Best Online Income Apps In Bangladesh |
Best Online Income Apps In Bangladesh
এখন আমি আপনাদের সাথে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ভালো অনলাইন ইনকাম অ্যাপস (Best Online Income Apps In Bangladesh)নিয়ে কথা বলবো | করোনা শুরু হওয়ার পর থেকেই বেশিরভাগ সময় আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সবকিছু প্রায় বন্ধই ছিল | এখন সবকিছু খোলা হয়েছে কিন্তু তা সীমিত আকারে পরিচালনা করা হচ্ছে | এতে করে আমরা অনেকটা সময় বাসায় বসে মোবাইলে গেম খেলে, ইন্টারনেটে ভিডিও দেখে বা মুভি দেখে সময় পার করছি | কিন্তু আমরা চাইলে এই সময়টাকে কাজে লাগিয়ে ঘরে বসে বাংলাদেশী কিছু অনলাইন ইনকাম অ্যাপস (Online Income Apps In Bangladesh)দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করতে পারি |
সুতরাং (So) আপনি যদি আজকে অনলাইনে অ্যাপসের মাধ্যমে উপার্জন(Online Income Apps) করা শুরু করতে চান তাহলে, অবশ্যই প্রথমে আপনাকে আত্মনির্ভরশীল হয় কাজ শুরু করতে হবে | আর যারা বর্তমানে এ সমস্ত কাজের সাথে জড়িত আছেন, তারা অনলাইনে সার্চ(Online Search) করে নতুন নতুন অ্যাপস নিয়ে কাজ করতে পারেন | কিন্তু (But),যারা একেবারেই নতুন তারা আমার সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে কাজ শুরু করতে পারবেন |
আমি আশা করছি যে আপনি যদি আমার আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েন তাহলে এখান থেকে আপনি কিছুটা হলেও উপকার লাভ করবেন | একটা জিনিশ সবসময় মাথায় রাখবেন অনলাইন থেকে উপার্জন(Online Income) করতে হলে অবশ্যই আপনাকে টেকনিক সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং(And) বুঝে শুনে যেকোনো জায়গায় কাজ করতে হবে | আপনি এমন অনেক কাজ পাবেন যেখানে আপনাকে অর্থ বিনিয়োগ(Investment) করতে বলা হবে | কিন্তু এই সমস্ত কাজে অনেকটা রিস্ক থেকে যায় | আপনি যদি অ্যাপস এর মাধ্যমে কাজ করেন তাহলে আপনাকে কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না | বিনা পুঁজিতে (Without Investment)আপনি এখানে কিছুটা আর্নিং করতে পারবেন |
তো চলুন দেখে নেই কোন কোন সবচেয়ে ভালো কোন অ্যাপস গুলোর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতে পারবেন(Best Online Income Apps In Bangladesh)–
বিকাশ অ্যাপ(Bkash App)
এখনকার সময়(At Present) আমরা সবাই কমবেশি বিকাশ এর সাথে পরিচিত | বর্তমান সময়ে বাংলাদেশের সব জায়গায় বিকাশ পৌঁছে গেছে | বিকাশের মাধ্যমে আমরা খুব সহজেই যেকোনো ট্রানজেকশন করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যে | এবং এটি একটি ট্রান্সলেট ট্রানজেকশন মাধ্যম |
বিকাশের মাধ্যমে আপনি চাইলে ঘরে বসে কাজ করে টাকা ইনকাম(Online Income In Home) করতে পারেন | বিকাশ অ্যাপের কথা আমরা সবাই শুনেছি | মোবাইলে বিকাশ অ্যাপ ইন্সটল করে আমরা ঘরে বসে নিজের মোবাইল দিয়ে অন্যের মোবাইলে টাকা ট্রানজেকশন করতে পারে অথবা টাকা নিয়ে আসতে পারি |
এছাড়া বিকাশের মাধ্যমে আমরা এখন মোবাইল রিচার্জ আরো অন্যান্য সুবিধা পেয়ে থাকি | বিকাশে একটি ফিচার আছে যা হচ্ছে রেফারাল | আপনি যদি বিকাশ অ্যাপ ইন্সটল করে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করেন তাহলে আপনার প্রোফাইল সেকশনে একটি অপশন দেখতে পাবেন রেফারাল নামে | এবং আপনি সেখানে আপনার একটি রেফারাল লিঙ্ক পেয়ে যাবেন | এই রেফারেল লিংক আপনি শেয়ার করার মাধ্যমে টাকা ইনকাম(Online Income) করতে পারেন |
আপনি যখন আপনার রেফারাল লিঙ্ক অন্য কোথাও শেয়ার করবেন আর আপনার সেই লিংকের মাধ্যমে কোন গ্রাহক যদি বিকাশ অ্যাপ ইন্সটল করেন এবং তা ওপেন করে কোন ট্রানজেকশন করেন তাহলে আপনি সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবেন(Earn Money Online) | আপনি যতো রেফার কোরতে পারবেন তত পরিমাণ ইনকাম আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন ঘরে বসে |
আমাদের সবারই প্রায় বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ অনেকেই ইউজ করেন না বা ইউজ করা সম্পর্কে অবগত নয় | তাই আপনি আপনার আশেপাশে যে সকল মানুষের বিকাশ অ্যাকাউন্ট আছে তাদেরকে বিকাশ অ্যাপ ইন্সটল করে দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন |
সেবা বন্ধু (Sheba Bondu)
সেবা বন্ধু অ্যাপস টি রেফারাল অ্যাপস নামে পরিচিত | এই অ্যাপস এর মাধ্যমে একজন আরেকজনকে যেকোনো বিষয়ে সহযোগিতা করতে পারেন | এর পাশাপাশি তারা গ্রাহকদের জন্য ইনকাম করার একটি সুযোগ রেখেছেন | শেবা অ্যাপ ওপেন করার জন্য লাগবে নাম এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার |
অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি যদি সেবার যে কোন সার্ভিস আপনার বন্ধু বা অন্য কাউকে শেয়ার করেন এবং আপনার বন্ধু যদি সেই শেয়ারকৃত সেবা গ্রহণ করেন তাহলে আপনি সেখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন | বর্তমান সময়ে শেবা অ্যাপ প্রায় দুই হাজারের বেশি গ্রাহক রয়েছে |
বিডি ক্যাশ (BD Cash)
আপনি যদি বিডি ক্যাশ এর নাম অলরেডি শুনে থাকেন এই প্রথম আমার আর্টিকেল এর মাধ্যমে শুনে থাকেন তাহলে আপনি এই অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন (Best Online Income Apps In Bangladesh)| এই অ্যাপের কাজ হচ্ছে একাউন্ট তৈরী করার পর বিভিন্ন ধরনের ভিডিও বা বিজ্ঞাপন দেখা | এবং এ ভিডিও ও বিজ্ঞাপন দেখার কারণে আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন | তবে আপনি এখান থেকে সরাসরি টাকা পাবেন না |
প্রথমে তারা আপনাকে এটাকে পয়েন্ট আকারে দিবে | পরবর্তীতে আপনি এ পয়েন্ট কে টাকার রূপান্তর করতে পারবেন বিকাশ বা রকেট এর মাধ্যমে | তবে এখান থেকে আর্নিং একটু কম হয়ে থাকে |
আপনি যদি আপনার আর্নিং বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের রেফারাল প্রোগ্রাম ব্যবহার করতে হবে | যে কোন অ্যাপস প্রচুর পরিমাণে ইনকাম করার প্রধান মাধ্যম হলো রেফার করা | এখানে আপনি যতো রেফার কোরতে পারবেন আপনার ইনকাম বেড়ে যাবে | আর রেফার করার জন্য অবশ্যই আপনাকে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে |
আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত আপনার কিছু ফ্রেন্ড দের কে এই অ্যাপটি ইন্সটল করিয়ে কাজ করাতে পারেন তাহলে এখান থেকে আপনি রেগুলারলি একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন |
শপআপ রিসেলার (ShopUp Reseller)
শপআপ হচ্ছে বর্তমানে বাংলাদেশে একটি খুবই জনপ্রিয় অ্যাপ(Best Online App) | এর মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে | এবং এখানে টাকা উপার্জনের একটি মাধ্যম হল রিসেলার হিসেবে তাদের সাথে কাজ করা | আপনি কোন বিনিয়োগ ছাড়াই অ্যাপের মাধ্যমে রিসেলার হয়ে টাকা ইনকাম করতে পারবেন |
রিসেলার এর কাজ হচ্ছে, আপনি প্রথমে তাদের দেওয়া একটি নির্দিষ্ট প্রাইস তাদের থেকে পণ্য ক্রয় করবেন | তারপর আপনি সেই প্রাইস থেকে বেশি দামে সেই পণ্যটি অন্য কোথাও বিক্রি করতে পারবেন |এবং পণ্যটি ডেলিভারি করার দায়িত্ব থাকবে ShopUp অ্যাপের | কিন্তু আপনি যে মূল্য দিয়ে পণ্যটি কিনেছেন তার থেকে যত বেশি মূল্যে বিক্রি করতে পারবেন সেটা আপনার ইনকাম হিসেবে গণ্য হবে |
0 মন্তব্যসমূহ