What Is SEO In Bangla-এসইও কাকে বলে |
What Is SEO In Bangla-এসইও (SEO) কাকে বলে ? এসইও কেন গুরুত্বপূর্ণ ?
আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ করার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এসইও (SEO) শব্দটি শুনে থাকি | কারণ বর্তমানে খুবই জনপ্রিয় একটা বিষয় | যে কোন ব্যক্তিগত, ব্যাবসায়িক বা প্রাতিষ্ঠানিক কাজেও এসইও করার প্রয়োজন হয় | নিচে আমরা এসইও কাকে বলে ও এসইও কেন গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করব |
এসইও (SEO) কাকে বলে? What Is SEO In Bangla
এসইও (What Is SEO In Bangla) এর পূর্ণরূপ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization). যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোন ওয়েবসাইট বা কনটেন্ট কে গুগল সার্চ পেজে প্রথম পাতায় আনা হয় তাকে এসইও বলে | আমরা যদি আরও সহজ করে বুঝতে চাই তাহলে এসইও(SEO) হল সেই কৌশল বা পদ্ধতি যা কোন ওয়েবসাইট বা কনটেন্ট কে একটি নিদিষ্ট কী ওয়ার্ড এর মাধ্যমে গুগল সার্চ করা পেজে প্রথমে আনতে সাহায্য করে | কারণ আপনি যখন গুগোল এ কিছু লিখে সার্চ করেন তখন আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইট গুলো আসে তা এসইও করার জন্যই আসে |
এসইও কেন গুরুত্বপূর্ণ ? (What Is SEO In Bangla)
বর্তমান বিশ্বে প্রায় সবাই যে কোন ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ওয়েবসাইট তৈরি করে | এবং তাদের ওয়েবসাইট তৈরীর লক্ষ্য হলো প্রচুর পরিমাণে ট্রাফিক, ভিজিটর কাস্টমার পাওয়া এবং তাদের উদ্দেশ্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য | এখন আপনার একই উদ্দেশ্য অন্য আরও অনেকের উদ্দেশ্যের সাথে মিলে যেতে পারে | যাদের ও অনলাইনে একটি ওয়েবসাইট রয়েছে | সুতরাং তখন একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় | কারণ সবাই চায় তার কাজটি যেন সবার কাছে আগে পৌঁছে যায় | কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করেই সবার কাছে আপনার সার্ভিস পৌঁছাতে পারবেন না | কেউ যদি আপনার সার্ভিস রিলেটেড বা সম্পর্কিত কিওয়ার্ড লিখে সার্চ করে এবং তখন যদি আপনার ওয়েবসাইট উপরে বা প্রথমে চলে আসে তাহলে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন | কারণ মানুষের সামনে প্রথমে যা আসে তাই মানুষ আগে দেখে | এখন আপনার ওয়েবসাইটটি কিন্তু আপনা আপনি প্রথমে আসবে না | কারন আপনার কম্পিটিটর বা রিলেটেড কিন্তু বসে থাকবে না | তারা অবশ্যই তাদের ওয়েবসাইটে এসইও করাবে এবং রেজাল্ট পেজে প্রথমে নিয়ে আসবে | আর তাই আপনাকে অবশ্যই করতে হবে | কারণে এসইও(SEO) কাজই হলো যে কোন ওয়েবসাইটকে বিভিন্নভাবে গুগলের প্রথমে নিয়ে আসা | তাই এর গুরুত্ব দিন দিন বেড়েই চলছে | এখন গুরুত্ব অনুসারে এসইও তিন প্রকার হয়ে থাকে |
- হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO)
- ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO)
- গ্রে এসইও (Grey SEO)
হোয়াইট হ্যাট এসইও
শুদ্ধ উপায় কোন প্রকার স্পামিং, ইরর বা হ্যাকিং ছাড়া যে এসসিও করা হয় তাকে হোয়াইট হ্যাট এসইও বলে | হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে কোন প্রকার জালিয়াতি থাকেনা | গুগলের প্রাইভেসি পলিসি মেনেই এসইও করা হয় | হোয়াইট হ্যাট এসইও দুই প্রকার
- অনপেজ এসইও
- অফ পেজ এসইও
অনপেজ এসইও
ওয়েবসাইট এর ভিতরে যে এসইওর সম্পূর্ণ করা হয় তাকে অনপেজ এসইও (On Page SEO) বলে |
অফ পেজ এসইও
ওয়েবসাইটের বাইরে ওয়েব সাইট সম্পর্কিত যে সমস্ত কাজ সম্পন্ন করা হয় তাকে অফ পেজ এসইও বলে |
ব্ল্যাক হ্যাট এসইও
ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগোল কে ফাঁকি দিয়ে অবৈধভাবে যে কাজগুলো করা হয় | ব্ল্যাক হ্যাট এসইও গুগলের প্রাইভেসি পলিসি বা টার্মস এন্ড কন্ডিশন মানে হয় না | ব্ল্যাক হ্যাট এসইও স্থায়িত্ব বেশি দিন থাকে না |
গ্রে এসইও
যে এসইওর মধ্যে হোয়াইট হ্যাট ও ব্ল্যাক হ্যাট এসইওর সংমিশ্রণ করা হয় তাকে গ্রে বলা হয় |
উপসংহার
বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই এসইওর ব্যবহার হচ্ছে | আমরা যদি অনলাইনে নিজেদের স্থান টিকিয়ে রাখতে চাই তাহলে এসইও আমাদের করতেই হবে(What Is SEO In Bangla) | তাই এসইওর গুরুত্ব সবসময় অপরিহার্য |
আমার লেখাগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন|ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন |
0 মন্তব্যসমূহ