The Top 10 SEO Audit Tools List 2022

 

The Top 10 SEO Audit Tools List 2022
The Top 10 SEO Audit Tools List 2022

The Top 10 SEO Audit Tools List 2022–সেরা দশটি এসইও অডিট টুলস এর বর্ণনা


The Top 10 SEO Audit Tools List 2022–বর্তমান সময় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়াতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করছে | কারন হল এর হল তাদের ব্যবসায় ব্র্যান্ড প্রসার করা এবং পণ্যের বিক্রি বৃদ্ধি করা |

কিছু কিছু কোম্পানি তাদের নিজস্ব বিপণন ব্যবস্থা বাড়ানোর জন্য এসইও পরামর্শদাতা, বিভিন্ন এসইও এজেন্সি ও ফ্রিল্যান্সারদের নিয়োগ দিয়ে থাকছেন তাদের প্রচার অনলাইনের মাধ্যমে বৃদ্ধি করার জন্য | 


প্রধান প্রধান যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেখানে ওয়েবসাইট কিওয়ার্ড ও ল্যান্ডিং পেজ এর মাধ্যমে রাঙ্কিং বাড়ানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) বিশেষ ভূমিকা পালন করে থাকে |


প্রথমত আমরা একটি ওয়েবসাইটের এসইও শুরু করার পূর্বে এর সঠিক এসইও অডিট (SEO Audit) এর মাধ্যমে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জেনে নেবো | 


এসইও অডিট (SEO Audit) কোনো সহজ কাজ নয় | এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার | এবং এসইও এডিট করার জন্য আমাদের কিছু সরঞ্জাম এর প্রয়োজন হয়, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটের পৃষ্ঠাগুলি কে বিশ্লেষণ করতে পারি খুব সহজে | 


ওয়েবসাইটের এসইও অডিট (SEO Audit) করার জন্য অনলাইনে আমরা অনেক এসইও অডিট টুলস (SEO Audit Tools) খুঁজে পাবো | একটি ওয়েবসাইটের সমস্যা, অনুসন্ধান, ফলাফল ও রেংকিং উন্নত করার জন্য ওয়েবসাইটের সমস্ত কিছু নিয়ে প্রথমে আমাদের একটি অডিট ফাইল প্রস্তুত করতে হবে | 


নিচে আমি দশটি এসইও অডিটর (The Top 10 SEO Audit Tools List 2022) সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা আপনার ওয়েবসাইটের জন্য উপকারী হবে– 


1. SEMRUSH


SEMRUSH হচ্ছে এসইও অডিটিং এর একটি বিশ্বস্ত টুলস (SEO Auditing Tools) |এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিযোগীদের কিওয়ার্ড, ব্যাকলিংক, ট্রাফিক, রেংকিং ট্র্যাক করতে পারবো খুব সহজে | এছাড়া এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক ট্র্যাক করতে পারবো |

আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের প্রতিযোগীদের ডাটা ট্র্যাক করব আক্রমণাত্মকভাবে তাহলে আমরা SEMRUSH  টুলটি ব্যবহার করতে পারি এবং সেইসাথে আমাদের ওয়েবসাইটের রেংকিং বাড়ানোর জন্য আমরা আমাদের এসইও প্রচেষ্টায় এগুলো বাস্তবায়ন করতে পারি | 


নিচে SEMRUSH কিছু প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি :


  • প্রতিযোগী ওয়েবসাইট কিভাবে বিজ্ঞাপন প্রদান করে ও তাদের বাজেট সম্পর্কে জানা যায় টুলস এর মাধ্যমে
  • প্রতিযোগী ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুলিপি এখানে খুঁজে পাওয়া যায়
  • সেই সাথে প্রতিযোগী ওয়েবসাইটের শীর্ষ প্রকাশক ও বিজ্ঞাপনদাতা কে ও খুঁজে বের করা যায় 
  • এটুলস এর মাধ্যমে ব্যাকলিংক এনালাইসিস করা যায়
  • সবচেয়ে ভালো কীওয়ার্ডগুলি খুঁজে পাওয়া যায় এসইও এবং PPC করার জন্য 
  • এই টুলটি আমাদের সম্পূর্ণ একটি রিপোর্ট এক্সএল ফরমেটের মাধ্যমে প্রদান করে থাকে
  • কম্পিটিটিভ ওয়েবসাইটের পজিশন ট্র্যাক করা যায় টুলস এর মাধ্যমে 

2. WebCEO


WebCEO হল ওয়েবসাইটের সমস্ত সমস্যাগুলি খুঁজে বের করার জন্য একটি কার্যকরী এসইও অডিট টুলস (SEO Audit Tools) | এটি মূলত একটি SaaS  প্ল্যাটফর্ম |  যার মাধ্যমে SEM এর প্রচার অভিযান, পর্যবেক্ষণ করা, লিংক পরিচালনা করা | সেইসাথে প্রতিযোগী ওয়েবসাইটে কার্যকলাপ পর্যালোচনা করা এবং কিওয়ার্ড অপটিমাইজ করতে ব্যবহার করা হয় | 


WebCEO  এর কিছু বৈশিষ্ট্য হলো :


  • কিওয়ার্ড অপটিমাইজেশন করা
  • লিংক বিল্ডিং চেক করা
  • ওয়েবসাইটের এসইও পারফরম্যান্সের রিপোর্ট প্রদান করা
  • প্রতিযোগীদের এনালাইসিস করা 


3. Woorank


Woorank হল একটি ওয়েবসাইট বিশ্লেষণ করার জন্য খুবই আশ্চর্যজনক একটি  অডিট টুলস (Audit Tools) | এই টুলস ওয়েবসাইটের মালিক, যেকোনো এসইও এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এবং b2b মার্কেটিং কোম্পানি গুলোর জন্য খুবই প্রয়োজনীয় | 


এই টুলস এর মাধ্যমে খুব সহজে অনপেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংক, ব্রকেন ব্যাকলিংক, ওয়েবপেজের ত্রুটিপূর্ণ পৃষ্ঠাগুলি খুঁজে বের করতে সাহায্য করে | এবং সেইসাথে আপনার ওয়েবসাইটের রেংকিং বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সুপারিশ করে থাকে | 


Woorank টুলস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি এবং পেইড ভার্সন ব্যবহার করতে পারি | এর মাধ্যমে সম্পন্ন রিপোর্ট পিডিএফ ফাইল দ্বারা ডাউনলোড করা যায় | এবং  এসইও পরামর্শদাতারা (SEO Expert) খুব সহজে এর মাধ্যমে একটি ওয়েবসাইটের সমস্যা সমাধান করতে সক্ষম হয় | 


4. Raven tools


Raventools হলো এসইও এক্সপার্ট এবং ডিজিটাল এজেন্সি জন্য একটি পারফেক্ট অডিট টুলস (Audit Tools) | এটি এমন একটি সফটওয়্যার যা এসইওর সমস্ত প্রযুক্তিগত সমস্যা সমাধানের পাশাপাশি গুণগত মানের প্রতিবেদন প্রদান করে থাকে |


এ টুলস এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের প্রতিটি পেজ এর গতি, সোশ্যাল মিডিয়ায় এর গতিবিধি, ওয়েবসাইটের ডিজাইন, ব্যাকলিংক ও অনলাইনে এর ক্ষেত্রে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারি |


Raven  টুল একটি ওয়েবসাইটের গবেষণা এবং অপটিমাইজ করার জন্য একটি  এসইও অডিট (SEO Tool) এর তালিকা প্রদান করে | বিভিন্ন ধরনের অডিট, মার্কেটিং ও সোশ্যাল মিডিয়াতে তালিকা তৈরি করার জন্য এ টুল ব্যবহার করা হয় | 


5. Moz


Moz হল ওয়ান অফ দা বেস্ট এসইও টুলস (SEO Tools) প্রদানকারী এবং এটি হলো সবচেয়ে বড় একটি এসইও এজেন্সি | বেশিরভাগ ওয়েবসাইটের মালিক গন তাদের ওয়েবসাইটের বিভিন্ন কাজের জন্য Moz  এর বিভিন্ন পন্য ব্যবহার করে থাকেন | এসইও (SEO) এক্সপার্ট রা Moz রেঙ্ক, ডোমেন অথরিটি, পেজ অথরিটি ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করে থাকেন, সেই সাথে অন্যান্য সাইটের সাথে ব্যাকলিংক তৈরি করার সময় এটি ব্যবহার করে থাকেন |

 

Moz ব্যবহার করে ছোট থেকে বড় উভয় প্রতিষ্ঠানের | এবং এখানে ফ্রি এবং Pro দুইভাবে ব্যবহার করা যায় | 


6. SEO Site Checkup


SEO Site Checkup হল একটি সম্পূর্ণ বিনামূল্যে এসইও অডিট টুলস (SEO Audit Tools) | এটির একটি বড় গুণ হলো এটি মোবাইলের মাধ্যমেও খুব সহজে ব্যবহার করা যায় | এছাড়া এই টুলস (Tools) ধারা এসইও এর বিভিন্ন সমস্যা, সোশ্যাল মিডিয়া গবেষণা, সার্ভার, ওয়েবসাইটের নিরাপত্তা, ওয়েবের ওয়ার্ড সহ 6 টি ভিন্ন কাজ করা যায় | 


এই টুলসটি একটি ব্যাপক পরিধি এসইও টুলস (SEO Tools) যা আপনার ওয়েবসাইটের হেলথ স্কোর, ওয়েবসাইটের পারফরম্যান্স, সার্চ ইঞ্জিন সহ আপনার ওয়েবসাইটের ব্রকেন লিংকগুলি চেক করে একটি পারফেক্ট অডিট বিশ্লেষণ করে | 


এর কিছু ইফেক্টিভ বৈশিষ্ট্য হচ্ছে :


  • এসইও মনিটরিং করে
  • এসইও Isuue রিপেয়ারিং করে
  • কম্পিটিটর এনালাইসিস করে
  • এসইও রিপোর্টিং করে থাকে


7. Spyfu 


Spyfu হল প্রতিযোগী ওয়েবসাইটের অন্তর্দৃষ্টি বের করার জন্য একটি জনপ্রিয় টুলস (Tools) | এর মাধ্যমে আপনি আপনার প্রতিযোগী ওয়েবসাইটের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবেন খুব সহজে |


বিভিন্ন ধরনের অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং সেলে অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য এটি এসইও এবং মালিকদের জন্য একটি উপকারী টুলস | 


এ টুলস এর কিছু ফিচার হলো :


  • অর্গানিক সার্চ করা
  • ইনবাউন্ড লিংক সার্চ করা
  • পেট সার্চ (ppc)
  • টপ কিওয়ার্ড সার্চ করা 


8. Seoptimer 


Seoptimer হল ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ত্রুটি শনাক্ত বা খুঁজে বের করার জন্য একটি সম্পুর্ন ফ্রী এসইও অডিট টুলস (Free SEO Audit Tools) |


এই টুলটি (Tools) ওয়েবসাইটের সার্চ রেংকিং বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের সুপারিশ দিয়ে থাকেন | এছাড়া এই টুলের chrome-extension আমরা পৃথক পৃথক ওয়েবসাইটের পৃষ্ঠাগুলি অডিট করার জন্য খুব সহজে ব্যবহার করতে পারি |


9. Screaming Frog


Screaming Frog Tools একসাথে 500 টি ইউআরএল Crawl করতে পারে | এটি হলো একটি ডেস্কটপ প্রোগ্রাম এবং সম্পূর্ণ ওয়েবসাইট বিশ্লেষণ করার জন্য একটি Crawling Tool | 


টুলটি সম্পূর্ণ ওয়েবসাইটটি Crawl করে আপনার ওয়েবসাইটের এসইওর সমস্যাগুলি অন্তর্দৃষ্টি প্রদান করে থাকে | 


10. Wincher


Wincher হল ওয়েবসাইটের ব্যাংক ট্রাকিং করার জন্য একটি কার্যকরী টুলস (Tools) | এছাড়া এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের কনটেন্টের অনপেজ এসইও স্কোর চেক করতে পারি | এটুলস এর মাধ্যমে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড ট্র্যাক করতে পারি, এবং নতুন কিওয়ার্ড ডিসকভার করতে পারি গুগোল রেংকিং বাড়ানোর জন্য, সেই সাথে আমাদের ওয়েবসাইটে রেংকিং এর পরিপূর্ণ রিপোর্ট দিয়ে থাকে এই এসইও অডিট টুলস (SEO Audit Tools) | এই টুলসটি আপনি ফ্রি ইউজ করতে পারেন অথবা টাকা দিয়ে কিনেও ইউজ করতে পারেন | 


সুতরাং, উপরে বর্ণিত এসইও অডিট টুলস (The Top 10 SEO Audit Tools List 2022) গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য খুব সহজেই একটি সুন্দর এসইও অডিট রিপোর্ট (SEO Audit Report) তৈরি করতে পারেন| 


আপনার জন্য আরও আর্টিকেল 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ