কনটেন্ট রাইটার হিসেবে স্টিমিট এ আমার যাত্রা |
কনটেন্ট রাইটার হিসেবে স্টিমিট এ আমার যাত্রা ( প্রথম পর্ব )
আমি এ সাইটটি সম্পর্কে ইউটিউব থেকে জানতে পারি | এবং যেদিন ভিডিওটি দেখি ওইদিনই একাউন্ট ক্রিয়েট করি | কিন্তু এখানে কিভাবে কাজ করতে হয়, কি কি জানতে হয় তা আমি কিছুই জানিনা | আমি যখন প্রথম আমার দেশ বোর্ড ওপেন করলাম তখন আমার সামনে কতগুলো ট্রেন্ডিং কনটেন্ট শো করল | এবং পাশে বিভিন্ন কমিউনিটি দেখাচ্ছে | তখন আমি সেই কমিউনিটিগুলো ক্লিক করতে থাকলাম | এবং কনটেন্টগুলো দেখতে লাগলাম | এবং প্রথমে যে জিনিসটি বুঝতে পারলাম তা হল এখানে কাজ করতে হলে বিভিন্ন কমিউনিটি রয়েছে সেখানে সাবস্ক্রাইব করতে হবে | এখানে সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি | এবং সেই কমিউনিটির নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে | এছাড়া আপনি যদি এখানে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি নিজের কমিউনিটি নিজেই তৈরি করতে পারবেন এবং সেখানে পোস্ট করতে পারবেন | আমি এখানে একটি বাংলা কমিউনিটি দেখতে পাই | এবং বাকি সবগুলো কমিউনিটি ছিল ইংরেজি | আমি যেহেতু বাংলায় লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি কারণ আমি বাঙালি | তাই আমি সেই বাংলা ব্লগ টিতে ক্লিক করলাম | এবং তাদের কমিউনিটিতে সাবস্ক্রাইব করলাম | তাদের কমিউনিটিতে কিছু নিয়মাবলী প্রথমে একটু পরে নিলাম | এবং বুঝলাম প্রথমে এখানে আমাকে আমার পরিচয় হিসেবে একটি পোস্ট করতে হবে | এবং এই কমিউনিটিতে হচ্ছে সম্পুর্ন বাংলা ভাষায় বাঙ্গালীদের জন্য একটা ব্লগ | এবং এটাই হচ্ছে স্টিমিট একমাত্র ট্রেন্ডিং কমিউনিটি | তারপর আমি সেখানে আমার সম্পর্কে একটি পোস্ট করলাম | কিন্তু আমি তখনও জানিনা যেখানে আমার আরো কিছু জানার আছে | আমার পোস্টটি করার পরে কমিউনিটির এক মডারেটর ভাইয়া আমার পোস্টের কিছু ভুল ধরিয়ে দিলেন এবং সেগুলো সংশোধন করতে বললেন | তারপর আমার কাছে মনে হল না আমাকে আরো কিছু শিখতে হবে | তারপর আমি তাদের যতগুলো পিন পোস্ট এবং নিয়মাবলী রয়েছে তা পড়ার চেষ্টা করলাম | এবং বুঝতে পারলাম কোথাও কাজ করতে হলে সেখানকার নিয়ম সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিতে হবে | তার আমি তাদের নিয়ম অনুযায়ী একটি পরিচয়মূলক পোস্ট তৈরী করলাম | এবং সে পোস্টটি করার পরে আমি সেখান থেকে নিউ মেম্বার ব্যাচ অর্জন করলাম | তারপর আমি প্রতিনিয়ত একটি পোস্ট পড়া শুরু করলাম | এবং সাথে আরো দুইটা কমিউনিটি আছে যা হচ্ছে ইংরেজি কমিউনিটি ফটোগ্রাফি নিয়ে | আমি সেখানেও সাবস্ক্রাইব করে পোস্ট করতে শুরু করলাম | হঠাৎ একদিন পোস্ট করার সময় দেখছে আমি পোস্ট করতে পারছি না | আমার যে স্টিম পাওয়ার রয়েছে তা কম হয়ে গেছে | এবং আমি না বুঝেও বেশি করে কমেন্ট এবং বোট করে ফেলেছিলাম | যার কারণে আমার স্টিম পাওয়ার কমে যায় | কিন্তু যারা নতুন দিন শুরু করে তাদের মনে রাখতে হবে একটি কথা তা হলো প্রথম নতুন অবস্থায় কখনোই বেশি বেশি পোস্ট কমেন্ট করা যাবে না | তাহলে আপনার স্টিম পাওয়ার কমে যাবে এবং আপনার পোস্ট কমেন্ট আপডেট করার ক্ষেত্রে বাধ্যবাধকতা চলে আসবে | তাই প্রথমদিকে জরুরি প্রয়োজন ছাড়া এগুলো করতে যাবেন না | আমি কিন্তু এই বিষয়টা আগে জানতাম না যে কেন আমি পোস্ট করতে পারছি না | আমি যে কমিউনি টির কথা বলছি আমার বাংলা ব্লগ সেখানকার ভাইয়া গুলি সত্যি খুব ভালো | আমি যখন তাদের কাছে বিষয়টা জানতে চাইলাম তারা আমাকে খুব ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দিল | তারপর থেকে আমি খুব সাবধানতার সাথে পোস্ট করতাম | এবং আমার যে স্টিম পাওয়ার রয়েছে তা চেক করে পোস্ট করতাম | এবং সেই কমিউনিটি থেকে আমাদেরকে স্ট্রিম সম্পর্কে ভালভাবে বোঝার জন্য একটি স্কুল ওপেন করা হয়েছে | যেখানে আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস করানো হয় | সেখানে আমাদের স্টিম ও তাদের কমিউনিটি সকল নিয়ম কানুন সম্পর্ক খুব ভালো বুঝানো হয় | আমি যখন আজ থেকে দশ দিন আগে স্টিম ওপেন করি তখন আমি এটা সম্পর্কে কিছুই বুঝতাম না | কিন্তু এখন আমি দশ দিন পরে স্টিম সম্পর্কে খুব ভালো একটা ধারণা চলে এসেছে | আপনি স্টিম এ যে কমিউনিটিতে কাজ করেন না কেন আপনাকে প্রথমে সেখানে ভেরিফাইড মেম্বার হতে হবে | তারপর আমি আপনি সেখান থেকে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন | আমি বর্তমানে এখানে নিউ মেম্বার লেভেলে ও য়ান এ আছি | এবং আমি যখন লেভেল ফাইভ এ যাব | তখন আমি এখানকার একজন ভেরিফাইড মেম্বার হয়ে যাব |
0 মন্তব্যসমূহ