এসইও শিখে খুব সহজে উপার্জনের কিছু উপায় |
এসইও শিখে খুব সহজে উপার্জনের কিছু উপায়
গুগল এডসেন্স
আমরা সবাই গুগল এডসেন্স এর নাম শুনেছি |আমরা যারা লেখালেখি করতে ভালোবাসি এবং খুব ভালো মানের আর্টিকেল তৈরি করতে পারি তাদের জন্য গুগল এডসেন্স হচ্ছে খুবই একটি ভালো উপার্জনের মাধ্যম | আমরা যদি লেখালেখি করতে পারি তাহলে আমরা সহজে একটি ওয়েবসাইট খুলতে পারি এবং সেখানে আমাদের আর্টিকেল পাবলিশ করে গুগল এডসেন্স থেকে এপ্রুভ নিয়ে বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি | এক্ষেত্রে এসইও আমাদের উপার্জনের একটি বড় ভূমিকা রাখে | আমরা যদি এর কাজ খুব ভালোভাবে পারি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটকে বিভিন্ন কি ওয়ার্ডের মাধ্যমে রেঙ্ক করিয়ে প্রথম পেজে নিয়ে আসতে পারি | এতে করে আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক পাব যা আমাদের গুগল এডসেন্সের ইনকাম বাড়াতে সাহায্য করবে |
অ্যাফিলিয়েট মার্কেটিং
খুব সহজে এসইও শিখে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারি | আমরা যখন যে প্রডাক্ট নিয়ে কাজ করব তখন সে প্রোডাক্টের একটি লান্ডিং পেজ তৈরি করব | এবং ল্যান্ডিং পেজ এসইও করার মাধ্যমে গুগোল প্রথমে নিয়ে আসব | এতে করে যারা ওই অন্য রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন আমাদের ল্যান্ডিং পেজ টি প্রথমে চলে আসবে | এতে করে আমাদের সেলিম বেড়ে যাবে | এবং টাকা উপার্জনের একটি মাধ্যম তৈরি হবে | আমরা যদি সঠিকভাবে খুব ভালো এসইও করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি তাহলে এই সেক্টর থেকে খুব ভালো একটা এমাউন্ট ইনকাম করতে পারব | বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে |
লোকাল মার্কেটিং
বর্তমানে লোকাল মার্কেটিং এসইও চাহিদা অনেক বেশি | আমরা কিন্তু এসইও শিখে মার্কেটপ্লেস এর বাইরে আমাদের লোকাল মার্কেটে বিভিন্ন প্রতিষ্ঠানে বা ওয়েবসাইট এসইও ওয়ার্কার হিসেবে কাজ করতে পারি | লোকাল মার্কেটিংয়ে আমাদের একটি বড় সুবিধা হচ্ছে আমরা যত লোকাল মার্কেটে কাজ করব ধীরে ধীরে আমাদের চাহিদা বাড়তে থাকবে এবং আমরা অনেক বেশি কাজ করতে পারব | কারন এখন লোকাল মার্কেটেও সবাই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ওয়েবসাইট খুলে থাকেন এবং সেখানে এসইও করার জন্য বিভিন্ন দক্ষ লোক নিয়োগ করেন |
মার্কেটপ্লেস
আমরা এসইও কাজ শিখে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারি | কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ইত্যাদি| এছাড়া বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে যেখানে শুধু এসইও ভিত্তিক কাজ করা হয় |
লোকাল ব্যবসা
আমাদের অনেকেরই বিভিন্ন পণ্য বা সেবার ব্যবসা থাকে | আমরা যদি এসইও শিখতে পারি তাহলে আমরা আমাদের পণ্য বা সেবাকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রসার বৃদ্ধি করতে পারি | এতে করে আমাদের ব্যবসায় প্রয়োজনীয়তা অনেক বৃদ্ধি পাবে | এবং কাজটি যদি আমি নিজেই করতে পারি তাহলে আমাদের এক্সট্রা খরচ কমে যাবে | আমরা আমাদের পণ্য বা সেবা কে অনলাইনে যুক্ত করতে পারব |
ইন্টারন্যাশনাল প্রডাক্ট বিল্ডিং
আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন বিষয়ের উপর দক্ষ হয়ে থাকি | আমরা চাইলে আমাদের এই দক্ষতা কে ডিজিটাল প্রোডাক্ট এ পরিণত করে সেল করতে পারে | ডিজিটাল প্রোডাক্ট গুলো হল__ ই-বুক, বিভিন্ন ফটো, বিভিন্ন টিপস, ট্রাভেল গাইড ইত্যাদি | আমরা চাইলে ডিজিটাল প্রোডাক্ট গুলো খুব ভালো এসইও করার মাধ্যমে সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারি | কারণ অনলাইনে এসব ডিজিটাল প্রোডাক্ট প্রচুর হয়ে থাকে |
সিজনাল প্রোডাক্ট সেল
প্রোডাক্ট সেলের একটি সহজ উপায় হচ্ছে সিজনাল প্রোডাক্ট সেল করা | সিজনাল প্রডাক্ট হল, মনে করেন যখন আইপিএল খেলা চলে তখন অনেকেই অনলাইনে আইপিএল জার্সি কেনার জন্য সার্চ করেন| আপনি যদি অনলাইনে এসব জার্সি বিক্রি করে থাকেন তাহলে সেটা এসইও করার মাধ্যমে আপনি আপনার প্রডাক্ট কে সবার সামনে নিয়ে আসতে পারবেন | এতে করে আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে|
সুতরাং আমরা যদি খুব ভালোভাবে এসইও শিখতে পারি এবং আমার উপরে বর্ণিত উপায় গুলো ব্যবহার করতে পারি তাহলে শুধু মার্কেটপ্লেসের কাজের আশায় আমাদের বসে থাকতে হবে না | আমরা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এসইও দিয়ে টাকা উপার্জন করতে পারব |
0 মন্তব্যসমূহ