Best Freelancing Platform For Beginners 2022


Best Freelancing Platform For Beginners 2022
Best Freelancing Platform For Beginners 2022

Best Freelancing Platform For Beginners (2022)--নতুনদের জন্য সেরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলি 


Best Freelancing Platform For Beginners–আপনি কি একজন ফ্রিল্যান্সার ? আপনার কি ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন হয়েছে ? আপনি কি ফ্রিল্যান্সিং করে কাজ করার জন্য ভালো ভালো ফ্রীলান্সিং প্লাটফর্ম বা ওয়েবসাইট (Freelancing Platform or website) খুঁজছেন ? ফ্রিল্যান্সিং প্লাটফর্ম হচ্ছে এমন একটি স্থান যেখানে আপনি আপনার নিজের জন্য অর্থ উপার্জন করতে পারবেন, কোন কোম্পানিতে চাকরি করার পরিবর্তে | এবং এ ফ্রিল্যান্সিং প্লাটফর্মে (freelance platform)  ফ্রিল্যান্সাররা একটা বড় পরিসরে কাজের সন্ধান করতে পারে | 

ফ্রিল্যান্সিংয়ে আপনি কি একজন বিগেনার (beginners)  ? তাহলে অনলাইনে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম (freelancing platform) গুলি হল আপনার জন্য অনলাইনে অর্থ উপার্জনের একটি সহজ উপায় | 


Best Freelancing Platform For Beginners (2022)


নতুনদের জন্য সেরা কয়েকটি ফ্রীলান্সিং প্লাটফর্ম (Best Freelancing Platform For Beginners) এর হ্যান্ড পিক তালিকা নিচে দেয়া হল–

প্রথমে নিচে ফ্রীলান্স জবস (freelance jobs) এর ক্যাটাগরি গুলো দেওয়া হল

সাধারণ ফ্রিল্যান্স চাকরি (General Freelance Jobs)


  • এসইও চাকরি (SEO Jobs)
  • ফ্রিল্যান্স ডিজাইন এবং ডেভেলপারের চাকরি (Freelance Design And Developer Jobs)
  • ফ্রিল্যান্স ডিজাইনের চাকরি (Freelance Design Jobs)
  • ফ্রিল্যান্স ডেভেলপারদের চাকরি (Freelance Developers Jobs)
  • ফ্রিল্যান্স ভিডিও এডিটর চাকরি (Freelance Video Editors Jobs)
  • ফ্রিল্যান্স গ্রাফিক্স জব (Freelance Graphcis Jobs)
  • ফ্রিল্যান্স মার্কেটিং চাকরি (Freelance Marketing Jobs)
  • ভার্চুয়াল সহকারী চাকরি (Virtual Assistance Jobs)
  • ফ্রিল্যান্স লেখার চাকরি (Freelance Writing Jobs)
  • ফ্রিল্যান্স টেস্টিং চাকরি (Freelance Testing Jobs)


ফ্রীলান্স জবস এর ক্যাটাগরি অনুযায়ী নতুনদের জন্য বেস্ট ফ্রীলান্সিং প্লাটফর্ম (Best Freelancing Platform For Beginners (2022)) গুলি হচ্ছে –


সাধারণ ফ্রিল্যান্স চাকরি (General Freelance Jobs)


1.আপওয়ার্ক (Upwork


নতুনদের জন্য ফ্রিল্যান্সিংয়ে জব পাওয়ার একটি ভালো ওয়েবসাইট ( Beginners freelance website)  হচ্ছে আপওয়ার্ক | আপওয়ার্কে সাধারণ ফ্রীলান্স জব গুলো পাওয়া যায় | যেমন– আইটি, একাউন্টিং, অনুবাদ, নেটওয়ার্কিং ইত্যাদি | 


আপনি যদি ক্লায়েন্টের কাছে আনলিমিটেড কাজের প্রস্তাব পাঠাতে চান নতুন হিসেবে তাহলে আপনার জন্য হচ্ছে আপওয়ার্ক | আপনি যখন এখানে নতুন একটি কাজ পাবেন তখন আপনার কাছ থেকে মাত্র 20 শতাংশ রিচার্জ করবে | তাই নতুনদের (beginners) জন্য এটা খুবই বন্ধুত্বমূলক একটি ওয়েবসাইট | 


2. টপটাল (Toptal)


ডক্টর নেটওয়ার্কটি মূলত প্রোডাক্ট ম্যানেজার, ফিন্যান্স এক্সপার্টদের একটি নেটওয়ার্ক | এখান থেকে আপনি স্বাস্থ্যসেবা, ই-কমার্স ব্যাংকিং সহ আরো বিভিন্ন বিভাগে চাকরি খুঁজে পেতে পারেন | এখানে কাজ করার পূর্বে অবশ্যই তারা আপনার সম্পর্কে যাচাই-বাছাই করে নিবে | আপনার পরিচিতি সম্পর্কে সম্পূর্ণ ভাবে জেনে নেবে | বেশিরভাগ কোম্পানিগুলো তাদের ফ্রীলান্স ওয়ার্কার নিয়োগ দেওয়ার জন্য টপটাল  বিজ্ঞাপন দিয়ে থাকেন |


3. ফাইবার (Fiverr


Fiverr হল নতুনদের জন্য একটি সেরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম (freelancing platform) | আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং কাজ পাওয়াটা খুব সহজ হয়ে যায় ফাইবার এর মাধ্যমে | এখানে আপনি ডিজিটাল মার্কেটিং, এসইও, ভিডিও অডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ফ্রিল্যান্সিং কাজ রয়েছে | কিন্তু এখানে কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে ফাইবারে কিভাবে ব্যবহার করতে হয় | এখানে আপনি আপনার একটি পোর্টফোলিও সুন্দর করে তৈরি করতে পারেন নতুন হিসাবে ভাল কাজ পাওয়ার জন্য | 


4. ফ্রিল্যান্সার (Freelancer)


ফ্রিল্যান্সার প্লাটফর্মে ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, প্রডাক্ট সার্চিং, একাউন্টিং, ট্রানসলেশন, হিউম্যান রিসোর্স ইত্যাদি কাজ পাওয়া যায় | ফ্রিল্যান্সার আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করে লগইন করবেন তখন আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে চারটি কাজের আবেদন করতে পারবেন | নতুনদের জন্য এ প্লাটফর্ম থেকে কাজ পাওয়া খুবই সহজ | এখানে কাজের সম্পূর্ণ বর্ণনা আগে থেকে দেওয়া থাকে | তাই আপনি নতুন হিসেবে প্রথমে সম্পূর্ণ কাজটি পরে যদি বুঝতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন |


5. গুরু (Guru


গুরুপ প্ল্যাটফর্মটির (Platform) হচ্ছে নতুনদের জন্য ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি ভালো ওয়েবসাইট (Website) | এখানে নতুনদের জন্য সুন্দর করে প্রোফাইল তৈরি করার একটি অপশন রয়েছে | এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং, এসইও, অ্যাডমিনিস্ট্রেশন, কনটেন্ট রাইটিং ইত্যাদি জব করার সুবিধা রয়েছে |


6. পিপল পার আওয়ার (People Per Hour


পিপল পার আওয়ার ফ্রিল্যান্সিং প্লাটফরমটি একটি UK-Base ওয়েবসাইট | এখানে নতুন ফ্রিল্যান্সাররা তাদের প্রতিভা প্রকাশ করার একটি একটি সুযোগ পায় | এবং এখানে নতুনদের জন্য নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে কাজ পাওয়াটা খুবই সহজ হয়ে যায় | এখানে কাজের জন্য নিয়োগ দেওয়া হয় ঘন্টা প্রতি |


7. Servicescape 


Servicescape হল স্টার্টআপ এবং এস এম বি গুলির সাথে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম | নতুনদের জন্য এটি একটি ভাল প্ল্যাটফর্ম | এখানে ট্রানসলেশন, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং ইত্যাদি সেক্টরে কাজ পাওয়া যায় | 


8. ক্লাউড পিপস (Cloud Peeps)

ক্লাউড পিপস মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, কপিরাইটিং, ইমেইল মার্কেটিং ইত্যাদি সম্পর্কিত কাজ কাজের প্রতি বেশি ফোকাস দিয়ে থাকেন | এখানে অনেক পেশাদার ফ্রিল্যান্সার রয়েছে যারা খুব ভালো কাজ করছে এখান থেকে | নতুন হিসেবে আপনি এখান থেকে এই সমস্ত কাজ করতে পারেন খুব সহজে | 

9. হাবস্টাফ ট্যালেন্ট (Hubstaff Talent)

এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে ফুলটাইম কাজ করতে সক্ষম করে তুলবে এবং ঘণ্টাপ্রতি চুক্তিতে | এখানে আপনি হেল্প ডেক্স ম্যানেজার, প্রোডাক্ট মার্কেটিং, অ্যাকাউন্ট ম্যানেজার ইত্যাদি পদে চাকরি খুঁজে পেতে পারেন | এখানে কাজ করার জন্য প্রথমে আপনি আপনার অভিজ্ঞতাগুলোর দিয়ে প্রোফাইল সুন্দরভাবে সাজিয়ে নিবেন | তারপর কেউ যদি আপনার প্রোফাইল দেখে আপনার সাথে কাজ করতে ইচ্ছুক হয় তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে |

10. ট্রল্যান্সার (Trulancer)

এটি এমন একটি প্লাটফর্ম যেখানে ফ্রিল্যান্সার এবং নিয়োগকর্তা একসাথে কাজ করার জন্য সুযোগ পেয়ে থাকেন | এখানে নতুনরা ঘরে বসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং ইত্যাদি কাজ করার সুযোগ পেয়ে থাকেন | 


এসইও চাকরি (SEO Jobs)


1.এসইও ক্লার্ক (SEO Clerk)


এসইও ক্লার্ক ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম SEO Clerk Platform) শুধুমাত্র বিশেষভাবে এসইও কাজ করার জন্য তৈরি করা হয়েছে | এখানে আপনি অনপেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংক, মার্কেটিং ইত্যাদি বিষয়ে কাজ করতে পারবেন এসইও রিলেটেড | এটি আপনাকে কাজ ফিল্টার করার জন্য প্রাইস, স্তর দ্বারা  করতে সক্ষম করে | 


2. Justremote.co


জাস্ট রিমোট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি দূরবর্তী কাজগুলি খুব সহজে আপনার কাছে অ্যাক্সেস পেতে পারেন ও এই কাজগুলি কোথাও এডভারটাইস করা হয় না | এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি খুব সহজেই রিমোট কাজ করতে পারেন এবং এখানে অর্ডার সরঞ্জামগুলি ব্যবহার করতে পারেন |


3. কনকার (Konker)


এটি হলো এসিওকে ফোকাস করে তৈরি করা একটি প্ল্যাটফর্ম (Platform) | এখানে আপনি ইউটিউব এসইও, কিওয়ার্ড রিসার্চ, সাইট অপটিমাইজেশন সহ ব্যাকলিংক তৈরি করা, মার্কেটিং তৈরীর জন্য আবেদন ইত্যাদি বিষয়ে কাজ করতে পারবেন | এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবে কাজ করার সুযোগ রয়েছে | 


ফ্রিল্যান্স ডিজাইন এবং ডেভেলপারের চাকরি (Freelance Design And Developer Jobs)


1. সলিড গিগস (Solidgigs)


এখানে নতুনরা কোন ঝামেলা ছাড়াই খুব সহজে ইন্টারভিউতে একসেস পেতে পারে | এই প্লাটফর্মে নতুনদের জন্য অ্যাডমিনিস্ট্রেটর, গেস্ট ব্লগার, মেডিয়া কনসালটেন্ট ইত্যাদি কাজ খুঁজে পেতে সাহায্য করে | এই সাইটটি সর্বোত্তম চেষ্টা করে আপনাকে কাজ খুঁজে দিতে |


2. 10x ম্যানেজমেন্ট (10x Management


10x ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা এজেন্সি যারা ডেভলপারস, ডিজাইনার এবং Coders দের চাকরি খুঁজে পেতে সহায়তা করে | আপনি যখন এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সাহায্য পেয়ে থাকবেন রিপ্রেজেন্টিভ দের কাছ থেকে | এবং এখানে কাজ করার পরে আপনার আপনাদের কাজে প্রাপ্ত অর্থ পেয়ে যাবেন খুব সহজে |


3. Smashing Magazine


Smashing Magazine হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইউ এক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ডেভেলপার্স ,জাভাস্ক্রিপ্ট ডেভলপারস, মোবাইল অ্যাপ ডেভেলপার দের চাকরির জন্য অফার করে | এখানে আপনি ফুলটাইম, পার্ট টাইম ও রিমোট জবের জন্য আবেদন করতে পারেন আপনার সময়ের সাথে কমিটমেন্ট রেখে |


ফ্রিল্যান্স ডিজাইনের চাকরি (Freelance Design Jobs)


1. 99ডিজাইনস (99designs


99 ডিজাইন হলো গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি ফ্রীল্যান্স প্ল্যাটফর্ম (freelancing platform) | যেখানে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, অ্যাপ লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর ইত্যাদি কাজে বিভাগ প্রধান করা হয় | এখানে ক্লায়েন্টরা তাদের কাজের জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকেন | যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কাজগুলি জমা দেন | এখান থেকে একজনকে সিলেট করা হয় প্রতিযোগী সেরা হিসেবে | এখানে লেভেল আপ এর একটি ব্যবস্থা রয়েছে কাজের উপর ভিত্তি করে | 

2. ইনভাটো স্টুডিও (Invato Studio

Invato Studio হল ডিজাইনার এবং ডেভেলপার দের একটি প্ল্যাটফর্ম (freelance web design jobs for beginners) | এখানে আপনি লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন ইত্যাদি কাজ করতে পারবেন | এই সাইটটি নতুনদের (beginners) জন্য খুবই একটি ভাল সাইট | 

3. ড্রিবল (Dribble)

বিগেনার হিসেবে যারা ফ্রিল্যান্সিং (Beginners found freelancing job) এর কাজ খুঁজছেন তাদের জন্য হচ্ছে একটি উপযোগী প্ল্যাটফর্ম | এখানে আপনি খুব সহজেই নিয়োগকর্তাদের সাথে আপনার ডিজাইন শেয়ার করতে পারবেন এবং আপনার কাজের জন্য তাদের কাছে আবেদন করতে পারবেন | এখানে UI এবং UX ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন ইত্যাদি প্রকল্পের কাজ হয়ে থাকে |

ফ্রিল্যান্স ডেভেলপারদের চাকরি (Freelance Developers Jobs)


1.এঞ্জেল লিস্ট (Angel List


এঞ্জেল লিস্ট হল স্টার্টআপ ডেভলপারদের জন্য একটি উপযোগী প্ল্যাটফর্ম (freelancing websites for beginners) | এই ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনি ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট এর জব পেতে পারেন |


2. Gun.io

Gan.io হল একটি প্রফেশনাল ফ্রিল্যান্সারদের প্ল্যাটফর্ম (best freelance websites for beginners) | এই ওয়েবসাইটের দুই ধরনের পদ্ধতি রয়েছে, এখানে কোম্পানি এবং ডেভলপারস উভয়ই চাকরির জন্য আবেদন করতে পারেন |

3. Storetasker 

Storetasker হচ্ছে ফ্রিল্যান্সারদের একটি প্ল্যাটফর্ম (Freelance platform)| এখানে খুব সহজে একজন ডেভলপার তার কাজের জন্য অনুসন্ধান করতে পারেন | 

4. কোডেবল (Codeable) 

Codeable প্লাটফরমটি (Platforms) আপনাকে সাহায্য করবে চাকরি খুঁজে পেতে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে | 

5. Gigster 

Gigster প্লাটফরমটি ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার ডেভলপারদের চাকরি খুঁজে পেতে সাহায্য করে (freelance web developer jobs for beginners) |

ফ্রিল্যান্স ভিডিও এডিটর চাকরি (Freelance Video Editors Jobs)


1. প্রোডাকশন হাব (Production Hub) 


প্রোডাকশন  হাব হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যেখানে ভিডিও এডিটর কাজ করতে যারা ইচ্ছুক তাদের জন্য | এখানে খুব সহজেই ভিডিও এডিটরের বিভিন্ন কাজ খুঁজে পাওয়া যায় |


2. মিডিয়া বিষ্ট্র (Media Bistro)


মিডিয়া Bistro হচ্ছে একটি ফ্রীলান্সিং জব প্ল্যাটফর্ম (freelancing job platform) ,যা বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির অফার করে থাকে এরমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাইটিং এন্ড এডিটিং |


3. মেণ্ডি (Mandy

Mandy হচ্ছে টিভি এবং ফিল্ম প্রোডাকশনের কাজ খুঁজে পাওয়ার একটি প্ল্যাটফর্ম (platform) | এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন যার মধ্যে ভিডিও এডিটিং রয়েছে | 

ফ্রিল্যান্স গ্রাফিক্স জব (Freelance Graphcis Jobs)


1. বিহানস (Behance)


Behance প্ল্যাটফর্ম এটি আপনাকে সাহায্য করবে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফুলটাইম, ফ্রিল্যান্সার হিসেবে এবং ইন্টার্নশিপ হিসেবে কাজ করতে | এখানে আপনি গ্রাফিক্স  বিভিন্ন ক্যাটাগরিতে অনেক কাজ পেয়ে থাকবেন |


ফ্রিল্যান্স মার্কেটিং চাকরি (Freelance Marketing Jobs)


1. Zirtual


Zirtual মানুষকে সাহায্য করে থাকে খুব সহজে ফুলটাইম কাজ পাওয়ার জন্য | এখানে আপনার রিমোটলি কাজও করতে পারবেন | এখানে মার্কেটিং বিভাগ এ বিভিন্ন ক্যাটাগরিতে কাজ পাওয়া যায় যেমন ইমেইল মার্কেটিং, সার্চিং, প্ল্যানিং ইত্যাদি |

2. ক্লিক ওয়ার্কার (Click Worker

 ক্লিক ওয়ার্কার হচ্ছে মার্কেটারদের প্ল্যাটফর্ম (marketer platform) | এখানে আপনি কোন fees ছাড়াই খুব সহজে সাইন আপ করতে পারবেন |এখানে আপনি পিসি এবং মোবাইল  ডিভাইস এ কাজ করতে পারবেন |

ভার্চুয়াল সহকারী চাকরি (Virtual Assistance Jobs)


1.ফেন্সি হ্যান্ডস (Fancy Hands


ফেন্সি হ্যান্ডস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবের অফার করে থাকে ইউএস এর জন্য | এখানে আপনি ডাটা এন্ট্রি, ফুড ডেলিভারি, কল সেন্টার, জেনারেট এ  লিড ইত্যাদি সেক্টরে কাজ করতে পারবেন |


ফ্রিল্যান্স লেখার চাকরি (Freelance Writing Jobs)

1 .ব্লগিং প্র (Blogging Pro

ব্লগিং প্র ওয়েবসাইটে আপনি কনটেন্ট রাইটিং, কন্টাক্ট এডিটিং, টেকনিকাল রাইটিং ইত্যাদি বিষয়ে কাজ করতে পারেন | এটি হচ্ছে একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি খুব সহজেই আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারেন |

2. প্র ব্লগার (Pro Blogger)

Pro Blogger ফ্রিল্যান্সারদের ঘরে বসে কপিরাইটিং, ব্লগ রাইটিং, আর্টিকেল রাইটিং সহ আরো অনেক কাজ খুঁজে পেতে সাহায্য করে |

3. Due 

Due হচ্ছে টেকনিক্যাল রাইটার দের জন্য একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম (freelancing platform) |

4. ফ্রীলান্স রাইটিং (Freelance Writing)

ফ্রীলান্স রাইটিং হচ্ছে রাইটিং জব এর একটি  মাধ্যম ফ্রিল্যান্সারদের জন্য | এখানে আপনি খুব সহজেই আপনার জবাব টাইপ ফিল্টার করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন (best freelancing platform for beginners) |

5. টেক্সট ব্রোকার (Text Broker)

টেক্সট ব্রোকার হচ্ছে একটি সাইট যেখানে আপনার কনটেন্ট রাইটিং করে অর্থ উপার্জন করতে পারেন |আপনি যদি  রাইটিং মাত্র ক্যারিয়ার শুরু করেন, তাহলে টেক্সট ব্রোকার আপনাকে এই টপিকের উপর একটি অপরচুনিটি দিয়ে থাকবেন |

ফ্রিল্যান্স টেস্টিং চাকরি (Freelance Testing Jobs)


1. Testbirds

Testbirds হচ্ছে এমন একটি সাইট যা আপনাকে ওয়েবসাইট বা অ্যাপ টেস্টিং করার সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের কাজ পেতে সাহায্য করে | 

2. ইউজার ফিল (User Feel)

ইউজার ফিল সাইটটি একাধিক বাসায় ওয়েবসাইট টেস্টিং করার জব অফার করে থাকেন | 

সুতরাং আপনি যদি  ফ্রিল্যান্সিং বিগেনার নতুন হয়ে থাকেন তাহলে উপরে উল্লেখিত প্ল্যাটফর্ম গুলো (Best Freelancing Platform For Beginners) থেকে আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং এ বিভিন্ন ধরনের জব পেতে পারেন | এবং এখান থেকে খুব ভালো একটা আর্নিং করতে পারেন | 


 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ