Top 10 Social Media Sites And Platform |
Top 10 Social Media Sites-সেরা দশটি সোশ্যাল মিডিয়া সাইট
Top 10 Social Media Sites-সেরা দশটি সোশ্যাল মিডিয়া সাইট | বর্তমান সময় অনলাইন জগতের একটি বিশাল অংশ জুড়ে ঘিরে রেখেছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট গুলি | প্রতিনিয়ত নতুন নতুন সোশ্যাল মিডিয়া সাইট অনলাইনে যুক্ত হওয়ার ফলে শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া(Social Media) সাইট গুলোর মধ্যে সব সময় প্রতিযোগিতামূলক পরিস্থিতি বজায় থাকে | যেমন__ ফেইসবুক বর্তমানে প্রভাবশালীদের মধ্যে প্রথম দিকেই রয়েছে(Social Media Sites Like Facebook) কিন্তু মাত্র পাঁচ বছরে লঞ্চ হয়েছে টিকটক ভিডিও বিগ প্ল্যাটফর্ম বর্তমানে পঞ্চম স্থান দখল করে নিয়েছে ব্যবহারকারীর দিক থেকে | এছাড়া ইনস্টাগ্রাম চিত্তাকর্ষক বৃদ্ধি হয়েছে এবং এর স্থান বর্তমানে চতুর্থ |
সুতরাং যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে তারা যদি অতি দ্রুত জনসাধারণের কাছে পৌঁছাতে চাই সেক্ষেত্রে তাদের প্রথম থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম(Social Media Platform) গুলি | এবং তারা ঐ সমস্ত প্ল্যাটফর্মগুলোতে টাকা খরচ করে যেখানে জনগণের সমাগম অতি বেশি হয় (Top 10 Social Media Sites) |
একটা সময়ে ফেইসবুক ছিল বিজ্ঞাপন দেয়ার একটি মাত্র মাধ্যম | কিন্তু ধীরে ধীরে এটি অতি পুরাতন ব্যবহারকারীদের জনগোষ্ঠী হয়ে উঠেছে | এখন সবাই ফেসবুক ছাড়া অন্যান্য যেসকল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট গুলি রয়েছে সেখানে বিজ্ঞাপন দিয়ে থাকেন |
আর এই সমস্ত দিক বিবেচনা করে আপনি আপনার সময় এবং শ্রম কোথায় খরচ করবেন তা আপনাকে অবশ্যই সঠিক ভাবে নির্বাচন করতে হবে |
সবচেয়ে ভালো পদক্ষেপ হলো আপনার কাস্টমার বা ট্রাফিকের জন্য কোন সোশ্যাল মিডিয়া সাইট গুলি বেশি উপযোগী আপনাকে তা বিবেচনা করতে হবে | আপনাকে সকল সোশ্যাল মিডিয়া সাইট এর প্রাসঙ্গিক উপস্থিতি দেখতে হবে এবং কিভাবে এর পরিধি দ্বিগুণ করা যায় সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে |
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন এবং আপনি আপনার ব্লগের ট্রাফিক বৃদ্ধি করতে চান সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে ব্লগের জন্য কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করতে হয় এবং আপনার জন্য কোন সোশ্যাল মিডিয়া উপযুক্ত সেটা খুব ভালোভাবে নির্বাচন করতে হবে | সাথে এটাও দেখতে হবে বর্তমান সময়ে কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ (Most Popular Social Media Apps)মানুষ বেশি ব্যবহার করছে |
তো চলুন দেখে নেই বর্তমান সময়ের সেরা দশটি সোশ্যাল মিডিয়া সাইট কি কি এবং বর্তমানে এর অবস্থান কি রকম ?(Top 10 Social Media Apps Or Sites)
ফেসবুক (Facebook)
বর্তমান সময় পরিবর্তনশীল জনসংখ্যা থাকা সত্ত্বেও আপনার ব্যবসা যাই হোক না কেন ফেসবুকে আপনার জন্য একটি জায়গা অবশ্যই থাকে | ফেসবুকে কিছু জনপ্রিয় শিল্প বা ব্যবসার মধ্যে রয়েছে আর্থিক পরিষেবা, খুচরা, ই-কমার্স, বিনোদন, গেমিং, মিডিয়া, প্রযুক্তি, টেলিকম, স্বয়ংচালিত ব্যবসা এবং ভোগ্যপণ্য | যদিও ফেসবুকের নিউজফিড এর কারণে ব্যবসায়িক পোস্টগুলি তেমন একটা সবার সামনে দেখায় না কিন্তু বিজ্ঞাপনগুলি কোন বিনিয়োগ না করেই এর এঙ্গেজমেন্ট বাড়ানো উপায় রয়েছে |
এজন্য আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জার বট ব্যবহার করতে পারেন বা ফেসবুক লাইট ব্যবহার করে তা শেয়ার করার মাধ্যমে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন | এছাড়া আপনি চাইলে ফেসবুকে বিভিন্ন গ্রুপ বা পেজ তৈরী করে আপনার ব্যবসায়িক এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন |
ইউটিউব (Youtube)
ইউটিউব হলো একটি অরিজিনাল ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম(Social Media Platforms) যা বর্তমান বাজারে আধিপত্য বিস্তার করেছে এবং প্রতি মাসে যার অ্যাক্টিভ ইউজার টু মিলিয়ন এর উপরে |
ইউএসএ'র 73% প্রাপ্ত বয়স্কদের ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব যার সংখ্যা আমরা কখনো অপেক্ষা করতে পারব না |
ইউটিউব সব ধরনের বয়সে মানুষের ব্যবহারের প্ল্যাটফর্ম | আপনি চাইলে খুব সহজেই সকল ধরনের জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারেন আপনার ব্যবসা এই ভিডিও প্ল্যাটফর্ম এর মাধ্যমে | ফেসবুকের পরেই এর অবস্থান দ্বিতীয় |
ইউটিউব প্লাটফরমটি গেমিং, সৌন্দর্য, DIY , বাড়ির নকশা তৈরি, শিক্ষা সহ সবধরনের কাজের খবর দিয়ে থাকে |এটি হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের একটি বড় বিনিয়োগের মাধ্যম | এবং এর মাধ্যমে খুব সহজে ভিডিও বিপণনের পরিধি বাড়ানো যায় |
হোয়াটসঅ্যাপ (Whatsapp)
ফেসবুক মেসেঞ্জার এর চেয়ে হোয়াটসঅ্যাপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বার্তা প্রেরণের একটি মাধ্যম |
একটি Close মেসেজিং অপশন যে কোন ব্রান্ডের জন্যেই Choice এর বিবেচনা হতে পারেনা | কিন্তু আপনি যদি একটিবার চিন্তা করেন তাহলে দেখবেন আমরা যখন কোন ইমেইল করি সেই ইমেইল ওপেন করার পার্সেন্টেজ মাত্র 20 শতাংশ কিন্তু একটি মেসেজ ওপেন করার পার্সেন্টেজ 80% আর মেসেঞ্জার হল এই ম্যাসেজিং প্রক্রিয়ার একটি খরচবিহীন মাধ্যম |
আপনি যদি খুব ভালো একটি গ্রাহক পরিষেবা ধরে রাখতে চান এবং এর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার কত দ্রুত আপনার গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছেন | এবং আপনি যদি হোয়াটসঅ্যাপ ক্রাক করতে পারেন তাহলে তাহলে দেখবেন আপনার গ্রাহকের জন্য আপনার কাছে একটি সরাসরি বিপণন চ্যানেল হবে হোয়াটসঅ্যাপ |
ইনস্টাগ্রাম (Instagram)
ইনস্টাগ্রাম হল একটি সোশ্যাল সামাজিক নেটওয়ার্ক যেখানে পণ্যভিত্তিক ব্যবসা, ইনফ্লুয়েন্সার এবং Coaches উন্নতি করতে পারে | 2018 সালে কেনাকাটা বিষয়ক পোস্ট গুলো প্রবর্তন করার ফলে ইনস্টাগ্রাম একটি ব্যবসাভিত্তিক নেটওয়ার্ক হিসেবে বৃত্তি লাভ করে | কিন্তু এটি সরাসরি B2B সাথে সংযোগ স্থাপন করতে পারে না কিন্তু সরাসরি গোড়া থেকে যেকোনো পণ্যের তথ্য বা বিক্রয় পণ্যের লিংক তৈরী করতে পারে |
আপনার টার্গেট এর জনসংখ্যা যদি 35 বছরের মধ্যে হয় তাহলে আপনার জন্য ইনস্টাগ্রাম হচ্ছে একটি পারফেক্ট প্ল্যাটফর্ম | ইনস্টাগ্রামে 18 থেকে 24 বছরের বয়সের জনসংখ্যার প্রায় 75 শতাংশ ইনস্টাগ্রাম ইউজ করে |
টিকটক (TikTok)
একটি সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে এবং এর সাথে আনন্দ আনতে একটি কোম্পানির মিশন এর সাথে টিক টক “সংক্ষিপ্ত আকারে মোবাইলের ভিডিওর প্রদান গন্তব্য হিসেবে বিবেচিত হয় |
টিকটক অবশ্যই একটি বিষয়ের ওপর আঘাত এনেছে সেটি হচ্ছে অতি অল্প সময়ে কম বয়সে একটি অ্যাপ অতি দ্রুত বাজারে সবার কাছে অবিশ্বাস্য হয়ে উঠেছে | মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং ভারতে নিষিদ্ধ হওয়া সত্বেও 2020 সালে বিশ্বব্যাপী 2 মিলিয়ন বার এর ডাউনলোড হয়েছে |
আপনি যদি ইয়াং জেনারেশন এর সাথে সংযোগ স্থাপন করতে চান তাহলে তার প্রধান মাধ্যম হলো টিক টক | জানুয়ারির 2021 সাল অনুযায়ী জনগণের টিকটকের সময় ব্যয় করার পরিমাণ ফেসবুকের চেয়ে বেশি |
স্ন্যাপচ্যাট (Snapchat)
আপনার টার্গেটেড জনসংখ্যা যদি তরুণ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারেন |
বর্তমানে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা 13 বছর বয়সী এবং প্রতিদিন তারা এখানে 30 মিনিট সময় ব্যয় করেন | স্ন্যাপচ্যাট হল ব্যবহারকারী উৎপাদিত সামগ্রী, পর্দার পেছনের ভিডিও, একচেটিয়া অফার এবং প্রভাবশালীদের টেকওভারের একটি আশ্রয় কেন্দ্র |
রেডিট (Reddit)
রেডিট নিজেকে ইন্টারনেটের প্রথম পৃষ্ঠা হিসেবে ঘোষণা করেন এবং এ্যালেক্সার রেংকিং অনুসারে শীর্ষে থা কা সর্বাধিক দেখা 20 সাইটের মধ্যে একটি | রেডিটে বিষয়বস্তু এবং সম্প্রদায়ের একটি অন্যরকম মিশ্রন রয়েছে যা 150000 সম্প্রদায়ের কল্পনাযোগ্য বিষয়ের সমন্বয়ে তৈরি |
রেডিট হচ্ছে একটি চঞ্চল জায়গা এখানে আপনাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে | আপনি যদি এখানে কোন কিছু ভুল প্রচার প্রচারণা করে থাকেন এবং সেটা যদি কর্তৃপক্ষের নজরে আসে তাহলে সাথে সাথে আপনার ব্র্যান্ড কে তারা ক্রাশ করতে পারে |
পিন্টারেস্ট (Pinterest)
2010 সালে পিন্টারেস্ট অনলাইন জগতে লঞ্চ হয় | পিন্টারেস্ট এর সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন, খাবার, সাজসজ্জা, বিবাহ, ওয়ার্কআউট ইত্যাদি সম্পর্কিত পিন |
উপরিউক্ত ক্যাটাগরিগুলো ছাড়াও যে কোন বিষয়ে পিন্টারেস্ট জনপ্রিয়তা লাভ করতে পারে |
পিন্টারেস্ট ব্যবহারকারীদের মধ্যে 81 পার্সেন্ট মহিলা | তাই আপনার প্রধান গ্রাহক যদি মহিলা হয়ে থাকে তাহলে প্রিন্টারেস্ট হচ্ছে আপনার প্রথম এবং প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম | তবে এর মানে এই নয় যে পিন্টারেস্টে কোন পুরুষ ব্যবহারকারী নেই | নতুন পিন্টারেস্ট সাইন আপ করা 40% হচ্ছে পুরুষ |
টুইটার (Twitter)
ইন্টারনেট জগতের টুইটার সোশ্যাল মিডিয়া হিসেবে লঞ্চ করে 2006 সালে | আপনার ব্যবসার ক্যাটাগরি যদি খেলাধুলা, বিনোদন, রাজনীতি, প্রযুক্তি বিপণন সম্পর্কিত হয়ে থাকে তাহলে আপনি টুইটারে একটি অসম্ভব সফলতা অর্জন করতে পারবেন |
টুইটারের মাধ্যমে আপনি বিভিন্ন মিউজিক ব্যান্ড এর সাথে আপনার কণ্ঠস্বরে কারো কাজ করতে পারবেন এবং ব্যক্তিত্বপূর্ণ হওয়ার সুযোগ এখানে রয়েছে | এখানে সফলতা পাওয়ার জন্য আপনার ভালো প্রদান করতে হবে, আপনার কনটেন্ট গুলো সবার সাথে শেয়ার করতে হবে এবং বেশি বেশি কথোপকথন সম্পর্ক গড়ে তুলতে হবে|
লিঙ্কদিন (Linkedin)
Linkedin লঞ্চ হয়েছে 2003 সালে | প্রফেশনাল এবং পেশাদারী নেটওয়ার্কের মধ্যে লেনদেন হচ্ছে অন্যতম | এখানে আপনি 61 মিলিয়নেরও বেশি সিনিয়র পথ ব্যবহারকারীদের প্রোফাইল খুঁজে পাবেন |
আপনি যদি সিদ্ধান্ত নির্মাতাদের খুঁজে থাকেন যাদের মাধ্যমে আপনি আপনার কোম্পানির নিয়োগ, আপনার পণ্য স্টক করা অথবা আপনার সাথে অংশ অংশীদারি হওয়ার ক্ষমতা আছে এমন লোকদের খুঁজে থাকেন তাহলে লিঙ্ক দিন হচ্ছে আপনার জন্য একমাত্র প্ল্যাটফর্ম |
অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর তুলনায় লেনদেন হচ্ছে একটি প্রফেশনাল লোকদের প্লাটফর্ম যেখানে আপনি আপনার ব্যবসায় এর পরিণতি তৈরি করতে পারেন খুব একটি ভালো অবস্থান এর মাধ্যমে|
সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরেছেন বর্তমান সময়ের সেরা দশটি সোশ্যাল মিডিয়া সাইট(Top 10 Social Media Sites) সম্পর্কে এবং কোন কোন সাইটে আপনি কি ধরনের কাজ করতে পারেন | আপনি যদি আপনার বিজনেস কে সঠিক ভাবে প্রচার এবং প্রসার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেরা সোশ্যাল মিডিয়া সাইট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে প্রপার মার্কেটিং(Social Media Marketing) জ্ঞান থাকতে হবে |
আরও আর্টিকেল পড়ুন
কনটেন্ট মার্কেটিং কি? কনটেন্ট মার্কেটিং এর গুরুত্ব (What Is Content Marketing Bangla)
ট্রেডিশনাল মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং কাকে বলে ? এদের মধ্যে পার্থক্য কি ?
0 মন্তব্যসমূহ