Vegetable Fulkopi Pakora Recipe Bangla

 

Vegetable Fulkopi Pakora Recipe Bangla
Vegetable Fulkopi Pakora Recipe Bangla

Vegetable Fulkopi Pakora Recipe Bangla–বিকেলের নাস্তায় চটপটে ফুলকপির পাকোড়া


Vegetable Fulkopi Pakora Recipe Bangla–আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই | আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব | আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া|


আমরা সবাই কমবেশি বিকেলের হালকা নাস্তা খেতে পছন্দ করে | এবং এজন্য আমরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে | আমার আজকের রেসিপিতে আপনারা ঘরে থাকা আপনাদের সবজি দিয়ে সুন্দর বিকেলের নাস্তা তৈরি করতে পারেন | আমরা রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের পাকরা খেয়ে  থাকি | এবং মচমচে তেলেভাজা পাকোড়া খেতে খুব মজা লাগে | তাই আজকে আপনাদের সাথে ফুলকপির পাকোড়া রেসিপি (Fulkopi Pakora Recipe) শেয়ার করতে যাচ্ছি |


প্রথমে আমরা দেখে নেবো ফুলকপির পাকোড়া (Fulkopi Pakora) তৈরি করতে কি কি উপকরণ এর প্রয়োজন হবে


Vegetable Fulkopi Pakora Recipe Bangla


  • পানি 
  • লবণ - 2 টেবিল চামচ
  • আদার পেস্ট – ১ চা চামচ
  • রসুনের পেস্ট- ১ চা চামচ
  • মরিচের গুঁড়া – ১ চা চামচ
  • হলুদ গুঁড়া - ½ চা চামচ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • ধনে গুঁড়া – ১ চা চামচ
  • কালো মরিচ গুঁড়া - ½ চা চামচ
  • টমেটো সস - 2 চা চামচ
  • অল পারপাস ময়দা - আধা কাপ
  • কর্ন ফ্লাওয়ার - 1/3 কাপ
  • তেল


ফুলকপির পাকোড়া (Fulkopi Pakora) কিভাবে তৈরি করবেন


প্রথমে আমাদের ফুলকপি তাকে ছোট ছোট করে কেটে নিতে হবে | অনেক সময় দেখা যায় ফুলকপির ভিতরে বিভিন্ন ধরনের পোকা থাকে | তাই ফুলকপি দিয়ে কোন কিছু রান্না করার আগে এটা কি সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে | ফুলকপির পোকা বের করার জন্য প্রথমে আমরা একটা বাটিতে 1 লিটার পরিমাণ পানি নিয়ে তাতে 2 টেবিল চামচ লবণ মিশিয়ে নেব খুব ভালোভাবে | তারপর লবণ পানিতে  কাটা ফুলকপি গুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে | এতে করে ফুলকপির ভিতরে যদি কোন পোকা থেকে থাকে তাহলে তা বাহিরে বেরিয়ে আসবে লবণ পানির কারণে | 15 মিনিট হয়ে গেলে লবণ পানি থেকে ফুলকপিগুলো উঠিয়ে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে | এখনই ফুলকপির সাথে মসলা মেশানোর সময় | প্রথমে আমরা 1 টেবিল চামচ আদাবাটা দিয়ে দিচ্ছি | তারপর রসুন বাটা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা-চামচ, আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা তাদের স্বাদমতো শুকনো মরিচ ব্যবহার করতে পারেন | এর সাথে হাফ চা চামচ হলুদ গুড়া, জিরা গুঁড়া 1 চা চামচ, 1 চা-চামচ ধনিয়ার গুড়া, হাফ চা চামচ এর মত গোলমরিচের গুঁড়া |  পাকোড়া টক-ঝাল একটা টেস্ট আনার জন্য এর সাথে আপনি দুই টেবিল-চামচ টমেটো সস দিয়ে দিতে পারেন | সবশেষে স্বাদমতো লবণ দিয়ে দিবেন | তারপর সব মশলা গুলোকে ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে | মেশানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য ফুলকপিগুলো রেখে দিতে হবে | যেন ভাল করে মশলা টা ফুলকপির সাথে মিশে যায় | 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পরে এর সাথে হাফ কাপের মতো ময়দা এড করে নিবেন | ময়দার পরিবর্তে আপনারা বেসন বা আটা অ্যাড করতে পারবেন | কিন্তু মহাদা এড করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন | এর সাথে আরও ওয়ান থার্ড কাপ কনফ্লাওয়ার অ্যাড করে নিতে হবে | আপনাদের হাতে কাছে যদি কনফ্লাওয়ার না থাকে সে ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার এর পরিবর্তে চালের গুঁড়া ও এড করতে পারেন | তারপর সবগুলো জিনিস একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে | তারপরেতে পানি অ্যাড করতে হবে | আপনারা একসাথে সম্পূর্ণ পানি অ্যাড না করে অল্প পানি দিয়ে ভালো করে মাখিয়ে আবার অল্প পানি দিয়ে ভালো করে মাখাবেন |  পানি ব্যবহার করার ফলে ফুলকপির সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশে যাবে | কিন্তু বেশি পানি দেওয়া যাবে না | খেয়াল রাখতে হবে পরিমাণমতো পানি দিয়ে মেশাতে হবে যেন ফুলকপিগুলো ময়দা এবং কর্নফ্লাওয়ার এর সাথে খুব ভালোভাবে মিশে একটা রসালো ভাব দেখা যায় | তারপর একটা করাই বা প্যানে পরিমাণমতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে গরম হওয়ার জন্য | তেল যখন গরম হয়ে যাবে তখন ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে | তেলের মধ্যে Pakora দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করার প্রয়োজন নেই | ফুলকপি গুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে হালকা নেড়ে দিতে পারেন |


ফুলকপি গুলো ডিপ ফ্রাই না হওয়া পর্যন্ত  ভাস্তে থাকবেন এবং চুলার আচ মিডিয়াম এবং হাই এর মাঝামাঝি রাখতে হবে | ডিপ ফ্রাই করার জন্য আপনারা ছয় থেকে আট মিনিট পর্যন্ত বাঁচতে পারেন | ভাজার সময় এটাকে বেশি হাই হিটে বাজা যাবে না | ফুলকপি গুলি ভাজা হয়ে গেলে একটি টিস্যুর মধ্যে নিয়ে নেবেন | এতে করে এর গায়ে যে অতিরিক্ত তেল লাগা থাকবে তা টিস্যু শুষে নেবে | তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির পাকোড়া (Fulkopi Pakora) | এখন আপনারা এটাকে আপনাদের মত করে পরিবেশন করতে পারেন |


সুতরাং কেমন লাগলো আজকের রেসিপি ফুলকপির পাকোড়া (Vegetable Fulkopi Pakora Recipe Bangla)? আপনি যদি বিকালের নাস্তায় ফুলকপির পাকোড়া (Cauliflower Pakora) তৈরি করেন আশা করি সবার কাছে ভালো লাগবে | আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন |



আপনাদের জন্য আরও আর্টিকেল




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ