অফ পেজ এসইও কাকে বলে ?(Off Page SEO In Bangla) কিভাবে করবেন

 

অফ পেজ এসইও কাকে বলে ?(Off Page SEO In Bangla) কিভাবে করবেন
অফ পেজ এসইও কাকে বলে (Off Page SEO In Bangla) 

অফ পেজ এসইও কাকে বলে ?(Off Page SEO In Bangla) কিভাবে করবেন

আপনার যদি একটি ওয়েবসাইট বা ব্লগার সাইট থাকে তাহলে অবশ্যই আপনাকে এসইও (SEO) সম্পর্কে জানা থাকা খুবই জরুরী |  কারণ বর্তমানে এসইও করা প্রতিটা সাইটের জন্য খুবই উপকারী | ভালো এসইও (SEO)  করার মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পাবেন এবং আপনাদের ওয়েবসাইট তৈরীর উদ্দেশ্য সফল হবে | আর ওয়েবসাইটে দুইভাবে SEO করা হয় |

  1. অনপেজ এসইও (On-Page SEO)
  2. অফ-পেজ এসইও (Off-Page SEO)

অনপেজ এসইও (On-Page-SEO) হলো আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে সীমাবদ্ধ থেকে যেসকল এসইও টেকনিক ব্যবহার করি | আর অফ পেজ এসইও (Off-Page SEO) হল ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটের জন্য যেসকল এসইও টেকনিক ব্যবহার করা হয় |

আমি আজকে আপনাদের কে অফ পেজ এসইও কাকে বলে (Off-Page SEO In Bangla)?এবং কিভাবে অফ-পেজ এসইও (Off-Page SEO)  করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব |

অফ পেজ এসইও কি বা কাকে বলে ? (Off-Page SEO In Bangla)

আমি উপরে একটু বলেছি যে অফ-পেজ এসইও কি |আর এখন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি | আমরা যখন ওয়েবসাইটের বাইরে বিভিন্ন ধরনের এসইও তৈরি করার কাজ করি তাই হল অফ-পেজ  এসইও | একটি ওয়েবসাইটের অন পেজ এসইও যেমন গুরুত্বপূর্ণ তেমনি অফ পেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ |  অফ-পেজ  এসইও করার ফলে আমাদের ওয়েবসাইটের রেপুটেশন (Reputation)  বৃদ্ধি পায় | আর গুগোল ওই সমস্ত ওয়েবসাইটগুলো পছন্দ করে যেসকল ওয়েবসাইটের রেপুটেশন বেশি | ওয়েবসাইট রেঙ্ক (Rank)  করার ক্ষেত্রে অফ পেজ এসইও ভূমিকা অনেক | ওয়েবসাইট এর ভিতরে যেমন এসইও অনেক কাজ রয়েছে তেমনি ওয়েবসাইটের বাইরে ও এসইও এর অনেক কাজ রয়েছে | এখন আমরা অফ পেজ এসইও (Off-Page SEO) কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব |

ব্যাকলিংক (Backlinks)  তৈরি করা

অফ পেজ এসইও বলতে মূলত একটি ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের বাইরে থেকে ব্যাকলিংক(Backlinks) তৈরি করাকে বুঝায় | আর এ ব্যাকলিংক হলো আপনার ওয়েবসাইটটি অন্য আরেকটি ওয়েবসাইটের সাথে লিংক করানো | অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিংক আপনার আর্টিকেল বা নিস রিলেটেড অন্য আরেকটি ওয়েবসাইটের মধ্যে প্রকাশ বা লিংক করানো | আর এর ফলে আপনার ওয়েবসাইটে বাইরে থেকে অনেক ব্যাকলিংক তৈরী হবে এবং আপনার সাইটের ভালো একটা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে রেপুটেশন তৈরি হবে | এতে করে সাইটটি রাঙ্ক করতে সাহায্য করবে | আর Off Page SEO  হচ্ছে ওয়েবসাইট এর বাইরেও বিভিন্ন ধরনের ব্যাকলিংক তৈরি করা | অবশ্যই ব্যাকলিংক তৈরী করার সময় সেই ওয়েবসাইটের da  বা ডোমেন অথরিটি দেখে ব্যাকলিংক(Backlinks)  তৈরি করবেন |

সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট (Social Media Engagement)

Social Media Engagement হল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বেশি বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসা |সোশ্যাল মিডিয়া থেকে যত বেশি ট্রাফিক আপনার সাইটে আসবে ততবেশি আপনার গুগল সার্চ রেংকিং বাড়তে থাকবে | আর এ সোশল মেডিয়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে আপনার ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন ধরনের প্রফাইল, পেজ বা গ্রুপ তৈরি করতে হবে এবং সেখানে আপনার ওয়েবসাইটের আর্টিকেল বেশি বেশি শেয়ার করতে হবে | অথবা আপনার নিস রিলেটেড বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এ যে সকল বড় বড় গ্রুপ বা রয়েছে সেখানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেল শেয়ার করবেন | এতে করে এই শেয়ারের ফলে আপনি প্রচুর পরিমাণে সোশ্যাল ট্রাফিক পাবেন | যা আপনার সাইটের জন্য খুবই হেল্পফুল  | আর যখন শেয়ার করবেন তখন অবশ্যই আপনার কাঙ্খিত  কিওয়ার্ড টি ব্যবহার করবেন |

সোশ্যাল বুকমার্কিং সাইট (Social Bookmarking Site)

অফ পেজ এসইও (Off-Page SEO) আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল সোশ্যাল বুকমার্কিং | সোশ্যাল বুকমার্কিং সাইট হল আপনার ওয়েবসাইট, আর্টিকেল বা লিংক গুলো বুকমার্ক হিসেবে সেভ করে রাখা | আর এ সেভ করার ফলে আপনার সাইটের লিংকগুলো আপনি শেয়ার করতে পারবেন | এবং সেভ করা বুকমার্ক গুলো থেকে আপনি আপনার সাইটে  ফ্রি ট্রাফিকসহ কিছু ব্যাকলিঙ্ক পাবেন | এ পদ্ধতির মাধ্যমে নিজের সাইট বা ব্লগ অনলাইনে খুব ভালোভাবে মার্কেটিং করা যায় | গুগলে অনেক ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাইট রয়েছে | সেখানে আপনার সাইটটি বুকমার্ক করলে অনেকেই আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে |

ফোরাম সাবমিশন (Forum Submission)

অফ পেজ এসইও করার সময় আপনি যেখানে ব্যাকলিংক তৈরী করেছেন তার DA, PA, PR  চেক করে নেবেন |কারণ হাই DA, PA,  সাইট থেকে ব্যাকলিংক পেলে নিজের সাইটের রেপুটেশন অনেক বৃদ্ধি পায় | আর অনলাইনে সার্চ করলে অনেক High DA Do-Follow  ফোরাম সাবমিশন সাইট পাওয়া যায় | আপনাকে প্রথমে সেগুলো খুঁজতে হবে এবং তারপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে | তারপর ফোরামে আপনার নিস রিলেটেড যেসকল  টপিক রয়েছে সেই টপিকে আপনাকে অংশ নিতে হবে | এবং সেই রিলেটেড কথা বা কোশ্চেন এর আনসার দিতে হবে | আর লেখার মাঝে আপনি আপনার ওয়েবসাইটের লিংক ব্যবহার করতে পারবেন | এতে করে আপনার ওয়েবসাইটে ফ্রি ট্রাফিক পাবেন | 

ব্লগ ডিরেক্টরি সাবমিশন (Blog Directory Submission)

ব্যাকলিংক তৈরী করার জন্য আরেকটি উপকারী মাধ্যম হচ্ছে ব্লগ ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইট | ভালো এবং উপকারী হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করার জন্য ব্লগ ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা দরকার | আপনাকে প্রথমে সেই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে | তারপর আপনি সেখানে আপনার সাইটটি লিংক করাতে পারবেন | যদিও এখানে অ্যাপ্রুভ পেতে একটু সময় লাগে কিন্তু সময়ের ফল সব সময় মিঠা হয় |

গেস্ট পোস্টিং (Guest Posting)

অফ পেজ এসইও (Off-Page SEO In Bangla) এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি বেনিফিট মাধ্যম হলো গেস্ট পোস্টিং | Guest Posting করার জন্য আপনাকে প্রথমে আপনার নিস রিলেটেড হাই কোয়ালিটি ওয়েবসাইট খুঁজে বের করতে হবে | তারপর দেখতে হবে সেই সকল সাইট গেস্ট পোস্ট এলাও করে কিনা | যদি করে তাহলে আপনাকে প্রথমে তাদেরকে ইমেইল করতে হবে যে আপনি তাদের জন্য একটি আর্টিকেল লিখবেন |তারা যদি আপনার আর্টিকেল টি গ্রহণ করে তাহলে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন | এবং যে আর্টিকেলটি আপনি লিখবেন তাদের জন্য সেখানে আপনি আপনার লেখার মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক টি ব্যবহার করবেন | এরপর আর্টিকেলটি যখন তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে তখন তাদের ট্রাফিক আপনার আর্টিকেলটি পড়বে এবং আপনার দেওয়া লিংকটি যদি তারা ক্লিক করে তাহলে আপনার সাইটে তারা চলে আসবে | এতে করে আপনি হাই কোয়ালিটি ব্যাকলিংক পাবেন | আর এই  পদ্ধতিই হল গেস্ট পোস্টিং করা |

ইউটিউব এর মাধ্যমে (Youtube)

অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইউটিউব হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বা যে কোন বিষয়ের ভিডিও প্রমোশনের একটি সেরা মাধ্যম | গুগোল এর পরেই ভিডিও সার্চের জন্য প্রথম মাধ্যম হলো ইউটিউব |বর্তমানে ইউটিউবে প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যায় | তাই আপনি চাইলে আপনার ওয়েবসাইট রিলেটেড একটি চ্যানেল খুলতে পারেন এবং সেখান আপনার আর্টিকেল রিলেটেড ভিডিও তৈরি করে সেই ভিডিও description-এ আপনার সাইট লিঙ্ক করিয়ে দিতে পারেন | এতে করে আপনার সাইটের ট্রাফিক বৃদ্ধি পাবে |

ইমেজ সাবমিশন ওয়েবসাইট (Image Submission Website)

গুগলে সার্চ করলে ইমেজ নামে একটি অপশন আসে সেখানে প্রথমে যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো মানুষ বেশি ক্লিক করে | তাই আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ইমেজ গুলো বিভিন্ন ইমেজ সাবমিশন ওয়েবসাইটে পাবলিশ করে সেখানে আপনার সাইটটি লিঙ্ক করতে পারেন | এতে করে আপনার সাইটের রেংকিং বৃদ্ধি পাবে এবং সাথে সাথে ট্রাফিক বৃদ্ধি পাবে | গুগল সার্চ করলে আপনি অনেক ফ্রী ইমেজ সাবমিশন সাইট পাবেন |

পরিশেষে বলা যায় একটি ওয়েবসাইটের ব্র্যান্ডিং, রেপুটেশন, মার্কেটিং, ট্রাফিক বৃদ্ধি, রেংকিং ইত্যাদি ক্ষেত্রে অফ পেজ এসইও(Off-Page SEO In Bangla)  ভূমিকা অপরিহার্য |যদিও রেংকিং এ অনপেজ এসইও এর গুরুত্ব বেশি কিন্তু এর পাশাপাশি অফ পেজ এসইও এর মাধ্যমে ট্রাফিক বৃদ্ধি ও জনপ্রিয়তা বৃদ্ধি ও দরকার দীর্ঘ সময় কাজ করার জন্য এবং ভালো ফলাফল পাওয়ার জন্য | 









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ