How To Promote Affiliate Marketing Links Without Website |
How To Promote Affiliate Marketing Links Without Website
How To Promote Affiliate Marketing Links Without Website–আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং লিংক শেয়ার করার কিছু ছোট ট্রিকস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিংকস (affiliate links) যেকোনো ওয়েবসাইটের প্রচার করতে পারবেন | আপনার যদি কোন ওয়েবসাইট না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, এই কাজটি করার জন্য আপনার কোন ওয়েবসাইটের প্রয়োজন হবে না|
একটি affiliate links হচ্ছে একটি ইউ আর এল যেখানে অ্যাপেলের ব্যবহারকারীর আইডি বা থাকে | আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছি তারা এই বিজ্ঞাপনদাতাদের এফিলিয়েট লিংক শেয়ার করে থাকি তাদের সাইটে ট্রাফিক পাঠানোর জন্য | এটি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর একটি অংশ |
Affiliate marketing হল এক ধরনের মার্কেটিং প্রক্রিয়া যার মাধ্যমে একজন অ্যাফিলিয়েট অন্য কোনো ব্যক্তির পণ্য বা সেবা বিক্রি করার মাধ্যমে সেখান থেকে কমিশন উপার্জন করে থাকে | অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে (affiliate marketing) প্রথমে একটি নির্দিষ্ট পণ্যর জন্য অনুসন্ধান করে তারপর সেই পণ্য বিক্রয় করার মাধ্যমে সেখান থেকে কমিশন লাভ করে | এই বিক্রয় গুলি একেক ওয়েবসাইট থেকে ট্র্যাক করার মাধ্যমে গণনা করা হয় |
অ্যাফিলিয়েট মার্কেটিং বিপণন প্রয়োজনীয়তাকে ভাগ করে একটি পণ্যে তৈরি করে বিভিন্ন পক্ষের মধ্যে কাজ করে | এখানে তিনটি পক্ষ কাজ করে থাকে, পণ্য উৎপাদনকারী বা বিক্রেতা, বিজ্ঞাপনদাতা এবং ক্রেতা |
অ্যাফিলিয়েট মার্কেটিং (affiliate marketing) এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিক্রয় ছাড়াই কমিশন লাভ করার একটি উপায় রয়েছে | যাদের অনলাইনে কাজ করার ইচ্ছা রয়েছে এবং যারা অনলাইন থেকে টাকা উপার্জন করতে চান তাদের জন্য এটি একটি কার্যকরী উপায় | এই affiliate marketing বিভিন্নভাবে অর্থ উপার্জন করা যায় | পণ্য বিক্রয়ের মাধ্যমে অর্থ প্রদান, ক্লিকের মাধ্যমে অর্থ প্রদান এবং লিড সংগ্রহের মাধ্যমে অর্থ প্রদান |
How To Promote Affiliate Marketing Links Without Website
ইউটিউব এর মাধ্যমে
Affiliate marketing এর লিংক এর জন্য কোন ওয়েবসাইট তৈরি না করে প্রমোট করার একটি সহজ এবং গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ইউটিউব | ইউটিউবে আপনি অনেক ভাবেই আপনার affiliate linkl প্রমোট করতে পারেন |
প্রথমত
ইউটিউবে বর্তমানে একটি ফিচার এসেছে শর্ট ভিডিও ক্রিয়েট করার জন্য | আপনি চাইলে আপনার affiliate link শর্ট ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারেন | একটি শর্ট ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ে | আপনি প্রথমে আপনার এফিলিয়েট লিংক এর ইনফরমেশন গুলো কালেক্ট করবেন |
তারপর সেই ইনফরমেশন দিয়ে একটি শর্ট ভিডিও এক মিনিটের কম সময়ে নিয়ে তৈরি করবেন | ও সেই ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ এর মধ্যে আপনি আপনার কাঙ্খিত অ্যাফিলিয়েট ব্যবহার করবেন | এবং অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার এফিলিয়েট লিংক দিতে ভুলবেন না | এভাবে আপনি আপনার affiliate link খুব সহজে ইউটিউব এর মাধ্যমে প্রমোট করতে পারেন |
দ্বিতীয়ত
আপনি ইউটিউবে আপনার affiliate link এর প্রোডাক্ট সম্পর্কে একটি বিস্তারিত বর্ণনা দিয়ে বড় ভিডিও তৈরি করতে পারেন | তারপর আপনি আপনার ভিডিওটি সুন্দর করে এসইও করার মাধ্যমে আপনার এফিলিয়েট লিংক টি খুব সহজে প্রমোট করতে পারবেন |
তৃতীয়ত
আপনার affiliate link রিলেটেড ভিডিও আরো অনেকেই ইউটিউবে তৈরি করে পাবলিশ করে থাকেন | আপনি সার্চ করার মাধ্যমে সেই ভিডিও গুলো খুজে বের করবেন | তারপর সেই ভিডিওর কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট লিখে তার মধ্যে আপনার এফিলিয়েট লিংক টি আপনি দিয়ে দিবেন | এতে করে তার ভিডিও এরমধ্যে যত ভিজিটর আসবে সবাই আপনার এফিলিয়েট লিংক টি দেখতে পাবেন|
ফেসবুকের মাধ্যমে
আপনি আপনার এফিলিয়েট লিংক ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে পারেন | কিন্তু ফেসবুকে আপনি সরাসরি আপনার এফিলিয়েট লিংক সাবমিট করতে পারবেন না | এজন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে | যেমন– আপনি আপনার এফিলিয়েট লিংক টি কোন ওয়েবসাইটের মাধ্যমে শর্ট করে তারপর প্রমোট করতে পারেন | আপনার নিস রিলেটেড যে সমস্ত গ্রুপ পেজ রয়েছে সেখানে আপনি আপনার affiliate link promote করতে পারবেন খুব সহজে |
পিন্টারেস্ট
পিন্টারেস্ট হচ্ছে এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি আপনার যে কোন লিংক পিন বা সেভ করে রাখতে পারেন | এটা করে যখন কেউ আপনার টাইটেল রিলেটেড কোন কিছু সার্চ করবে তখন তারা আপনার সেভ করা পিনটি দেখতে পাবেন | প্রথমে আপনি আপনার এফিলিয়েট লিংক এর একটি সুন্দর ছবি তৈরি করবেন | তারপর সেই ছবিসহ টাইটেল দেস্ক্রিপশন তৈরি করবেন |
এবং সেখানে লিংক দেওয়ার একটি অপশন আছে আপনি সেখানে আপনার এফিলিয়েট লিংক টি বসিয়ে দিবেন | পিন্টারেস্ট বেশিরভাগ প্রফেশনাল এবং ব্যবসায়ী লোকজন সার্চ করে থাকেন |
লিংকদিন (Linkedin)
অন্যান্য সোশ্যাল মিডিয়ার তুলনায় সবচেয়ে প্রফেশনাল এবং জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে লিংকদিন | এখানে আপনি বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত লোকদের সাথে পরিচিত হতে পারবেন | এবং তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করার মাধ্যমে আপনি আপনার affiliate link promote করতে পারবেন ও এখান থেকে খুব ভালো একটা সেল জেনারেট করতে পারবেন |
Quora
ওয়েবসাইট ছাড়া এফিলিয়েট লিংক প্রমোট (without website promote affiliate link) করার আরেকটি সহজ উপায় হচ্ছে quora.com | প্রশ্ন-উত্তর সাইটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কোরা | এখানে আপনি খুব সহজেই আপনার এফিলিয়েট লিংক এর জন্য কাস্টমার তৈরি করতে পারেন | কিন্তু করাতে কোন কিছু লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন স্পাম না হয় | আপনি যদি এখানে ডুপ্লিকেট কনটেন্ট ব্যবহার করেন তাহলে কোনো নোটিশ ছাড়াই তারা আপনার প্রোফাইল ব্লক করে দিবে | আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আপনি সেখানে উত্তর দেওয়ার মাধ্যমে আপনার এফিলিয়েট লিংক প্রচার করতে পারবেন | কিন্তু এখানে সরাসরি এফিলিয়েট লিংক ব্যবহার করা যাবে না | প্রথমে আপনি আপনার অ্যাপিলেট লীগের জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন | এবং এ লান্ডিং পেজ ফ্রিতে তৈরি করা যায় | ল্যান্ডিং পেজ এর ভেতর আরেক লিঙ্কটি দেওয়া থাকবে | তারপর আপনি আপনার এই এক লান্ডিং পেজ এর লিংক quora তে ব্যবহার করবেন |
সুতরাং আপনি যদি কোন ওয়েবসাইট তৈরি না করে আপনার এফিলিয়েট লিংক প্রমোট করতে চান (How To Promote Affiliate Marketing Links Without Website) এবং সেখান থেকে একটি ভালো ইনকাম তৈরি করতে চান তাহলে আপনি উপরে দেওয়া উপায় গুলো ব্যবহার করতে পারেন |
0 মন্তব্যসমূহ