How To Get A Job In Digital Marketing With No Experience 2022

How To Get A Job In Digital Marketing With No Experience 2022
How To Get A Job In Digital Marketing With No Experience 2022

How To Get A Job In Digital Marketing With No Experience 2022–কোন অভিজ্ঞতা ছাড়া ডিজিটাল মার্কেটিং এ কিভাবে চাকরি পাবেন


একজন নতুন বা কোন এক্সপেরিয়েন্স ছাড়া ডিজিটাল মার্কেটের হিসেবে কাজ পাওয়াটা (How To Get A Job In Digital Marketing With No Experience 2022) কোন সহজ কথা নয় | কারণ যেখানে বেশিরভাগ কোম্পানি একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেট খুঁজে থাকেন | 


কিন্তু এতে ভয়ের কিছু নেই, আপনি একজন নতুন বলে কাজ পাবেন না এটা ভেবে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) থেকে দূরে সরে যাওয়া একটা বোকামি | আজকের আর্টিকেলে আমি আপনাদের বলবো, কিভাবে আপনারা কোন অভিজ্ঞতা ছাড়া নতুন হিসেবে ডিজিটাল মার্কেটিং জব পেতে পারেন (How To Get A Job In Digital Marketing With No Experience 2022) | সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে, আপনি এখান থেকে খুব ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং জব করার ক্ষেত্রে | 


  • প্রথমেই আপনাকে ডিজিটাল মার্কেটিং এ সম্পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে
  • এই সেক্টরে আপনি কি ভূমিকা রাখতে চান প্রথমে তা ভালোভাবে বুঝে নিন
  • এটা নিশ্চিত করুন যে আপনার জীবন বৃত্তান্ত প্রাথমিক অবস্থায় আছে
  • আপনার সেবা হচ্ছে ফ্রীলান্স
  • প্রতিনিয়ত পরিশ্রমের সাথে চাকরির জন্য আবেদন করতে থাকুন
  • Linkedin প্লাটফর্মে আপনার একটি শক্তিশালী অবস্থান তৈরি করুন
  • ডিজিটাল মার্কেটিং শিল্পের একটি পরামর্শদাতা কে খুঁজুন
  • সঠিকভাবে আপনার কাজের গবেষণা করুন
  • আপনাকে এটা জেনে রাখতে হবে যে, আপনার প্রচুর শেখা আপনার জব এ প্রয়োজন হবে

উপরোক্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা নিচে করা হলো (How To Get A Job In Digital Marketing With No Experience 2022) – 


প্রথমেই আপনাকে ডিজিটাল মার্কেটিং এ সম্পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে খুব ভালোভাবে (Learn the Digital Skills You Need Before-hand )


আপনার Role যাই হোক না কেন, প্রথমে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয় দক্ষতা (experience) যেমন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য বিষয় জানা থাকাটা প্রয়োজনীয় | এজন্য আপনার একটি প্রতিষ্ঠানের প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন ও সেই সাথে তারা আপনাকে ডিজিটাল মার্কেটিং পরিচালনায় সাহায্য করে থাকবে | আপনি যদি সত্যি অনলাইনে কিছু শিখতে চান বা আপনার শেখার আগ্রহ থাকে তাহলে আপনি যেকোনো একটি ভাল প্রতিষ্ঠান কোর্স করতে পারেন যারা আপনাকে ডিজিটাল মার্কেটিং (digital marketing) এর সম্পূর্ণ হাতে-কলমে শিখিয়ে দেবে | 


এই সেক্টরে আপনি কি ভূমিকা রাখতে চান প্রথমে তা ভালোভাবে বুঝে নিন 


ডিজিটাল মার্কেটিং এ বিভিন্ন ধরনের কাজ রয়েছে | তাই আপনি একজন নতুন হিসেবে এমন একটি কাজ বেছে নিলেন যা আপনার পক্ষে করা সম্ভব নয় | তাই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনাকে এর সমস্ত বিষয়ে দক্ষতা অর্জন (experience)  করা উচিত, যার ফলে আপনি কোন কাজটি করতে পারবেন সে সম্পর্কে আপনার একটি ধারণা চলে আসে এবং আপনি সেটার বিকাশ করতে পারেন | 


নিচে কিছু ভিন্ন ভিন্ন ক্ষেত্র রয়েছে যা আপনি বিশেষায়িত করতে পারেন


  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  • এসইও
  • ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
  • ইমেইল মার্কেটিং
  • অনলাইন রেপুটেশন অ্যান্ড ম্যানেজমেন্ট
  • ডিজাইন
  • কনটেন্ট মার্কেটিং
  • পেইড মার্কেটিং


এটা নিশ্চিত করুন যে আপনার জীবন বৃত্তান্ত প্রাথমিক অবস্থায় আছে


আপনি যখন নতুন হিসেবে কোন কাজে আবেদন করবেন তখন জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার মূল কেন্দ্রবিন্দু | তাই যখন আবেদন করবেন তখন খুব ভালোভাবে নিশ্চিত হবেন যে আপনার রিজিউম বা জীবন বৃত্তান্ত সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা এবং সেটা এক পৃষ্ঠার মধ্যে | 


আপনার জীবন বৃত্তান্ত লেখার সময় চেষ্টা করবেন Start  ফরমেট অনুসরণ করার জন্য | এবং আপনি একজন নতুন হিসেবে, আপনার অভিজ্ঞতা কম থাকলে তা নিয়ে চিন্তা করবেন না | রিজিউম দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন আপনি যে কলেজ বা প্রতিষ্ঠান থেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষতা অর্জন করেছেন তার সার্টিফিকেট প্রদান করতে ভুলবেন না | 


আপনার সেবা হচ্ছে ফ্রিল্যান্স


আপনি যখন ডিজিটাল মার্কেটিং (digital marketing)  শিল্পে কাজ করার কথা বিবেচনা করবেন তখন অবশ্যই নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে দেখবেন | তাহলে আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে বিভিন্ন কাজ করতে পারবেন একজন ফ্রীল্যান্সার হিসেবে | এবং এতে করে আপনি বিভিন্ন নেটওয়ার্কের সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত হবেন এবং সেই সাথে আপনি অনুধাবন করতে পারবেন কোন সেক্টরে কাজ করলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে | 


আরেকটি সুবিধা হলো আপনি যখন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন তখন বড় বড় কিছু প্রতিষ্ঠান যেমন MNCs তে ডিজিটাল মার্কেটিং এর চাকরির জন্য আবেদন করতে পারেন | এবং সম্ভাব্য এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি |


প্রতিনিয়ত পরিশ্রমের সাথে চাকরির জন্য আবেদন করতে থাকুন


আপনি একজন ম্যানেজার, ডিজাইনার বা কপি রাইটার হিসেবে বোর্ডে থাকুন না কেন, আপনি সবচেয়ে ভালো এবং উচ্চাকাঙ্ক্ষী কোম্পানির সাথে কাজ করার পরিকল্পনা করতে পারেন | কিন্তু ক্লায়েন্টের সাথে মানসম্মত কাজ করার যে অভিজ্ঞতা অর্জন করবেন তারা সর্বদাই আপনার যেকোন ক্ষেত্রে প্রয়োজন পড়বে | 


যে কোন ক্ষেত্রেই কাজের জন্য বড় বড় প্রতিষ্ঠানগুলি যেহেতু অভিজ্ঞ লোক খুঁজে | এবং আপনি একজন নতুন হিসেবে কোন এক্সপেরিয়েন্স নেই আপনার, তাই আপনি অফিসে কোন স্থান হয়তো পাবেন না | কিন্তু আপনি ঘরে বসে করা যায় এমন খণ্ডকালীন কাজের জন্য প্রতিনিয়ত আবেদন করতে পারেন | কারণ ঘরে বসে খণ্ডকালীন কাজ করার জন্য প্রচুর চাকরি বাজার রয়েছে | 


একজন নতুন হিসেবে আপনার এটি করার উপায় হচ্ছে ইন্টার্নশিপ করার মাধ্যমে | আপনি যেখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাবেন সেখানেই আপনাকে ইন্টার্নশিপ করানো হবে | এবং এর মাধ্যমে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে জব পাওয়ার ক্ষেত্রে |


Linkedin প্লাটফর্মে আপনার একটি শক্তিশালী অবস্থান তৈরি করুন


Linkedin হচ্ছে পেশাদারদের একটি বিশাল প্ল্যাটফর্ম | যেখানে আপনি আপনার সিভি পোস্ট করতে পারবেন, আপনার কাজের উপর ভিত্তি করে আপনার প্রোফাইল তৈরী করতে পারবেন | এবং সেইসাথে বিভিন্ন সেক্টরের পেশাদার ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বা বন্ধুত্ব তৈরি করতে পারবেন খুব সহজে | 


আপনি যখন Linkedin এ প্রোফাইল তৈরি করবেন তখন খুব ভালভাবে খেয়াল করবেন যেন সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ করে তৈরি করতে পারেন | কারণ Linkedin এর অ্যালগরিদম শুধুমাত্র ঐ সমস্ত প্রোফাইলগুলি রেংক করে যার প্রোফাইল সম্পূর্ণভাবে সাজানো থাকে সব ইনফরমেশন দিয়ে | এবং মানুষ এই সমস্ত প্রোফাইলগুলি Linkedin বেশি সার্চ করে |


এবং সবসময় চেষ্টা করুন এখানে আপনার কানেকশন বৃদ্ধি করার জন্য | আপনার কানেকশন যত বৃদ্ধি পাবে আপনার প্রোফাইলের রেংক ততো দ্রুত বৃদ্ধি পাবে | এখানে আপনি বিভিন্ন কাজের জন্য কাউকে সুপারিশ করার কথা বলতে পারেন | এটি হচ্ছে চাকরি বাজারে পেশাদারদের জন্য একটি বড় এবং নিশ্চিত প্ল্যাটফর্ম |


ডিজিটাল মার্কেটিং শিল্পের একটি পরামর্শদাতা কে খুঁজুন


ডিজিটাল মার্কেটিং শিল্পে আপনার চেনা জানা একজন বা দুইজন পরামর্শদাতা থাকলে ভালো হয় | যারা আপনাকে ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ খবর দিবে | আপনাকে বিভিন্ন কাজে (job) পরামর্শ দিবে | অথবা এমন হতে পারে আপনি যেখানে জব করার জন্য এপ্লাই করবেন তারা সেখানে জব করে | তাদের কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে ডিজিটাল মার্কেটিং বিপণন (digital marketing agency) গুলিতে |


একটি এজেন্সিতে কিভাবে কাজ করা হয় এবং আপনি একজন নতুন কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কি প্লাটফর্মে বা কোথায় জব (found job) পেতে পারেন সেই সম্পর্কে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন | তিনি এই সেক্টরে যে মার্কেটিং বিভাগে কাজ করেছেন সে সম্পর্কে আপনাকে হাতে-কলমে শিক্ষা দিতে পারবে এবং আপনার ইন্টার্নশিপের অভিজ্ঞতা আপনি তার কাছ থেকে নিতে পারেন |


সঠিকভাবে আপনার কাজের গবেষণা করুন


ডিজিটাল মার্কেটিং শুরু (start digital marketing) করার পূর্বে আপনি আগে এটা গবেষণা করেন যে, ডিজিটাল মার্কেটিং আপনার ক্যারিয়ার হিসেবে কতটুকু গ্রহণযোগ্য বা উপকারী হবে আপনার জন্য | 


এছাড়া আপনি আপনার কাজের অভিজ্ঞতার জন্য এমন একটি সেন্টার খুঁজে নিন যারা আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার কাজ অনুযায়ী কোন এজেন্সি আপনার জন্য ভালো হবে সে সম্পর্কে সুপারিশ করে থাকবে | 


এসব বিষয়ে আপনি যত বেশি জানতে পারবেন একজন নতুন এক্সপেরিয়েন্স ছাড়া ডিজিটাল মার্কেটের হিসাবে আপনার কাজের সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে |


আপনাকে এটা জেনে রাখতে হবে যে, আপনার প্রচুর শেখা আপনার জব এ প্রয়োজন হবে


একজন নতুন প্রেসার ডিজিটাল মার্কেটিং হিসাবে আপনার যে কোন একটি প্রতিষ্ঠান থেকে কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক যা সবাই বলবে | 


তবে আপনি চাকরিতে অনেক কিছু শিখতে পারবেন | আপনি যদি একজন অ্যাকাউন্ট ম্যানেজার হন তাহলে ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটুজেড আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন | 


এছাড়া আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন | চাকরির ক্ষেত্রে আপনি আপনার বস বা সিনিয়রদের সাথে একটা বন্ধুত্ব মূলক আচরণ পাবেন যা আপনি আপনার পড়াশোনা লাইফে পেয়েছেন | এবং আপনি এমন একজন সিনিয়রের সাথে আপনার বন্ধুত্ব তৈরি করুন যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন | আপনি আপনার কাজের পাশাপাশি তাদের ধারণা গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন যা আপনার ভবিষ্যতে বিভিন্ন কাজে দক্ষতা হিসেবে প্রয়োজন হতে পারে |


সুতরাং আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোনো এক্সপিরিয়েন্স ছাড়া জব করতে চান (How To Get A Job In Digital Marketing With No Experience 2022) তাহলে আপনি উপরে উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করতে পারেন |


আপনার জন্য আরও আর্টিকেল




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ