best cpa marketing site for bangladesh |
Best CPA Marketing Site For Bangladesh–বাংলাদেশের জন্য সেরা সিপিএ মার্কেটিং সাইট
আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই | আমি আজকে আপনাদের সাথে খুবই একটি ইন্টারেস্টেড বিষয় নিয়ে কথা বলবো | আর তা হল বাংলাদেশের সেরা কয়েকটি সিপিএ মার্কেটিং সাইট(Best CPA Marketing Site For Bangladesh) সম্পর্কে আপনাদেরকে ধারণা দেয়ার চেষ্টা করব | আপনারা অনেকেই অনেক সময় ইউটিউব, ফেসবুক বা গুগোল সার্চ করে সিপিএ মার্কেটিং(cpa marketing) সম্পর্কে শুনেছেন | এবং এটাও শুনেছেন সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম (cpa marketing online income)করা যায় | অনেক ফ্রীলান্সিং সেন্টার আছে যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং সম্পর্কে টাকার বিনিময় কোর্স করানো হয় | চলুন প্রথমে আমরা জেনে নেই সিপিএ মার্কেটিং(cpa marketing) কাকে বলে এবং তারপর আমি সিপিএ মার্কেটিং সাইট(cpa marketing sites) সম্পর্কে আলোচনা করব |
সিপিএ মার্কেটিং কাকে বলে ? (what is cpa marketing)
সি পি এ(cpa) এর ফুল মিনিং হলো কষ্ট পার একশন (cost per action) | আর মার্কেটিং অর্থ হচ্ছে প্রচার করা | অর্থাৎ সিপিএ মার্কেটিং(cpa marketing) মানে হল, আমরা যখন কোন একটি প্রোডাক্ট বা সেবার লিংক কোথাও শেয়ার বা প্রচার(marketing) করি এবং আমাদের সেই শেয়ারকৃত লিংক থেকে যদি কেউ ক্লিক করে কোন প্রোডাক্ট ক্রয় করে তাহলে আমরা সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাব |
এই সিপিএ মার্কেটিং(cpa marketing) করার জন্য অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে | আপনি চাইলে ইন্টার্নেশনালি যে কোন প্লাটফর্মে কাজ করতে পারেন | কিন্তু আমাদের বাংলাদেশে এমন অনেক ভালো ভালো সিপিএ মার্কেটিং সাইট রয়েছে(Best CPA Marketing Site For Bangladesh) যার মাধ্যমে আমরা খুব সহজেই টাকা ইনকাম করতে পারি | আর বাংলাদেশি সিপিএ মার্কেটিং সাইটগুলোতে কাজ (cpa marketing site work)করার একটি বড় সুবিধা হল, এখানে টাকা উত্তোলন করার প্রক্রিয়া টা আমাদের জন্য খুব সহজ হয় অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় |
1. সহজ অ্যাফিলিয়েট (Shohoj Affiliate)
সহজ অ্যাফিলিয়েট হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম(best affiliate websites in bangladesh) | এটিকে বাংলা ভাষায় অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাটফর্মে বলা হয় | এখান থেকে আপনি খুব সহজেই সিপিএ মার্কেটিং করে টাকা ইনকাম(cpa marketing income) করতে পারবেন | এখানে কাজ শুরু করার জন্য আপনার কোন টাকা পয়সার প্রয়োজন হবে না | আপনি শুধু তাদের গাইডলাইন গুলো step-by-step ফলো করেই এখানে কাজ করতে পারবেন | এখান থেকে মাত্র 500 টাকা হলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন | আপনি যখন একাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার দেশ বোর্ডে আপনি অনেকগুলো পণ্যের লিংক এবং বিস্তারিত বিবরণ দেখতে পাবেন | কোন পণ্য কতটা সেল হচ্ছে তা আপনি খুব সহজে এখান থেকে জানতে পারবেন | এবং আপনার প্রয়োজন মত প্রোডাক্ট নিয়ে আপনি এখানে সিপিএ মার্কেটিং(cpa marketing) এর কাজ করতে পারবেন | এছাড়া এখানে একটি বড় সুবিধা হচ্ছে আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে তাদের মেন্টর এর মাধ্যমে দিক নির্দেশনা পেয়ে থাকবেন | এখানে লেভেল সিস্টেম রয়েছে | আপনি আপনার কাজের মাধ্যমে আপনার লেভেল এখানে বাড়াতে পারেন |
2. বিডি শপ (BD Shop)
বিডি শপ হচ্ছে বাংলাদেশের আরেকটি অন্যতম সিপিএ মার্কেটিং/ এফিলিয়েট মার্কেটিং সাইট(best cpa site for bangladesh) | বিডি শপে আপনি 3 শতাংশ থেকে 7 শতাংশ পর্যন্ত অ্যাফিলিয়েট কমিশন পেতে পারেন | এখানেও লেভেল সিস্টেম রয়েছে | পাঁচটি ধাপে আপনি আপনার লেভেলকে আপগ্রেড করতে পারেন | বিডি শপ সিপিএ মার্কেটিং(cpa marketing) করার জন্য অনেক প্রডাক রয়েছে | আপনি তাদের ক্যাটাগরির মধ্যে যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন | আপনার শেয়ারকৃত লিংকের ভ্যালিড থাকবে 30 দিন পর্যন্ত | আর এই 30 দিনের মধ্যে কোন গ্রাহক যদি আপনার লিংকে ক্লিক করে তাদের প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন | এখান থেকে আপনি প্রতি সাপ্তাহে পেমেন্ট উত্তোলন করতে পারবেন বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অথবা ক্যাশ এর মাধ্যমে নিতে পারেন যদি আপনি তাদের কাছে রিকোয়েস্ট করেন | তাদের কাছ থেকে আপনি সরাসরি মার্কেটিং(marketing) যে কোন আইডিয়া নিতে পারেন | এখানে আপনাদের ব্যালেন্স 1000 টাকা হলে উত্তোলন করতে পারবেন|
3. স্বপ্ন বাড়ি (Shopnobari)
সিপিএ মার্কেটিং(cpa marketing) এর আরেকটি সাইট হচ্ছে স্বপ্ন বাড়ি | এখানে অ্যাকাউন্ট তৈরি করা একদম ফ্রি | একান্তই করার পর প্রথমে এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে | এখানে আপনি দুইভাবে টাকা ইনকাম করতে পারবেন | রেফারাল করে এবং তাদের প্রোডাক্ট প্রমোট করে(affiliate marketing platforms in bangladesh) |
রেফারাল প্রোগ্রাম– তাদের রেফারেল সিস্টেম হচ্ছে, আপনি আপনার রেফারেল লিংক টি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন | এবং কেউ যদি আপনার এই লিংকের মাধ্যমে এসে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ রেজিস্ট্রেশন করে, ও সেখানে এখান থেকে কোন কিছু ক্রয় করে থাকে তাহলে আপনি সেই ক্রয়কৃত পণ্যের 20 পার্সেন্ট কমিশন পাবেন |
প্রডাক্ট প্রমোট– তাদের এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে | আপনি তাদের সে প্রোডাক্টগুলো মার্কেটিং(marketing) করার মাধ্যমে যদি সেল করতে পারেন, তাহলে সেই সেল থেকে আপনি কমিশন পাবেন |
4. সহজ সেল (Shohoz Sell)
এই প্লাটফর্ম অনলাইনের একটি ই-কমার্স ওয়েবসাইট | এখানে অনেক ধরনের সিপিএ মার্কেটিং প্রোডাক্ট (cpa marketing products)বিক্রি করা হয় | আপনি তাদের এই সমস্ত প্রোডাক্ট এর সিপিএ মার্কেটিং(cpa marketing site) করার মাধ্যমে টাকা ইনকাম(make money with cpa) করতে পারবেন | এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর, আপনার এফিলিয়েট লিংক টি শেয়ার করে তাদের পণ্য বিক্রি করার মাধ্যমে আপনি এখান থেকে কমিশন পাবেন | আপনার প্রতিটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক(affiliate marketing link) এর কার্যকারিতা 30 দিন পর্যন্ত থাকবে | আরে 30 দিনের মধ্যে কেউ যদি আপনার এই লিংকের মাধ্যমে ক্লিক করে পণ্য ক্রয় করেন তাহলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন(best affiliate site in bangladesh) |
5. Jhakkash
ঝাক্কাস ও একটি ই-কমার্স প্লাটফর্ম | এই প্ল্যাটফর্মেও আপনি বাংলাদেশ থেকে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের(top affiliate websites in bangladesh) সুযোগ রয়েছে | এখানে হাজার হাজার পণ্য রয়েছে | আপনি এই সমস্ত পণ্য বিক্রি করার মাধ্যমে এখান থেকে একটা পরিমাণ কমিশন আর্নিং করতে পারবেন | এখানে সিপিএ মার্কেটিং এ কাজ(cpa marketing work) করতে হলে প্রথমে আপনাকে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ সাইন আপ করতে হবে | এখানে কাজ করে আপনি টেন পার্সেন্ট পর্যন্ত কমিশন নিতে পারেন | আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণে এমাউন্ট যখন জমা হয়ে যাবে, তখন(Then) আপনি খুব সহজে এখান থেকে বাংলাদেশি বিভিন্ন মাধ্যমে থেকে টাকা উত্তোলন করতে পারবেন |
পরিশেষে বলা যায়, আপনি যদি একজন সিপিএ মার্কেট হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি বাংলাদেশের সমস্ত সিপিএ মার্কেটিং সাইট(Best CPA Marketing Site For Bangladesh) গুলো থেকে কাজ করে টাকা ইনকাম করতে পারেন |
সবচেয়ে সেরা সোশ্যাল মিডিয়া সাইট এবং প্লাটফর্ম সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন
1. সহজ অ্যাফিলিয়েট (Shohoj Affiliate)
2. বিডি শপ (BD Shop)
0 মন্তব্যসমূহ