How To Use Google Ads Keyword Planner For Free |
How To Use Google Ads Keyword Planner For Free
How To Use Google Ads Keyword Planner For Free–আমি এখন পর্যন্ত আমার ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের জন্য অনেকগুলো টুল ব্যবহার করেছি | কিন্তু গুগোল এডস কিওয়ার্ড প্লানার (Google Ads Keyword Planner) এর মত সহায়ক টুল আমি আর একটিও খুঁজে পাইনি |
একটি এসইও বিকল্প অপশন এবং DIYers এবং উদ্যোক্তাদের জন্য এটি একটি খুবই সহায়ক প্লানার | আমি সবসময়ই আমার নিজের জন্য এবং যারা অনলাইনে বিভিন্ন মার্কেটিং রিচার্জের জন্য কিওয়ার্ড টুল খুঁজে থাকেন তাদেরকে গুগোল অ্যাড কিওয়ার্ড প্লানার (Google Ads Keyword Planner) ব্যবহার করার পরামর্শ দিব |
কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার (google keyword planner) একটি সমস্যা সবাই ফেস করে থাকে– গুগোল (google) এমন ভাবে এটিকে প্রদর্শন করে, মনে হবে আপনি যদি এখানে অ্যাড ক্যাম্পেইন রান (ads campaign runs) না করেন তাহলে আপনি এই কিওয়ার্ড প্ল্যানার (keyword planner) টি ব্যবহার করতে পারবেন না | কিন্তু এটি ভুল আপনি এখানে কোন অ্যাড ক্যাম্পেইন রান না করেই গুগোল কিওয়ার্ড প্লানার ব্যবহার করতে পারবেন এবং সেটা ফ্রিতে (how to access google keyword planner without creating an ad) |
What is google ads keyword planner?
গুগল কিওয়ার্ড প্ল্যানার (google keyword planner) ডিজাইন করা হয়েছে আপনার কিওয়ার্ড রিসার্চ করে অনলাইনে সার্চ নেটওয়ার্ক ক্যাম্পেইন ব্যবহার করার জন্য | আপনি যদি সঠিক কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েবসাইট রেংকিং বা অন্য কোন কাজে ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য বেস্ট কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাড কিওয়ার্ড প্ল্যানার (keyword planner) | এটি আপনার জন্য একটি সম্পূর্ণ ফ্রি কিওয়ার্ড প্ল্যানার (free keyword planner), যা আপনাকে একটি কিওয়ার্ডের মাসিক সার্চ ভলিয়ম, ইত্যাদি রিপোর্ট প্রদান করবে
What is keyword research?
আপনি যদি সার্চ ইঞ্জিন মার্কেটিং-এ নতুন হয়ে থাকেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ (keyword research) কি এটা আপনাকে প্রথমে শিখতে হবে আপনার ওয়েবসাইটের ভালো অপটিমাইজেশন এর জন্য | এবং সেই সাথে SERPs রেজাল্ট ভালো পারফর্মেন্স করার জন্য |
কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইও তে একটি মূল কাজ, আপনি যখন আপনার ওয়েব সাইট সম্পর্কিত একটি কিওয়ার্ড বাছাই করেন, তখন সেই কিওয়ার্ডটি সার্চ রেজাল্ট Rank করার জন্য রিসার্চ করার প্রয়োজন পড়ে | একটি সঠিক কিওয়ার্ড রিসার্চ আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য সফল করতে সহায়ক হয় |
আর এই কী-ওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল এর প্রয়োজন পড়ে | এর মধ্যে প্রথম হচ্ছে গুগোল কিওয়ার্ড প্লানার | প্রথমে আমাদের জানতে হবে কিভাবে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাক্সেস করব (how to access Google keyword planner) | নিচে এর বিস্তারিত একটি বর্ণনা দেওয়া হল–
How To Use Google Ads Keyword Planner For Free Keyword Research
1. প্রথমে আমাদের শুরু করতে হবে Keyword Planner দিয়ে
2. আপনার গুগোল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন ( যদি আপনি অলরেডি সাইন না করে থাকেন)
3. Go to keyword planner এ ক্লিক করুন
4. এই স্ক্রিনটি উপস্থাপন করা হলে নিচে স্ক্রল ডাউন করুন
আপনি যদি “switch to expert mode” তাহলে আপনার ব্রাউজার উইন্ডোটি আরো বিস্তৃত করুন
5. তারপর ক্লিক করুন “Create an account without a campaign”
6. তারপর আপনার টাইম জোন, কান্ট্রি, কারেন্সি কনফার্ম করুন এবং সাবমিট ক্লিক করুন
7. এবং তারপর আপনার প্রায় সব কাজ শেষ, “Explore Your Account” এ ক্লিক করুন
8. আপনাকে যদি বিজ্ঞাপন প্রচারণার পেজে নিয়ে যাওয়া হয়, তাহলে আপনি simply কিওয়ার্ড প্ল্যানার (keyword planner)ফিরে যাবেন
9. “Discover new keyword” এ ক্লিক করে আপনি আপনার কি ওয়ার্ড প্ল্যানিং রিসার্চ শুরু করতে পারবেন
সুতরাং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাহলে গুগল এডস কিওয়ার্ড প্ল্যানার (How To Use Google Ads Keyword Planner For Free) আপনার জন্য একটি সঠিক উপায় | উপায়ে আপনি চাইলে টাকা খরচ করে এড ক্যাম্পেইন রান করতে পারেন এবং সেইসাথে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন |
আপনার জন্য আরও আর্টিকেল
0 মন্তব্যসমূহ