Bangla Bhuter Golpo Online Reading__বাংলা ভুতের গল্প

 

Bangla Bhuter Golpo Online Reading
bangla bhuter golpo online reading

Bangla Bhuter Golpo Online Reading__বাংলা ভুতের গল্প ( বাস্তব ঘটনা)

Bangla Bhuter Golpo Online Reading-আমার নাম রাসেল শেখ | আমার গ্রামের বাড়ি মাদারিপুর | আমি আজকে আপনাদের একটি ভূতের গল্প শোনাবো | ঘটনাটা 2006 সালে | তখন আমি ক্লাস 6 পড়ি | গ্রামের বাড়িতেই থাকতাম মাদারীপুরে | আমাদের গ্রাম থেকে দুইটা গ্রাম পরে আমাদের বাজার | একদিন সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি আর আমার চাচাতো ভাই মিলে বাজারে গিয়েছিলাম কিছু একটা আনার জন্য | আর বাজার থেকে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল | আর গ্রামে সন্ধার পরে রাস্তাঘাটে তেমন কোনো মানুষ থাকত না | যাতায়াত ব্যবস্থা ও তেমন একটা উন্নত ছিল না | গ্রামের কাঁচা পথ দিয়ে তখন যাতায়াত করতে হতো | তাই সন্ধ্যার পর বাড়ির বাইরে তেমন কেউ থাকতো না | আমি আর আমার চাচাতো ভাই আনুমানিক তখন রাত 9 টা বাজে বাজার থেকে বাড়ির দিকে রওনা দিলাম | দুইটা গ্রাম পার হয়ে আসলাম | আর এখান থেকে আমাদের গ্রামে যাওয়ার পথটা একটু বেশি |  বাজার থেকে দুই গ্রাম পার হওয়ার পরে আমাদের গ্রামে যাওয়ার জন্য যে পথ তার মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা রয়েছে | রাস্তার দু'পাশে কোন বাড়িঘর ছিল না | পুরোপুরি ফাঁকা | আশেপাশে তাকালে শুধু খালি মাঠ | সাহস করে  2 ভাই হাঁটতে শুরু করলাম |

হাঁটতে হাঁটতে কিছুক্ষণ আসার পরে অনেক দূরে আমি দেখতে পেলাম একজন লম্বা সাদা পাঞ্জাবি পরা  লোক |  রাস্তার দুই পাশে দুইটা তাল গাছ ছিল | সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা তার দুই পা রাস্তার দুই পাশে দুই গাছের উপর দিয়ে বসে আছে | আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এটা কি | আমার চাচাতো ভাই আমার থেকে দুই বছরের বড়(Bangla Bhuter Golpo Online Reading) | সেও জিনিসটা খেয়াল করেছে | কিন্তু আমরা কেউ কাউকে কিছু বলিনি | আমি ভেবেছি ওকে বললে ও ভয় পাবে | আরো ও ভেবেছে আমাকে বললে আমি ভয় পাব | তাই  দুজনের কেউ কাউকে কিছু বলিনি | শুধু সামনের দিকে হাঁটতে শুরু করেছি |

আমার কাছে মনে হচ্ছে আমরা যত সামনে এগোচ্ছি সেটা তো আমাদের দিকে আসতেছে | কি করবো কিছুই বুঝতে পারছিলাম না | আর যাওয়ার জন্য এই একটিমাত্র রাস্তা রয়েছে | তাই কিছু না ভেবে আল্লাহর নাম মুখে নিয়ে সামনের দিকে হাটতে থাকলাম |  হঠাৎ করে কেউ একজন আমাদের দিকে টর্চ লাইট দিয়ে আলো দিচ্ছে(Bangla Bhuter Golpo) | বুঝতে পারলাম আশেপাশের কোন মানুষ আছে | তখন ছিল  ধান লাগানোর সময় | আর এই সমাধান পাহারা দেওয়ার জন্য মাঠে একজন লোক সবসময় থাকত | হয়তোবা সে আমাদের থেকে টর্চলাইট দিয়েছে | আর লাইট জ্বালানোর সাথে সাথে সেই সাদা লম্বা পাঞ্জাবি পরা লোকটি উধাও হয়ে গেছে | আর কোথাও তাকে দেখতে পাইনি |

তারপর আমরা দুইভাই বাড়ি চলে আসি এবং যে যার যার ঘরে শুয়ে পড়ি | পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার চাচাতো ভাই আমাকে জিজ্ঞাসা করে তুই গতকালকে কিছু দেখেছিস | আমি বলি হ্যাঁ | এবং সেও বলে আমিও দেখেছি কিন্তু তোকে বলিনি তুই ভয় পাবি (Bangla Bhuter Golpo)| আমিও বলি হ্যা আমি দেখেছি কিন্তু তোকে বলিনি কারণ তুই ভয় পাবে | আর আমার চাচাতো ভাই আমাকে বলে ভালো করেছিস যে বলিস নি | বললে হয়তো বা আমরা দুজনেই খুব ভয় পেতাম এবং আমাদের সাথে খারাপ কিছু হতে পারত |

সুতরাং বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে এই বাংলা ভূতের গল্পটি(Bangla Bhuter Golpo Online Reading) | আশা করছি ভালো লেগেছে | আর এটা কিন্তু একটি বাস্তব ঘটনা | তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো | 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ