How Do I Optimize SEO For My New Website

 


How Do I Optimize SEO For My New Website
How Do I Optimize SEO For My New Website

How Do I Optimize SEO For My New Website


How Do I Optimize SEO For My New Website–আমরা সবাই কমবেশি এসইও সম্পর্কে জানি যারা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করি | বর্তমান সময়ে যেকোনো কাজের জন্যই আমরা অনলাইনে একটি ওয়েবসাইট (website) ওপেন করে থাকি | এটি হতে পারে ব্যবসায়িক কাজে বা ওয়েবসাইট তৈরী করে অনলাইন থেকে এডসেন্সের মাধ্যমে ইনকামের জন্য | যেকোনো কাজেই হোক না কেন এই ওয়েবসাইটকে আমরা যদি রেংক করাতে চাই গুগলে এবং আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আনতে চায় তাহলে অবশ্যই এর জন্য আমাদের খুব ভালোভাবে এসইও অপটিমাইজ (seo optimize) করতে হবে | আর আমাদের ওয়েবসাইটটি যদি নতুন হয়ে থাকে তাহলে শুরু থেকেই খুব ভালোভাবে যদি আমরা সেখানে এসইও অপটিমাইজ (new website seo optimize) করতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো | প্রথমে আমরা একটু জেনে নেই এসইও কি (what is seo)?


এসইও কাকে বলে (What is SEO) ?


একটি ওয়েবসাইট ওপেন (open website) করার পরে আমরা প্রথমেই এটিকে গুগোল সার্চ রেজাল্ট এ অন্তর্ভুক্ত করে থাকি | কিন্তু শুধু ওয়েবসাইট ওপেন করে সার্চ রেজাল্ট অন্তর্ভুক্ত করলেই কাজ শেষ হয় না | এজন্য আমাদের কিছু টেকনিক ব্যবহার করতে হয় যেন আমরা এই সার্চ রেজাল্ট থেকে ফ্রিতে একটা পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক আমাদের ওয়েবসাইটে (website) আনতে পারি | আর এ ট্রাফিক বৃদ্ধি করার জন্য আমাদের ওয়েবসাইটটি সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় দেখানো খুব জরুরী | কারণ ভিজিটর বেশি ভিজিট করে প্রথম পৃষ্ঠায় যে ওয়েব সাইটগুলি থাকে সেগুলোতে | আর একটি ওয়েবসাইট প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য ওয়েবসাইট এর ভিতরে এবং বাহিরে টেকনিকগুলো ব্যবহার করা হয় তাকেই এসইও (seo) বলে | আর এ এসইওর ফুল ওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (search engine optimization) | 


তো চলুন দেখে নেই কিভাবে আমরা একটি নতুন ওয়েবসাইটকে এসইও অপটিমাইজ করব– How Do I Optimize SEO For My New Website


1. কীওয়ার্ড গবেষণা করুন এবং প্রাসঙ্গিক পদ ব্যবহার করুন (Do keyword research and use relevant terms)


কিওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় | এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের (website) প্রধান ভূমিকা পালনকারী বিষয়বস্তু | এই কী-ওয়ার্ড এর মাধ্যমেই আপনার ওয়েবসাইটের মূল উদ্দেশ্য প্রকাশ পায় | ও ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইটটি খুঁজে পায় সার্চ রেজাল্টের যখন কোন কি-ওয়ার্ড লিখে সার্চ করে | 


একটি কিওয়ার্ডে মূলত আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর খুঁজে বের করতে সহায়তা করে | এ কারণে প্রথমেই আপনার ওয়েবসাইট এসইও অপটিমাইজ (seo optimize) করার জন্য, আপনার কনটেন্ট রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করতে হবে | হতে পারে সে কিওয়ার্ড long-tail বা short-tail কিওয়ার্ড | 

Short-tail কি ওয়ার্ডে  সার্চ ভলিওম অনেক বেশী হয়ে থাকে | কিন্তু এখানে প্রতিযোগিতা থাকে অনেক বেশি | আর Lhort-tail কিভাবে সার্চ ভলিউম কম থাকে কিন্তু এখানে প্রতিযোগিতা খুব কম থাকে | কিন্তু তাই বলে আপনি সব সময় শুধু লং টেইল কীওয়ার্ড নিয়ে কাজ করলে হবে না | চেষ্টা করবেন short-tail এবং long-tail উভয় সংমিশ্রণে কাজ করার জন্য |


আপনাকে বুঝতে হবে আপনি যদি ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে এর সার্চ বলিয়ম অনেক হলেও, এই কী-ওয়ার্ডটি rank করানো অনেক কঠিন হয়ে যায় সার্চ রেজাল্ট | কিন্তু আপনি যদি বড় কিওয়ার্ড নিয়ে কাজ করেন এর সার্চ ভলিউম কম হলেও, এটিকে আপনি খুব সহজে এসইও (seo) করার মাধ্যমে গুগলের রেংক করাতে পারবেন | 


কিন্তু এতে আপনার চিন্তা করার কিছু নেই, কারন একটি ওয়েবসাইট rank করানোর জন্য শুধু  কিওয়ার্ড অপটিমাইজ করা জরুরী বিষয় নয় | আরো অনেক দিক রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের এসইও অপটিমাইজ (website seo optimize) করতে পারেন খুব ভালোভাবে | 


2. আপনার ওয়েবসাইটের পৃষ্ঠা জুড়ে কিওয়ার্ড রাখুন (Place keywords throughout your page)


একটি ওয়েবসাইটের কিওয়ার্ড শুধু টাইটেলে থাকেনা | আপনি আপনার ওয়েবপেজের বিভিন্ন জায়গায় এই কী-ওয়ার্ড ব্যবহার করতে পারেন | যেমন–


  • আপনার পোস্টের টাইটেল
  • আপনার পোষ্টের ইউআরএল এ
  • আপনার পোষ্টের প্রথম এবং শেষ প্যারাগ্রাফ এ
  • অর্গানিক্যালি ভাবে আপনার পুরো পোস্ট জুড়ে
  • আপনার পোস্টের ইমেজের altr-tag 


আপনি ততক্ষণ পর্যন্ত কিওয়ার্ড আপনার পোস্টে রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার পোস্টে কিওয়ার্ড স্টাফিং না হয় | এই সম্পর্কে আমরা নিচে আলোচনা করছি |


3. আপনার ওয়েবসাইটের Permalinks-এ SEO অন্তর্ভুক্ত করুন 


আপনার ওয়েবসাইটের পার্মালিনক হচ্ছে একটি ইউআরএল যা আপনি ওয়েবসাইট যখন অ্যাক্সেস করেন তখন দেখতে পান | আপনাকে মনে রাখতে হবে আপনার ওয়েবসাইটে বা ওয়েবপেইজের পার্মালিনক যেন অনেক বড় না হয় | কারণ এ পার্মালিনক আপনার ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে বর্ণনা করেন এবং আপনার গ্রাহকদের আপনার ওয়েবসাইট সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে থাকেন | এছাড়া এটি আপনার ওয়েবসাইটে crwal এর জন্য ব্যবহৃত হয় | 


গ্রাহক যখন সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করে তখন সার্চ ইঞ্জিন বটগুলি আপনার ওয়েবসাইটে বিষয়বস্তু crwal করে বুঝতে পারে আপনার ওয়েবসাইট সম্পর্কে (about website) এবং গ্রাহকের কাছে প্রদর্শন করে | তাই আপনি যখন আপনার ইউআরএল এ আপনার ওয়েব সম্পর্কে একটি স্পষ্ট ধারণা প্রকাশ করবেন, তখন সার্চ ইঞ্জিন বাটগুলি আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর খুব সহজে বুঝতে পারবে এবং তা গ্রাহকের কাছে প্রদর্শন করবে | এজন্য আপনার ওয়েবসাইটের পার্মালিনক এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজ করেন, যেন তা খুব সহজে rank করতে সাহায্য করে | 


পার্মালিনক হচ্ছে একটি স্থায়ী বিষয় | এটি বারবার চেঞ্জ করা ভালো না | তাই খুব ভালোভাবে বুঝে আপনার ওয়েবসাইটে পার্মানেন্টলি তৈরি করুন | এবং মনে রাখবেন আপনি আপনার ওয়েব পেজের জন্য যে কি-ওয়ার্ড বাছাই করেছেন, সেটা যেন আপনার পার্মালিনক অন্তর্ভুক্ত থাকে |


4. আপনার এক্সিস্টিং কনটেন্ট কে হাইপারলিংক করুন


আপনি যখন একটি পোস্ট লিখবেন তখন সব সময় চেষ্টা করবেন এখানে হাইপারলিংক ব্যবহার করার জন্য | মানে হল, আপনার ওয়েবসাইটে অন্যান্য যে পোস্ট গুলো রয়েছে তা আপনার বর্তমান লিখিত প্রশ্নের সাথে লিংক করানো | এতে করে গ্রাহকরা যখন আপনার পোস্টটি পূর্বে তখন সে হাইপারলিংক এর মাধ্যমে আপনার অন্যান্য পোস্টের দিক নির্দেশনা পেয়ে থাকবে | এতে করে তারা যদি আগ্রহ হয় আপনার এক পোস্ট থেকে ওয়েবসাইটের অন্য পোস্টের ট্রান্সফার হবে হাইপার লিংক এ ক্লিক করার মাধ্যমে | এতে করে আপনার পোষ্টের এসইও মান বৃদ্ধি পাবে | এবং খুব সহজেই বটগুলি আপনার ওয়েবসাইটের পৃষ্ঠাগুলি সম্পর্কে আরো বেশি অবাক হবেন এবং আপনার এসইও ranking বৃদ্ধি পাবে |


5. হাই কোয়ালিটি কনটেন্ট লেখার চেষ্টা করবেন এবং কোন কিওয়ার্ড স্টাফিং (keyword stuffing) ছাড়া


সব সময় চেষ্টা করবেন হাই কোয়ালিটি কনটেন্ট লেখার জন্য (how to do SEO for my website

) | যে বিষয়বস্তু নিয়ে পোস্ট তৈরী করবেন চেষ্টা করবেন সে বিষয়ে জানো পূর্ণাঙ্গ বর্ণনা আপনার পোস্টে থাকে | এতে করে আপনার পোষ্টের click-through রেট বেড়ে যাবে সেইসাথে এসইও রাঙ্কিং বাড়তে থাকবে | কিন্তু পোস্ট লেখার সময় খেয়াল করবেন, আপনি যখন আপনার  কিওয়ার্ড পোস্ট এর বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন তখন যেন অতিরিক্ত ব্যবহার না হয় | কোন কিছু বেশি ব্যবহার করা ভালো নয় | আর পোস্টে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করাকে কিওয়ার্ড স্টাফিং (keyword stuffing) বলে | কীওয়ার্ডস স্টাফিং করা এসইও অপটিমাইজ (seo optimize) একটি বড় বাধা |


6. আপনার ওয়েবসাইটের ইমেজ অপটিমাইজ করবেন


যেকোনো ওয়েবসাইটের জন্য ইমেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় | ইমেইলের মাধ্যমে আমরা দেখার সাথে সাথে বুঝতে পারি কি বিষয়ের উপর পোস্ট লেখা হয়েছে | এবং গুগোল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ইমেজ রেংকিং একটি আলাদা অপশন রয়েছে | তাই একটি ইমেজ ভালোভাবে  এসইও অপটিমাইজ (seo optimize) করা খুবই গুরুত্বপূর্ণ | ইমেজের altr-tag এ আপনার মূল কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন | এতে করে আপনার ইমেজ এসইও অপটিমাইজ (image seo optimize) হবে | এবং তার  রাঙ্ক করতে হেল্প করবে | 


7. পেজের স্পিড


2018 সাল থেকে রেংকিং ফ্যাক্টরি পেজের স্পিড ব্যবহার করা হচ্ছে | একটি ওয়েবসাইট ভালো এসইও অপটিমাইজ (website seo optimize) করার জন্য পেজ এর স্পিড খুবই অত্যাবশ্যকীয় | এবং ওয়েবসাইটটি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজে স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে, কারণ আপনার প্রতিযোগীদের সাথে মোকাবেলা করার জন্য |


আমরা যখন একটি ওয়েবসাইট লিঙ্ক এ ক্লিক করি তখন তা ওপেন হতে কিছুটা সময় নেয় | অনেক সময় দেখা যায় কোন কোন পেজ ওপেন হতে অনেক সময় ব্যয় হয় | এতে করে ভিজিটর আপনার পেজ স্কিপ করে অন্য পেজে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে | কারন সময়ের মূল্য সবার কাছে বেশি | একটি ওয়েবসাইটের বা ওয়েবপেজের স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয় | এবং এটি এসইও ফ্যাক্টর (seo factor) এ প্রভাব ফেলে | 


তাই সব সময় চেষ্টা করবেন আপনার পেজের স্পিরিট বা লোডিং টাইম যেন কয়েক সেকেন্ড এর মধ্যে হয়ে যায় | এতে করে আপনার ওয়েবসাইট ওয়েল অপটিমাইজ (website well optimize) হবে | 


8. মোবাইল ফ্রেন্ডলি এসইও অপটিমাইজ  (seo optimize)


এসইও অপটিমাইজ 9seo optimize) করার সময় আপনার ওয়েবসাইটটি মোবাইলের জন্য অপটিমাইজ (optimize) করতে ভুলবেন না | কারণ বেশিরভাগ সময় মানুষ তার মোবাইলের মাধ্যমে ইন্টারনেট এক্সেস করে থাকে | তাই গ্রাহক যখন মোবাইলে কিছু লিখে সার্চ করে তখন সেটা যদি মোবাইলে সুন্দরভাবে দেখা বা বুঝ না যায় তাহলে গ্রাহক আপনার সাইটে থাকবে না | এতে করে আপনার বাউন্স রেট বেড়ে যাবে | আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বেশিরভাগ ভিজিটর মোবাইল থেকে পেয়ে থাকি |


এজন্য মোবাইল ফ্রেন্ডলি এসইও অপটিমাইজ করা গুরুত্বপূর্ণ | এবং গুগোল এটা ঘোষণা করেছেন যে, খুব শীঘ্রই মোবাইল এর জন্য ওয়েবসাইট ইনডেক্স করার শুরু হবে | আপনার ওয়েবসাইটটি যদি মোবাইল ফ্রেন্ডলি অপটিমাইজ করা হয় তাহলে আপনার এখান থেকে প্রচুর পরিমাণে একটা ট্রাফিক পাওয়ার সম্ভাবনা থাকে |


9. টেকনিক্যাল এসইও (technical seo)


আমরা অলরেডি টেকনিক্যাল এসইওর কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি | যেমন কিওয়ার্ড, পার্মালিনক ইত্যাদি | কিন্তু শুধু এতোটুকু উপরে টেকনিক্যাল এসইওর কাজ শেষ হয়ে যায় না | আপনার ওয়েবসাইটের ডিজাইন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ | একটি ওয়েবসাইটের ডিজাইন এর উপর টেকনিক্যাল এসইও অনেক কিছু নির্ভর করে | একটি রেস্পন্সিভ ডিজাইন আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওর গুরুত্ব বৃদ্ধি করে | এবং এর জন্য আপনাকে প্রথমে একজন টেকনিক্যাল এসইও বিশেষজ্ঞ সাথে পরামর্শ করতে হবে | 


তাহলে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটের জন্য টেকনিক্যাল এসইও (technical seo) ব্যবহার করতে পারবেন | আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আপনার বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটের ডিজাইন কেমন হতে পারে ভালো এসইও অপটিমাইজ (seo optimize)এর জন্য | 


10. আপনার পেইজ এবং কনটেন্ট আপডেট করুন


আপনার ওয়েব পেজ বা কনটেন্ট প্রতিনিয়ত আপডেট করুন (how do I SEO my website) | এজন্য আপনার এসইও অডিট (seo audit) এর প্রয়োজন হবে | এসইও এডিট করার জন্য অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম (seo audit platform) রয়েছে | যেখান থেকে আপনি আপনার পুরানো কনটেন্ট বা পেজ এর কন্ডিশন জানতে পারবেন এসইও করার জন্য |  


প্রতিনিয়ত আপনার ওয়েবসাইটে পুরনো কন্টেন্টগুলি আপডেট করুন | কারণ দিন পরিবর্তনের সাথে সাথে এসইও ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আছে | তাই আপনি যদি প্রতিনিয়ত আপডেট না করেন তাহলে আপনি এসইও (seo)  ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়বেন |


11. সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না


আর হ্যাঁ সবশেষে একটা কথা আপনার ওয়েব পোস্ট বা কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না | কারণ সোশ্যাল মিডিয়া থেকে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে টপিক নিয়ে আসতে পারবেন | এবং যত বেশি আপনার কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন ততবেশি আপনার পোষ্ট crwal হবে এবং এসইও ব্যাকলিংক বৃদ্ধি পাবে সেই সাথে রাঙ্কিং ও | 


সুতরাং আপনি যদি আপনার নতুন ওয়েবসাইটকে খুব ভালোভাবে এসইও অপটিমাইজ (How Do I Optimize SEO For My New Website) করতে চান তাহলে উপরে দেওয়া নিয়মগুলি আপনাকে মেনে অপটিমাইজ করতে হবে | 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ