চেকলিস্ট এর নিচে দেওয়া বিষয়গুলি যোগ করতে পারেন__


  • সাধারণ বাক্য গঠন
  • উদ্ধৃত বাক্যাংশ
  • বিরাম চিহ্ন
  • উদ্দেশ্য
  • কমা
  • কোলন
  • গুরুত্বপূর্ণ কীওয়ার্ড
  • পাঞ্চি শিরোনাম


সুতরাং আপনি যদি খুবই অল্প সময়ে এবং নিখুঁতভাবে ব্লগ পোষ্ট লিখতে চান তাহলে আপনি উপরে উল্লেখিত টিপস বা পয়েন্টগুলি ব্যবহার করতে পারেন (How To Write A Blog Post Fast In 2022) | এতে করে আপনি খুব সহজেই যেকোন বিষয়ের ওপর একটি ব্লগ পোষ্ট লিখতে পারবেন এবং আপনার নির্দিষ্ট কাঙ্খিত সময়ের মধ্যে | 



আপনার জন্য আরও কিছু আর্টিকেল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ