How Do You Make Crispy Egg French Fries Recipe |
How Do You Make Crispy Egg French Fries Recipe
How Do You Make Crispy Egg French Fries Recipe–আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন | আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং ক্রিস্পি একটি রেসিপি | আমার আজকের রেসিপি হচ্ছে Crispy egg french fries recipe |
আমরা সবাই কমবেশি বিকেলের মজাদার কিছু খেতে পছন্দ করি | এবং French Fries পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন | রেস্টুরেন্টে গিয়ে বাকি সব খাবারের সাথে আমরা অবশ্যই ফ্রেন্স ফ্রাই অর্ডার করে থাকি |
আমরা চাইলে ঘরে বসে খুব সহজে হেলদি Homemade french fries তৈরি করতে পারি খুব সহজে | চলুন শুরু করছি আজকের রেসিপি রেসিপি Make Crispy Egg French Fries |
প্রথমে আমরা দেখে নেবো French fries তৈরি করতে কি কি উপকরণ এর প্রয়োজন হয়–
- আলু ৩টি
- ২ টি ডিম
- লবণ 1/2 চা চামচ
- মরিচের গুঁড়া ১ চা চামচ
- রসুন ১/২ চা চামচ
- ওরেগানো ১/৪ চা চামচ
- চাট মাসালা 1 চা চামচ
- All purpose ময়দা 1/2 কাপ
- গরম তেল
How Do You Make Crispy Egg French Fries Recipe
প্রথমে আমরা তিনটি মাঝারি আকারের আলো নিয়ে নেব | তারপর আলু তিনটার খোসা গুলো ছাড়িয়ে নেব | French fries এর মত করে আলু গুলো আকারে লম্বা করে কেটে নিতে হবে | আলু কাটা হয়ে গেলে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ভালো পরিষ্কার করতে হবে | পরিষ্কার করা আলো গুলো একটি টিস্যু পেপারে রেখে তার ওপর আরেকটি টিসু পেপার দিয়ে ঢেকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে | তারপর আলুর সাথে দুটি ডিম, এক চা-চামচ মরিচগুঁড়া, লবণ হাফ চা চামচ, রসুন 1 চা চামচ, ওরেগানো 1/4 চা চামচ, চাট মাসালা 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে | ভালোভাবে মেশান হয়ে গেলে একটি চালুনি দিয়ে এর সাথে হাফ কাপ ময়দা দিয়ে দিতে হবে | তারপর আবার সবগুলো মিশ্রন একসাথে মেশাতে হবে | একটি পাত্রে তেল গরম করে নিতে হবে | তারপর আলোগুলো একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে | 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে কোনো স্পর্শ করা যাবেনা আলোর মধ্যে | তারপর এটাকে একটু নেড়েচেড়ে লেগে থাকা আলোগুলো আলাদা আলাদা করে দিতে হবে | এভাবে দশ থেকে বারো মিনিট ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আলোর কালার বাদামী রঙের না হয় |
এবং সবশেষে তৈরি হয়ে যাবে মজাদার homemade french fries in air fryer|
আশা করছি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে | আপনাদের কাছে যদি homemade french fries in air fryer রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন | (How Do You Make Crispy Egg French Fries Recipe)
আপনাদের জন্য আরো রেসিপি
0 মন্তব্যসমূহ