Cup Cake Recipe Without Oven & Blender 2022 |
Cup Cake Recipe Without Oven & Blender 2022 |
চলুন আজকের রেসিপি শুরু করি | প্রথমে আমি বলে নিচ্ছি এই Cup Cake বানাতে আপনাদেরকে কি উপকরণ এর প্রয়োজন হবে |
প্রথমে একটি বাটিতে ডিম 2 টি ভেঙ্গে নিবেন | এর সাথে 1/4 কাপ চিনি, ¼ কাপ তেল দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে | মেশানো সময় খেয়াল রাখতে হবে, যতক্ষন পর্যন্ত চিনি পুরোপুরি না গলে যাবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে | তারপর হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার একটা চালনি তে চেলে মিশ্রণের মধ্যে দিতে হবে | পুরোটা চেলে দেয়ার পর মিশ্রণ এবং ময়দা খুব ভালোভাবে
আবার মিশে তে হবে | মেশানো হয়ে গেলে এতে হাফ চা চামচ অরেঞ্জ ফ্লেভার দিয়ে আবারো খুব ভালোভাবে মেশাতে হবে |
মিশ্রনটা হয়ে গেলে তিনটা চায়ের কাপ নিতে হবে | আমরা নরমালি বাড়িতে যে কাপে চা খাই সেটা নিলেই হবে | কাপ তেল দিয়ে ভিতরে একটু ব্রাশ করে নিতে হবে | তারপর পরিমাণমতো মিশ্রণটি তিনটি কাপে ঢেলে দিতে হবে | আপনি চাইলে এর উপরে কিছু চেরি কুচি করে দিতে পারেন | তারপর একটি পেনের মধ্যে কাপ তিনটি রেখে ঢেকে চুলায় অল্প আগুনে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে | 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে |
তারপর তৈরি হয়ে যাবে আপনাদের ওভেন ছাড়া চুলায় তৈরি কেক (Cup Cake) |
সুতরাং, কেমন লেগেছে আপনাদের কাছে এই কাপকেক রেসিপি কোন ওভেন বা ব্লেন্ডার ছাড়া (Cup Cake Recipe Without Oven & Blender 2022), যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন |
আপনাদের জন্য আরও আর্টিকেল
0 মন্তব্যসমূহ