How To Become An SEO Expert-কিভাবে একজন এসইও বিশেষজ্ঞ হতে পারবেন

How To Become An SEO Expert
How To Become An SEO Expert

How To Become An SEO Expert-কিভাবে একজন এসইও বিশেষজ্ঞ হতে পারবেন 

একজন এসইও বিশেষজ্ঞ হতে হলে প্রথমেই আপনার প্রয়োজন সময়, দৃঢ় মনোভাব এবং অভিজ্ঞতা | আপনি যদি এসইও(SEO) সম্পর্কে শিখতে চান, তাহলে এখানে আমি আপনাদের 21 টি বিষয়ে বলব যা আপনাকে একজন এসইও বিশেষজ্ঞ হতে সাহায্য করবে(How To Become An SEO Expert) |

সুতরাং আপনি কি একজন এসইও বিশেষজ্ঞ হতে চান (How To Become An SEO Expert)

এখানে অনেকগুলো কারণ রয়েছে এসইও সম্পর্কে শেখার জন্য | এসইও(SEO) শেখার মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসে টাকা ইনকাম করার উপায় খুঁজে পাবেন | এছাড়া এসইও শিখে আপনি বাইরে বিভিন্ন কোম্পানিতে বা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন | 

তো চলুন শুরু করি কিভাবে আপনারা একজন এসইও এক্সপার্ট করতে পারবেন (How To Become An SEO Expert)


প্রথমে আপনাদেরকে  এসইওর বেসিক সম্পর্কে বুঝতে হবে (Understand The Basic Of SEO)

এক্সপার্ট হতে চান তাহলে প্রথমে আপনাকে ব্যাসিক দিয়ে শুরু করতে হবে | আপনাকে বুঝতে হবে ট্রাফিক এবং সার্চ ইঞ্জিন কে কিভাবে বুঝাতে হবে ও কিভাবে একটি কন্টেন্টকে আপনি অপটিমাইজ করে ইফেক্টিভ করে তুলবেন | কোন ধরনের কনটেন্ট ট্রাফিক আশা করে, সার্চ করে অথবা তাদের প্রয়োজন | এই সবকিছুই আপনাকে বুঝতে হবে | এবং আপনাকে ওয়েবসাইট এর ভিতরে এসইও কাজ শিখতে হবে কারণ বুঝতে হবে কিভাবে সার্চ ইঞ্জিন এখানে কাজ করে | এছাড়া আপনাকে কিছু টুলস সম্পর্কে জানতে হবে এবং কিছু টেকনিক অবলম্বন করতে হবে আপনার ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য |

আপনাকে আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে (Build Your Own Website) 

যখন আপনি এসইও (SEO) সম্পর্কে এর বেসিক জানবেন তখন সময় হবে আপনার সেই কাজ বাস্তবে এপ্লাই করার জন্য |  এসইও বিশেষজ্ঞদের বেশির ভাগের মতামত হল আপনি যদি এসইও বিশেষজ্ঞ হতে চান (SEO Expert) তাহলে প্রথমে আপনাকে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেখানে এসইও করে প্র্যাকটিস করতে হবে | কখনো আপনি প্রথমে বড় কোন ব্র্যান্ডের জন্য আপনার এসইও ট্রাই করার চেষ্টা করবেন না |  প্রথমে আপনি আপনার নিজের জন্য এসইও করবেন | নিজের জন্য এসইও করে কিছু তৈরি করবেন | যেমন ব্লগ, অ্যাফিলিয়েট বা যেকোনো অ্যাপ তৈরি করে তা নিজের ব্যক্তিগত কাজের জন্য এসইও করবেন | প্রথমে আপনাকে আপনি নিজে পারেন এমন কোন টপিক খুঁজে বের করতে হবে | তারপর তা নিয়ে আপনি কনটেন্ট তৈরি করবেন এটা আপনার জন্য খুবই সহজ হবে | 


ওয়াডপ্রেস সম্পর্কে ধারণা (Learn Wordpress)


বর্তমান সময় তিন ভাগে দুই ভাগ ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে | সুতরাং আপনি যদি একজন এসে এক্সপার্ট হতে চান (If You Want To Be An SEO Expert) তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে | ওয়াডপ্রেস শুধু যে একটি জনপ্রিয় মাধ্যম তানা, এসইও এর জন্য এটি একটি বেস্ট সিএমএস | ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে পারফেক্ট কার্যকারী মাধ্যম যা সরাসরি বা গোপনীয়ভাবে এসইও পারফরমেন্সের উপর এফেক্ট করে | 


গুগল এনালাইটিক্স(Google Analystic) এবং গুগোল সার্চ কনসোল (Search Console) সম্পর্ক আপনাকে জ্ঞান অর্জন করতে হবে


এসইও বিশেষজ্ঞরা(SEO Expert) সব সময় বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে তাদের কনটেন্ট অপটিমাইজ করার জন্য | গুগোল এনালিস্ট  এবং  গুগল সার্চ কর কনসোল হচ্ছে যেকোনো এসইওর মূল Command কেন্দ্র | গুগোল সার্চ কনসোল হচ্ছে আপনার ওয়েবসাইট এসইও এনাবল করার সিস্টেম এবং গুগল এনালাইটিক্স হচ্ছে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ রিপোর্ট প্রদান করার একটি মাধ্যম | একজন এসইও এক্সপার্টের  এই দুইটি মাস্টার টুলস অবশ্যই প্রয়োজন |


প্রতিদিন এসইও সম্পর্কে পড়া (Read SEO Everyday)


একজন এসইও বিশেষজ্ঞ (SEO Expert)হতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন এসইও সম্পর্কে  পড়তে দৃঢ়-সংকল্প থাকতে হবে | প্রধান সার্চ ইঞ্জিন প্রতিনিয়ত তাদের নিয়মের অনেক পরিবর্তন করে থাকেন | এবং আপনি যদি প্রতিদিন এসইও সম্পর্কে না পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন না তারা কি চেঞ্জ করছে এবং এটা আপনার  রেংকিং কে কিভাবে প্রভাব ফেলবে | এবং আপনার যারা  কলিগ, বস, আপনার কাজের যে মালিক থাকবে সে অবশ্যই আপনার কাছে এর উত্তর গুলো জানতে চাইবে | তাই অবশ্যই প্রতিনিয়ত আপনাকে এসইও সম্পর্কে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে | 


আপনাকে বুঝতে হবে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে (Understand How Searcg Engine Works)


আপনার এসইও করার  ভাগ্য অনেকটাই নির্ভর করে সার্চ ইঞ্জিন এর উপর | তাই অবশ্যই আপনাকে crawlers সম্পর্কে জানতে হবে | এই বট গুলি আপনার কনটেন্টের কোয়ালিটি এবং প্রাসঙ্গিকতার ওপর ডিসিশন তৈরি করে | কতগুলো main কারণের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো পরিচালিত হয় | আপনাকে সার্চ ইঞ্জিনের অভিপ্রায়, প্রাসঙ্গিকতা, কনটেন্টের কোয়ালিটি,লিংক এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে | 


গুগোল এর কোয়ালিটি রেটার নির্দেশিকা পড়া


সার্চ ইঞ্জিন সম্পর্কে আরো গভীর ভাবে জানার জন্য আপনাকে অবশ্যই গুগলের কোয়ালিটি রেটার নির্দেশিকা গুলো পড়া উচিত | গুগোল এর সমস্ত ওয়েবসাইটগুলোকে rate করার জন্য কিছু লোক নিয়োগ দিয়ে থাকে এবং এই কোয়ালিটি রেটার নির্দেশনাগুলো ওই সমস্ত ওয়েবসাইট গুলো খুজে বের করার জন্য কভার দিয়ে থাকে |


SERPs দেখতে হবে


আপনাকে SERPs(Search Engine Result Page) দেখতে হবে কারণ এখানেই সব কাজ করা হয় | আপনাকে নোটিশ করতে হবে রেজাল্ট পেজ এ কেমন চেঞ্জ হচ্ছে যখন আপনি আলাদা আলাদা কিওয়ার্ড লিখে সার্চ করছেন | 


আপনাকে টেকনিক্যাল এসইও সম্পর্কে জানতে হবে (Learn Technical SEO)


টেকনিক্যাল এসইও(Technical SEO) হচ্ছে সবকিছু যা  আপনার সাইটকে খুব সহজে Crawl এন্ড ইনবক্স করতে সাহায্য করবে | টেকনিক্যাল এসইও মধ্যে রয়েছে মোবাইল ফ্রেন্ডলি, সাইটের স্প্রিট, স্ট্রাকচার ডাটা, জাভাস্ক্রিপ্ট  সহ এবং সকল মেশিনারি যা আপনার সাইটকে খুব ভালোভাবে কাজ করতে সাহায্য করে | আপনার সাইটে যদি খুব ভাল কনটেন্ট থাকে কিন্তু আপনার সাইটের স্পিড যদি কম হয় এবং অনেক ইরর থাকে তাহলে তা আপনার পারফরমেন্সের উপর অনেক প্রভাব ফেলে | তাই অবশ্যই আপনাকে খুব ভালোভাবে টেকনিক্যাল এসইও যাবতীয় বিষয় সম্পর্কে জানতে হবে | 


কনটেন্ট এর ক্রিয়েশন, স্ট্রাটেজি, অপটিমাইজেশন এবং প্রচার সম্পর্কে জানতে হবে


হোয়াইট টেকনিক্যাল এসইও আপনার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স কে অনেক বেশি ইফেক্টিভ করেন এবং আপনার কনটেন্ট সহজে বোঝেন যা আপনার ইউজার এক্সপেরিয়েন্স কে বৃদ্ধি করে | আপনার কনটেন্ট অবশ্যই আপনার একটি কিওয়ার্ড ফিক্সট থাকতে হবে | কারণ আপনি যদি আপনার কনটেন্ট এর কোন কিওয়ার্ড না রাখেন তাহলে ইউজাররা সার্চ করে আপনার কনটেন্টটি পাবেনা | এবং আপনার সেই কনটেন্ট অবশ্যই খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে ও এর সাথে এর প্রচার করতে হবে | প্রচার মানে হচ্ছে ব্যাকলিংক তৈরি করা | যা আপনার কনটেন্টের ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে |


লিংক বিল্ডিং এর কৌশল ব্যবহার করতে হবে যা কাজ করবে


আপনাকে অবশ্যই খুব ভালো লিংক বিল্ডিং এর কৌশল জানতে হবে | এবং এই সম্পর্কে আপনি প্রথমে জানবেন  যখন আপনি এসইও শেখা শুরু করবেন | লিংক বিল্ডিং করার সময় খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই কোয়ালিটি লিংক বিল্ডিং করতে হবে | কোয়ালিটি ছাড়া হাজারটা লিংক বিল্ডিং করলেও কোনো কাজ হবে না | 


কখনোই চেকলিস্ট মানসিকতা বিকাশ করবেন না


চেকলিস্ট মানসিকতা হল আপনি যখন কোন একটি বিষয়ের উপর এতটাই মনোনিবেশ করেছেন যে কখন এর রুটিন আর কাজ করছে না সে সম্পর্কে আপনার কোন ধারনা নেই | মনে রাখবেন সার্চ ইঞ্জিন সব সময় পরিবর্তন হয় | তাই কখনোই একই বিষয়ের উপর চেকলিস্ট মানসিকতা বিকাশ করার চেষ্টা করবেন না | আপনাকে সব সময় সময়ের সাথে আপনার কাজের রুটিন পরিবর্তন এর উপর নির্ভর করে এগিয়ে যেতে হবে | 


ফলো ফেসবুক গ্রুপ (Follow Facebook Group)


আপনাকে ফেসবুকে এসইও (SEO) রিলেটেড বিভিন্ন গ্রুপে অ্যাড হতে হবে | কারণ ফেসবুক হচ্ছে একটি একটি প্ল্যাটফর্ম | এবং এখান থেকে আপনি অনেক অ্যাক্টিভ বিশেষজ্ঞ, কাজ বা অভিজ্ঞতা পাবেন | শুধু এসইও গ্রুপ না এর পাশাপাশি আপনাকে বিভিন্ন মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েটর  এসব গ্রুপে এড হতে হবে | 


এসইও এক্সপার্টদের টুইটারের মাধ্যমে ফলো করুন (Follow SEO Expert On Twitter)


বেশিরভাগ বিভিন্ন বিষয়ে এক্সপার্ট গান টুইটারে খুব একটিভ থাকেন | তারা টুইটারে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক মতামত প্রকাশ করেন | তাই আপনি যদি একজন এসইও বিশেষজ্ঞ (How To Become An SEO Expert) হতে চান তাহলে অবশ্যই আপনাকে টুইটারের যেসকল এসইও বিশেষজ্ঞ রয়েছে তাদেরকে ফলো করতে হবে এবং তাদের দেওয়া মতামতগুলো খুব ভালোভাবে পড়তে ও বুঝতে হবে যা আপনার পরবর্তী এসইও কাজে খুব হেল্পফুল হবে | 


বিভিন্ন এসইও এবং মার্কেটিং কনফারেন্সে যোগ দেওয়া


আপনার এসইও অভিজ্ঞতা বাড়ানোর আরেকটি উপায় হচ্ছে  কনফারেন্সে যোগ দেওয়া | অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনলাইনেও অনেক ভালো ভালো এসইও এক্সপার্ট (SEO Expert) বিভিন্ন কনফারেন্স করে থাকেন | আপনি চাইলে তাদের এই সকল কনফারেন্সে যোগ দিতে পারেন এবং আপনার এই সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারেন | 


পডকাস্ট শুনুন


আপনি যখন কোন কিছু পড়ে এবং দেখে অনেক boring ফিল করেন তাহলে আপনি পডকাস্ট শুনতে পারেন | পডকাস্ট এ এখন এসেও সম্পর্কে অনেক কিছু কবার করে থাকে | তাই আপনি যদি কোন কাজে থাকেন বা অনেক ব্যস্ত থাকেন তখন আপনি পডকাস্ট  এর মাধ্যমে  এসইও সম্পর্কে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন | 


আপনার পার্সোনাল নেটওয়ার্ক বৃদ্ধি করুন


অবশ্যই আপনি সবকিছু একসাথে জানতে পারেন না | এবং আপনার কাছে সবকিছুর আন্সার নাও থাকতে পারে | কিন্তু তাতে টেনশন করার কিছু নেই | এমন অনেক মানুষ আছে যে মার্কেটিং এবং প্রমোশন খুব ভালো পারে কিন্তু কনটেন্ট তৈরি করতে পারে না | আবার অনেকে আছে SEO Javascript খুব ভালো পারে |তাই আপনাকে অবশ্যই আপনার পার্সোনাল নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে | এবং সবার সাথে খুব একটি ভালো রিলেশন তৈরি করতে হবে | যার ফলে আপনি যদি কখনো কোনো সমস্যায় পড়েন তখন আপনি তা আপনার নেটওয়ার্কে প্রকাশের মাধ্যমে অন্যের কাছে হেল্প চাইতে পারেন | যেহেতু আপনি অনেক মানুষের সাথে রিলেশন করছেন তাই আপনার যেকোনো প্রশ্নের উত্তর পাওয়াটা খুব সহজ হয়ে যাবে |


ফ্রী কোর্স থেকে আপনি অ্যাডভানটেজ্ নিতে পারেন


আমরা অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন এড দেখে থাকি যেখানে বিভিন্ন টিউটোরিয়াল সেন্টার গুলি তাদের  প্রচারের জন্য বিভিন্ন এসইও কোর্স ফ্রিতে দিয়ে থাকে | আপনি চাইলে এই সমস্ত ফ্রি কোর্স গুলো দেখতে পারেন আপনার জ্ঞান বৃদ্ধির জন্য | অনেক সময় আমরা এ ফ্রি কোর্সগুলো নিতে চাই না | মনে করি ফ্রী মানে তা হচ্ছে লো কোয়ালিটি (How To Become An SEO Expert| কিন্তু যখন কোন প্রতিষ্ঠান প্রচারের জন্য কোন কিছু ফ্রী দিয়ে থাকেন তখন তা কখনোই লো কোয়ালিটি দেন না | কারণ তাদের এ ফ্রী কোর্স দেখেই আপনি তাদের প্রিমিয়াম কোর্স কিনতে আগ্রহী হবেন |  তাই আপনি চাইলে ফ্রিকোর্সের অ্যাডভানটেজ্ নিতে পারেন | 


শিখতে থাকুন এবং আপনার দক্ষতা বাড়াতে থাকুন


কথায় আছে শিক্ষার কোন বয়স নেই এবং জানার কোন শেষ নেই | তাই আপনাকে প্রতিনিয়তই আপনার বিষয় এসইও  (SEO Expert) সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে হবে এবং আপনার স্কিল ডেভেলপ করতে হবে |


আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং আপনার সাকসেসের পুনরাবৃত্তি করুন


আমরা যখন কোন কিছু শিখতে চাই তখন তার মধ্যে অনেক ভুল হয়ে থাকে | আর আমরা যদি এ ভুলগুলোকে এড়িয়ে চলি তাহলে আমরা কখনোই ভালো কিছু শিখতে পারব না | তাই অবশ্যই আমাদেরকে আমাদের করণীয় ভুলগুলো থেকে খুব ভালোভাবে শিক্ষা নিতে হবে এবং তার সমাধান করার মাধ্যমে আমাদের সাকসেসের পুনরাবৃত্তি তৈরি করতে হবে | 


ধৈর্য ধারণ করা (Be Patient)


ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় | তাই যে কোন কাজ করার সময় অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এবং দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হবে | আপনি যদি সত্যিই একজন এসইও এক্সপার্ট হতে চান(How To Become An SEO Expert)  তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে | এসইও শেখার কোন শেষ নেই | প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম এসইওতে যুক্ত হয় | তাই আপনাকে ধৈর্য সহকারে প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম গুলো শিখতে হবে এবং সে অনুযায়ী আপনার কার্যক্রম চালিয়ে যেতে হবে | 


সুতরাং পরিশেষে বলা যায় একজন এসইও বিশেষজ্ঞ হওয়ার জন্য(How To Become An SEO Expert)  আপনাকে অবশ্যই উপরের বিষয়গুলো খুব ভালোভাবে জানতে ও বুঝতে হবে | তাহলে আপনি একজন এসইও এক্সপার্ট(SEO Expert) হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে পারবেন | 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ