Best Freelancing Platform For Beginners 2022 |
Best Freelancing Platform For Beginners (2022)--নতুনদের জন্য সেরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলি
Best Freelancing Platform For Beginners (2022)
প্রথমে নিচে ফ্রীলান্স জবস (freelance jobs) এর ক্যাটাগরি গুলো দেওয়া হল
সাধারণ ফ্রিল্যান্স চাকরি (General Freelance Jobs)
- এসইও চাকরি (SEO Jobs)
- ফ্রিল্যান্স ডিজাইন এবং ডেভেলপারের চাকরি (Freelance Design And Developer Jobs)
- ফ্রিল্যান্স ডিজাইনের চাকরি (Freelance Design Jobs)
- ফ্রিল্যান্স ডেভেলপারদের চাকরি (Freelance Developers Jobs)
- ফ্রিল্যান্স ভিডিও এডিটর চাকরি (Freelance Video Editors Jobs)
- ফ্রিল্যান্স গ্রাফিক্স জব (Freelance Graphcis Jobs)
- ফ্রিল্যান্স মার্কেটিং চাকরি (Freelance Marketing Jobs)
- ভার্চুয়াল সহকারী চাকরি (Virtual Assistance Jobs)
- ফ্রিল্যান্স লেখার চাকরি (Freelance Writing Jobs)
- ফ্রিল্যান্স টেস্টিং চাকরি (Freelance Testing Jobs)
ফ্রীলান্স জবস এর ক্যাটাগরি অনুযায়ী নতুনদের জন্য বেস্ট ফ্রীলান্সিং প্লাটফর্ম (Best Freelancing Platform For Beginners (2022)) গুলি হচ্ছে –
সাধারণ ফ্রিল্যান্স চাকরি (General Freelance Jobs)
1.আপওয়ার্ক (Upwork)
নতুনদের জন্য ফ্রিল্যান্সিংয়ে জব পাওয়ার একটি ভালো ওয়েবসাইট ( Beginners freelance website) হচ্ছে আপওয়ার্ক | আপওয়ার্কে সাধারণ ফ্রীলান্স জব গুলো পাওয়া যায় | যেমন– আইটি, একাউন্টিং, অনুবাদ, নেটওয়ার্কিং ইত্যাদি |
আপনি যদি ক্লায়েন্টের কাছে আনলিমিটেড কাজের প্রস্তাব পাঠাতে চান নতুন হিসেবে তাহলে আপনার জন্য হচ্ছে আপওয়ার্ক | আপনি যখন এখানে নতুন একটি কাজ পাবেন তখন আপনার কাছ থেকে মাত্র 20 শতাংশ রিচার্জ করবে | তাই নতুনদের (beginners) জন্য এটা খুবই বন্ধুত্বমূলক একটি ওয়েবসাইট |
2. টপটাল (Toptal)
ডক্টর নেটওয়ার্কটি মূলত প্রোডাক্ট ম্যানেজার, ফিন্যান্স এক্সপার্টদের একটি নেটওয়ার্ক | এখান থেকে আপনি স্বাস্থ্যসেবা, ই-কমার্স ব্যাংকিং সহ আরো বিভিন্ন বিভাগে চাকরি খুঁজে পেতে পারেন | এখানে কাজ করার পূর্বে অবশ্যই তারা আপনার সম্পর্কে যাচাই-বাছাই করে নিবে | আপনার পরিচিতি সম্পর্কে সম্পূর্ণ ভাবে জেনে নেবে | বেশিরভাগ কোম্পানিগুলো তাদের ফ্রীলান্স ওয়ার্কার নিয়োগ দেওয়ার জন্য টপটাল বিজ্ঞাপন দিয়ে থাকেন |
3. ফাইবার (Fiverr)
Fiverr হল নতুনদের জন্য একটি সেরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম (freelancing platform) | আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং কাজ পাওয়াটা খুব সহজ হয়ে যায় ফাইবার এর মাধ্যমে | এখানে আপনি ডিজিটাল মার্কেটিং, এসইও, ভিডিও অডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ফ্রিল্যান্সিং কাজ রয়েছে | কিন্তু এখানে কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে ফাইবারে কিভাবে ব্যবহার করতে হয় | এখানে আপনি আপনার একটি পোর্টফোলিও সুন্দর করে তৈরি করতে পারেন নতুন হিসাবে ভাল কাজ পাওয়ার জন্য |
4. ফ্রিল্যান্সার (Freelancer)
ফ্রিল্যান্সার প্লাটফর্মে ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, প্রডাক্ট সার্চিং, একাউন্টিং, ট্রানসলেশন, হিউম্যান রিসোর্স ইত্যাদি কাজ পাওয়া যায় | ফ্রিল্যান্সার আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করে লগইন করবেন তখন আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে চারটি কাজের আবেদন করতে পারবেন | নতুনদের জন্য এ প্লাটফর্ম থেকে কাজ পাওয়া খুবই সহজ | এখানে কাজের সম্পূর্ণ বর্ণনা আগে থেকে দেওয়া থাকে | তাই আপনি নতুন হিসেবে প্রথমে সম্পূর্ণ কাজটি পরে যদি বুঝতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন |
5. গুরু (Guru)
গুরুপ প্ল্যাটফর্মটির (Platform) হচ্ছে নতুনদের জন্য ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি ভালো ওয়েবসাইট (Website) | এখানে নতুনদের জন্য সুন্দর করে প্রোফাইল তৈরি করার একটি অপশন রয়েছে | এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং, এসইও, অ্যাডমিনিস্ট্রেশন, কনটেন্ট রাইটিং ইত্যাদি জব করার সুবিধা রয়েছে |
6. পিপল পার আওয়ার (People Per Hour)
পিপল পার আওয়ার ফ্রিল্যান্সিং প্লাটফরমটি একটি UK-Base ওয়েবসাইট | এখানে নতুন ফ্রিল্যান্সাররা তাদের প্রতিভা প্রকাশ করার একটি একটি সুযোগ পায় | এবং এখানে নতুনদের জন্য নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে কাজ পাওয়াটা খুবই সহজ হয়ে যায় | এখানে কাজের জন্য নিয়োগ দেওয়া হয় ঘন্টা প্রতি |
7. Servicescape
Servicescape হল স্টার্টআপ এবং এস এম বি গুলির সাথে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম | নতুনদের জন্য এটি একটি ভাল প্ল্যাটফর্ম | এখানে ট্রানসলেশন, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং ইত্যাদি সেক্টরে কাজ পাওয়া যায় |
8. ক্লাউড পিপস (Cloud Peeps)
ক্লাউড পিপস মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, কপিরাইটিং, ইমেইল মার্কেটিং ইত্যাদি সম্পর্কিত কাজ কাজের প্রতি বেশি ফোকাস দিয়ে থাকেন | এখানে অনেক পেশাদার ফ্রিল্যান্সার রয়েছে যারা খুব ভালো কাজ করছে এখান থেকে | নতুন হিসেবে আপনি এখান থেকে এই সমস্ত কাজ করতে পারেন খুব সহজে |
9. হাবস্টাফ ট্যালেন্ট (Hubstaff Talent)
এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে ফুলটাইম কাজ করতে সক্ষম করে তুলবে এবং ঘণ্টাপ্রতি চুক্তিতে | এখানে আপনি হেল্প ডেক্স ম্যানেজার, প্রোডাক্ট মার্কেটিং, অ্যাকাউন্ট ম্যানেজার ইত্যাদি পদে চাকরি খুঁজে পেতে পারেন | এখানে কাজ করার জন্য প্রথমে আপনি আপনার অভিজ্ঞতাগুলোর দিয়ে প্রোফাইল সুন্দরভাবে সাজিয়ে নিবেন | তারপর কেউ যদি আপনার প্রোফাইল দেখে আপনার সাথে কাজ করতে ইচ্ছুক হয় তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে |
10. ট্রল্যান্সার (Trulancer)
এটি এমন একটি প্লাটফর্ম যেখানে ফ্রিল্যান্সার এবং নিয়োগকর্তা একসাথে কাজ করার জন্য সুযোগ পেয়ে থাকেন | এখানে নতুনরা ঘরে বসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং ইত্যাদি কাজ করার সুযোগ পেয়ে থাকেন |
এসইও চাকরি (SEO Jobs)
1.এসইও ক্লার্ক (SEO Clerk)
এসইও ক্লার্ক ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম SEO Clerk Platform) শুধুমাত্র বিশেষভাবে এসইও কাজ করার জন্য তৈরি করা হয়েছে | এখানে আপনি অনপেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংক, মার্কেটিং ইত্যাদি বিষয়ে কাজ করতে পারবেন এসইও রিলেটেড | এটি আপনাকে কাজ ফিল্টার করার জন্য প্রাইস, স্তর দ্বারা করতে সক্ষম করে |
জাস্ট রিমোট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি দূরবর্তী কাজগুলি খুব সহজে আপনার কাছে অ্যাক্সেস পেতে পারেন ও এই কাজগুলি কোথাও এডভারটাইস করা হয় না | এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি খুব সহজেই রিমোট কাজ করতে পারেন এবং এখানে অর্ডার সরঞ্জামগুলি ব্যবহার করতে পারেন |
3. কনকার (Konker)
এটি হলো এসিওকে ফোকাস করে তৈরি করা একটি প্ল্যাটফর্ম (Platform) | এখানে আপনি ইউটিউব এসইও, কিওয়ার্ড রিসার্চ, সাইট অপটিমাইজেশন সহ ব্যাকলিংক তৈরি করা, মার্কেটিং তৈরীর জন্য আবেদন ইত্যাদি বিষয়ে কাজ করতে পারবেন | এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবে কাজ করার সুযোগ রয়েছে |
ফ্রিল্যান্স ডিজাইন এবং ডেভেলপারের চাকরি (Freelance Design And Developer Jobs)
1. সলিড গিগস (Solidgigs)
এখানে নতুনরা কোন ঝামেলা ছাড়াই খুব সহজে ইন্টারভিউতে একসেস পেতে পারে | এই প্লাটফর্মে নতুনদের জন্য অ্যাডমিনিস্ট্রেটর, গেস্ট ব্লগার, মেডিয়া কনসালটেন্ট ইত্যাদি কাজ খুঁজে পেতে সাহায্য করে | এই সাইটটি সর্বোত্তম চেষ্টা করে আপনাকে কাজ খুঁজে দিতে |
2. 10x ম্যানেজমেন্ট (10x Management)
10x ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা এজেন্সি যারা ডেভলপারস, ডিজাইনার এবং Coders দের চাকরি খুঁজে পেতে সহায়তা করে | আপনি যখন এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাহায্য পেয়ে থাকবেন রিপ্রেজেন্টিভ দের কাছ থেকে | এবং এখানে কাজ করার পরে আপনার আপনাদের কাজে প্রাপ্ত অর্থ পেয়ে যাবেন খুব সহজে |
Smashing Magazine হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইউ এক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ডেভেলপার্স ,জাভাস্ক্রিপ্ট ডেভলপারস, মোবাইল অ্যাপ ডেভেলপার দের চাকরির জন্য অফার করে | এখানে আপনি ফুলটাইম, পার্ট টাইম ও রিমোট জবের জন্য আবেদন করতে পারেন আপনার সময়ের সাথে কমিটমেন্ট রেখে |
ফ্রিল্যান্স ডিজাইনের চাকরি (Freelance Design Jobs)
1. 99ডিজাইনস (99designs)
99 ডিজাইন হলো গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি ফ্রীল্যান্স প্ল্যাটফর্ম (freelancing platform) | যেখানে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, অ্যাপ লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর ইত্যাদি কাজে বিভাগ প্রধান করা হয় | এখানে ক্লায়েন্টরা তাদের কাজের জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকেন | যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কাজগুলি জমা দেন | এখান থেকে একজনকে সিলেট করা হয় প্রতিযোগী সেরা হিসেবে | এখানে লেভেল আপ এর একটি ব্যবস্থা রয়েছে কাজের উপর ভিত্তি করে |
2. ইনভাটো স্টুডিও (Invato Studio)
Invato Studio হল ডিজাইনার এবং ডেভেলপার দের একটি প্ল্যাটফর্ম (freelance web design jobs for beginners) | এখানে আপনি লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন ইত্যাদি কাজ করতে পারবেন | এই সাইটটি নতুনদের (beginners) জন্য খুবই একটি ভাল সাইট |
3. ড্রিবল (Dribble)
বিগেনার হিসেবে যারা ফ্রিল্যান্সিং (Beginners found freelancing job) এর কাজ খুঁজছেন তাদের জন্য হচ্ছে একটি উপযোগী প্ল্যাটফর্ম | এখানে আপনি খুব সহজেই নিয়োগকর্তাদের সাথে আপনার ডিজাইন শেয়ার করতে পারবেন এবং আপনার কাজের জন্য তাদের কাছে আবেদন করতে পারবেন | এখানে UI এবং UX ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন ইত্যাদি প্রকল্পের কাজ হয়ে থাকে |
ফ্রিল্যান্স ডেভেলপারদের চাকরি (Freelance Developers Jobs)
1.এঞ্জেল লিস্ট (Angel List)
এঞ্জেল লিস্ট হল স্টার্টআপ ডেভলপারদের জন্য একটি উপযোগী প্ল্যাটফর্ম (freelancing websites for beginners) | এই ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনি ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট এর জব পেতে পারেন |
2. Gun.io
Gan.io হল একটি প্রফেশনাল ফ্রিল্যান্সারদের প্ল্যাটফর্ম (best freelance websites for beginners) | এই ওয়েবসাইটের দুই ধরনের পদ্ধতি রয়েছে, এখানে কোম্পানি এবং ডেভলপারস উভয়ই চাকরির জন্য আবেদন করতে পারেন |
3. Storetasker
Storetasker হচ্ছে ফ্রিল্যান্সারদের একটি প্ল্যাটফর্ম (Freelance platform)| এখানে খুব সহজে একজন ডেভলপার তার কাজের জন্য অনুসন্ধান করতে পারেন |
4. কোডেবল (Codeable)
Codeable প্লাটফরমটি (Platforms) আপনাকে সাহায্য করবে চাকরি খুঁজে পেতে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে |
5. Gigster
Gigster প্লাটফরমটি ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার ডেভলপারদের চাকরি খুঁজে পেতে সাহায্য করে (freelance web developer jobs for beginners) |
ফ্রিল্যান্স ভিডিও এডিটর চাকরি (Freelance Video Editors Jobs)
1. প্রোডাকশন হাব (Production Hub)
প্রোডাকশন হাব হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যেখানে ভিডিও এডিটর কাজ করতে যারা ইচ্ছুক তাদের জন্য | এখানে খুব সহজেই ভিডিও এডিটরের বিভিন্ন কাজ খুঁজে পাওয়া যায় |
2. মিডিয়া বিষ্ট্র (Media Bistro)
মিডিয়া Bistro হচ্ছে একটি ফ্রীলান্সিং জব প্ল্যাটফর্ম (freelancing job platform) ,যা বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির অফার করে থাকে এরমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাইটিং এন্ড এডিটিং |
3. মেণ্ডি (Mandy)
Mandy হচ্ছে টিভি এবং ফিল্ম প্রোডাকশনের কাজ খুঁজে পাওয়ার একটি প্ল্যাটফর্ম (platform) | এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন যার মধ্যে ভিডিও এডিটিং রয়েছে |
ফ্রিল্যান্স গ্রাফিক্স জব (Freelance Graphcis Jobs)
1. বিহানস (Behance)
Behance প্ল্যাটফর্ম এটি আপনাকে সাহায্য করবে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফুলটাইম, ফ্রিল্যান্সার হিসেবে এবং ইন্টার্নশিপ হিসেবে কাজ করতে | এখানে আপনি গ্রাফিক্স বিভিন্ন ক্যাটাগরিতে অনেক কাজ পেয়ে থাকবেন |
ফ্রিল্যান্স মার্কেটিং চাকরি (Freelance Marketing Jobs)
1. Zirtual
Zirtual মানুষকে সাহায্য করে থাকে খুব সহজে ফুলটাইম কাজ পাওয়ার জন্য | এখানে আপনার রিমোটলি কাজও করতে পারবেন | এখানে মার্কেটিং বিভাগ এ বিভিন্ন ক্যাটাগরিতে কাজ পাওয়া যায় যেমন ইমেইল মার্কেটিং, সার্চিং, প্ল্যানিং ইত্যাদি |
2. ক্লিক ওয়ার্কার (Click Worker)
ক্লিক ওয়ার্কার হচ্ছে মার্কেটারদের প্ল্যাটফর্ম (marketer platform) | এখানে আপনি কোন fees ছাড়াই খুব সহজে সাইন আপ করতে পারবেন |এখানে আপনি পিসি এবং মোবাইল ডিভাইস এ কাজ করতে পারবেন |
ভার্চুয়াল সহকারী চাকরি (Virtual Assistance Jobs)
1.ফেন্সি হ্যান্ডস (Fancy Hands)
ফেন্সি হ্যান্ডস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবের অফার করে থাকে ইউএস এর জন্য | এখানে আপনি ডাটা এন্ট্রি, ফুড ডেলিভারি, কল সেন্টার, জেনারেট এ লিড ইত্যাদি সেক্টরে কাজ করতে পারবেন |
ফ্রিল্যান্স লেখার চাকরি (Freelance Writing Jobs)
1 .ব্লগিং প্র (Blogging Pro)
ব্লগিং প্র ওয়েবসাইটে আপনি কনটেন্ট রাইটিং, কন্টাক্ট এডিটিং, টেকনিকাল রাইটিং ইত্যাদি বিষয়ে কাজ করতে পারেন | এটি হচ্ছে একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি খুব সহজেই আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারেন |
2. প্র ব্লগার (Pro Blogger)
Pro Blogger ফ্রিল্যান্সারদের ঘরে বসে কপিরাইটিং, ব্লগ রাইটিং, আর্টিকেল রাইটিং সহ আরো অনেক কাজ খুঁজে পেতে সাহায্য করে |
3. Due
Due হচ্ছে টেকনিক্যাল রাইটার দের জন্য একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম (freelancing platform) |
4. ফ্রীলান্স রাইটিং (Freelance Writing)
ফ্রীলান্স রাইটিং হচ্ছে রাইটিং জব এর একটি মাধ্যম ফ্রিল্যান্সারদের জন্য | এখানে আপনি খুব সহজেই আপনার জবাব টাইপ ফিল্টার করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন (best freelancing platform for beginners) |
5. টেক্সট ব্রোকার (Text Broker)
টেক্সট ব্রোকার হচ্ছে একটি সাইট যেখানে আপনার কনটেন্ট রাইটিং করে অর্থ উপার্জন করতে পারেন |আপনি যদি রাইটিং মাত্র ক্যারিয়ার শুরু করেন, তাহলে টেক্সট ব্রোকার আপনাকে এই টপিকের উপর একটি অপরচুনিটি দিয়ে থাকবেন |
ফ্রিল্যান্স টেস্টিং চাকরি (Freelance Testing Jobs)
1. Testbirds
Testbirds হচ্ছে এমন একটি সাইট যা আপনাকে ওয়েবসাইট বা অ্যাপ টেস্টিং করার সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজ পেতে সাহায্য করে |
2. ইউজার ফিল (User Feel)
ইউজার ফিল সাইটটি একাধিক বাসায় ওয়েবসাইট টেস্টিং করার জব অফার করে থাকেন |
সুতরাং আপনি যদি ফ্রিল্যান্সিং বিগেনার নতুন হয়ে থাকেন তাহলে উপরে উল্লেখিত প্ল্যাটফর্ম গুলো (Best Freelancing Platform For Beginners) থেকে আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং এ বিভিন্ন ধরনের জব পেতে পারেন | এবং এখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারেন |
0 মন্তব্যসমূহ