অফ পেজ এসইও কাকে বলে (Off Page SEO In Bangla) |
অফ পেজ এসইও কাকে বলে ?(Off Page SEO In Bangla) কিভাবে করবেন
আপনার যদি একটি ওয়েবসাইট বা ব্লগার সাইট থাকে তাহলে অবশ্যই আপনাকে এসইও (SEO) সম্পর্কে জানা থাকা খুবই জরুরী | কারণ বর্তমানে এসইও করা প্রতিটা সাইটের জন্য খুবই উপকারী | ভালো এসইও (SEO) করার মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পাবেন এবং আপনাদের ওয়েবসাইট তৈরীর উদ্দেশ্য সফল হবে | আর ওয়েবসাইটে দুইভাবে SEO করা হয় |
- অনপেজ এসইও (On-Page SEO)
- অফ-পেজ এসইও (Off-Page SEO)
অনপেজ এসইও (On-Page-SEO) হলো আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে সীমাবদ্ধ থেকে যেসকল এসইও টেকনিক ব্যবহার করি | আর অফ পেজ এসইও (Off-Page SEO) হল ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটের জন্য যেসকল এসইও টেকনিক ব্যবহার করা হয় |
আমি আজকে আপনাদের কে অফ পেজ এসইও কাকে বলে (Off-Page SEO In Bangla)?এবং কিভাবে অফ-পেজ এসইও (Off-Page SEO) করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব |
অফ পেজ এসইও কি বা কাকে বলে ? (Off-Page SEO In Bangla)
আমি উপরে একটু বলেছি যে অফ-পেজ এসইও কি |আর এখন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি | আমরা যখন ওয়েবসাইটের বাইরে বিভিন্ন ধরনের এসইও তৈরি করার কাজ করি তাই হল অফ-পেজ এসইও | একটি ওয়েবসাইটের অন পেজ এসইও যেমন গুরুত্বপূর্ণ তেমনি অফ পেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ | অফ-পেজ এসইও করার ফলে আমাদের ওয়েবসাইটের রেপুটেশন (Reputation) বৃদ্ধি পায় | আর গুগোল ওই সমস্ত ওয়েবসাইটগুলো পছন্দ করে যেসকল ওয়েবসাইটের রেপুটেশন বেশি | ওয়েবসাইট রেঙ্ক (Rank) করার ক্ষেত্রে অফ পেজ এসইও ভূমিকা অনেক | ওয়েবসাইট এর ভিতরে যেমন এসইও অনেক কাজ রয়েছে তেমনি ওয়েবসাইটের বাইরে ও এসইও এর অনেক কাজ রয়েছে | এখন আমরা অফ পেজ এসইও (Off-Page SEO) কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব |
ব্যাকলিংক (Backlinks) তৈরি করা
অফ পেজ এসইও বলতে মূলত একটি ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের বাইরে থেকে ব্যাকলিংক(Backlinks) তৈরি করাকে বুঝায় | আর এ ব্যাকলিংক হলো আপনার ওয়েবসাইটটি অন্য আরেকটি ওয়েবসাইটের সাথে লিংক করানো | অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিংক আপনার আর্টিকেল বা নিস রিলেটেড অন্য আরেকটি ওয়েবসাইটের মধ্যে প্রকাশ বা লিংক করানো | আর এর ফলে আপনার ওয়েবসাইটে বাইরে থেকে অনেক ব্যাকলিংক তৈরী হবে এবং আপনার সাইটের ভালো একটা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে রেপুটেশন তৈরি হবে | এতে করে সাইটটি রাঙ্ক করতে সাহায্য করবে | আর Off Page SEO হচ্ছে ওয়েবসাইট এর বাইরেও বিভিন্ন ধরনের ব্যাকলিংক তৈরি করা | অবশ্যই ব্যাকলিংক তৈরী করার সময় সেই ওয়েবসাইটের da বা ডোমেন অথরিটি দেখে ব্যাকলিংক(Backlinks) তৈরি করবেন |
সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট (Social Media Engagement)
Social Media Engagement হল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বেশি বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসা |সোশ্যাল মিডিয়া থেকে যত বেশি ট্রাফিক আপনার সাইটে আসবে ততবেশি আপনার গুগল সার্চ রেংকিং বাড়তে থাকবে | আর এ সোশল মেডিয়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে আপনার ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন ধরনের প্রফাইল, পেজ বা গ্রুপ তৈরি করতে হবে এবং সেখানে আপনার ওয়েবসাইটের আর্টিকেল বেশি বেশি শেয়ার করতে হবে | অথবা আপনার নিস রিলেটেড বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এ যে সকল বড় বড় গ্রুপ বা রয়েছে সেখানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেল শেয়ার করবেন | এতে করে এই শেয়ারের ফলে আপনি প্রচুর পরিমাণে সোশ্যাল ট্রাফিক পাবেন | যা আপনার সাইটের জন্য খুবই হেল্পফুল | আর যখন শেয়ার করবেন তখন অবশ্যই আপনার কাঙ্খিত কিওয়ার্ড টি ব্যবহার করবেন |
সোশ্যাল বুকমার্কিং সাইট (Social Bookmarking Site)
অফ পেজ এসইও (Off-Page SEO) আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল সোশ্যাল বুকমার্কিং | সোশ্যাল বুকমার্কিং সাইট হল আপনার ওয়েবসাইট, আর্টিকেল বা লিংক গুলো বুকমার্ক হিসেবে সেভ করে রাখা | আর এ সেভ করার ফলে আপনার সাইটের লিংকগুলো আপনি শেয়ার করতে পারবেন | এবং সেভ করা বুকমার্ক গুলো থেকে আপনি আপনার সাইটে ফ্রি ট্রাফিকসহ কিছু ব্যাকলিঙ্ক পাবেন | এ পদ্ধতির মাধ্যমে নিজের সাইট বা ব্লগ অনলাইনে খুব ভালোভাবে মার্কেটিং করা যায় | গুগলে অনেক ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাইট রয়েছে | সেখানে আপনার সাইটটি বুকমার্ক করলে অনেকেই আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে |
ফোরাম সাবমিশন (Forum Submission)
অফ পেজ এসইও করার সময় আপনি যেখানে ব্যাকলিংক তৈরী করেছেন তার DA, PA, PR চেক করে নেবেন |কারণ হাই DA, PA, সাইট থেকে ব্যাকলিংক পেলে নিজের সাইটের রেপুটেশন অনেক বৃদ্ধি পায় | আর অনলাইনে সার্চ করলে অনেক High DA Do-Follow ফোরাম সাবমিশন সাইট পাওয়া যায় | আপনাকে প্রথমে সেগুলো খুঁজতে হবে এবং তারপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে | তারপর ফোরামে আপনার নিস রিলেটেড যেসকল টপিক রয়েছে সেই টপিকে আপনাকে অংশ নিতে হবে | এবং সেই রিলেটেড কথা বা কোশ্চেন এর আনসার দিতে হবে | আর লেখার মাঝে আপনি আপনার ওয়েবসাইটের লিংক ব্যবহার করতে পারবেন | এতে করে আপনার ওয়েবসাইটে ফ্রি ট্রাফিক পাবেন |
ব্লগ ডিরেক্টরি সাবমিশন (Blog Directory Submission)
ব্যাকলিংক তৈরী করার জন্য আরেকটি উপকারী মাধ্যম হচ্ছে ব্লগ ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট | ভালো এবং উপকারী হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করার জন্য ব্লগ ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা দরকার | আপনাকে প্রথমে সেই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে | তারপর আপনি সেখানে আপনার সাইটটি লিংক করাতে পারবেন | যদিও এখানে অ্যাপ্রুভ পেতে একটু সময় লাগে কিন্তু সময়ের ফল সব সময় মিঠা হয় |
গেস্ট পোস্টিং (Guest Posting)
অফ পেজ এসইও (Off-Page SEO In Bangla) এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি বেনিফিট মাধ্যম হলো গেস্ট পোস্টিং | Guest Posting করার জন্য আপনাকে প্রথমে আপনার নিস রিলেটেড হাই কোয়ালিটি ওয়েবসাইট খুঁজে বের করতে হবে | তারপর দেখতে হবে সেই সকল সাইট গেস্ট পোস্ট এলাও করে কিনা | যদি করে তাহলে আপনাকে প্রথমে তাদেরকে ইমেইল করতে হবে যে আপনি তাদের জন্য একটি আর্টিকেল লিখবেন |তারা যদি আপনার আর্টিকেল টি গ্রহণ করে তাহলে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন | এবং যে আর্টিকেলটি আপনি লিখবেন তাদের জন্য সেখানে আপনি আপনার লেখার মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক টি ব্যবহার করবেন | এরপর আর্টিকেলটি যখন তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে তখন তাদের ট্রাফিক আপনার আর্টিকেলটি পড়বে এবং আপনার দেওয়া লিংকটি যদি তারা ক্লিক করে তাহলে আপনার সাইটে তারা চলে আসবে | এতে করে আপনি হাই কোয়ালিটি ব্যাকলিংক পাবেন | আর এই পদ্ধতিই হল গেস্ট পোস্টিং করা |
ইউটিউব এর মাধ্যমে (Youtube)
অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইউটিউব হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা যে কোন বিষয়ের ভিডিও প্রমোশনের একটি সেরা মাধ্যম | গুগোল এর পরেই ভিডিও সার্চের জন্য প্রথম মাধ্যম হলো ইউটিউব |বর্তমানে ইউটিউবে প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যায় | তাই আপনি চাইলে আপনার ওয়েবসাইট রিলেটেড একটি চ্যানেল খুলতে পারেন এবং সেখান আপনার আর্টিকেল রিলেটেড ভিডিও তৈরি করে সেই ভিডিও description-এ আপনার সাইট লিঙ্ক করিয়ে দিতে পারেন | এতে করে আপনার সাইটের ট্রাফিক বৃদ্ধি পাবে |
ইমেজ সাবমিশন ওয়েবসাইট (Image Submission Website)
গুগলে সার্চ করলে ইমেজ নামে একটি অপশন আসে সেখানে প্রথমে যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো মানুষ বেশি ক্লিক করে | তাই আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ইমেজ গুলো বিভিন্ন ইমেজ সাবমিশন ওয়েবসাইটে পাবলিশ করে সেখানে আপনার সাইটটি লিঙ্ক করতে পারেন | এতে করে আপনার সাইটের রেংকিং বৃদ্ধি পাবে এবং সাথে সাথে ট্রাফিক বৃদ্ধি পাবে | গুগল সার্চ করলে আপনি অনেক ফ্রী ইমেজ সাবমিশন সাইট পাবেন |
পরিশেষে বলা যায় একটি ওয়েবসাইটের ব্র্যান্ডিং, রেপুটেশন, মার্কেটিং, ট্রাফিক বৃদ্ধি, রেংকিং ইত্যাদি ক্ষেত্রে অফ পেজ এসইও(Off-Page SEO In Bangla) ভূমিকা অপরিহার্য |যদিও রেংকিং এ অনপেজ এসইও এর গুরুত্ব বেশি কিন্তু এর পাশাপাশি অফ পেজ এসইও এর মাধ্যমে ট্রাফিক বৃদ্ধি ও জনপ্রিয়তা বৃদ্ধি ও দরকার দীর্ঘ সময় কাজ করার জন্য এবং ভালো ফলাফল পাওয়ার জন্য |
0 মন্তব্যসমূহ