Why Is My Phone Running Slow |
Why Is My Phone Running Slow–কেন আমাদের ফোন ধীরগতির বা স্লো হয়ে যায়
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই | আমার আজকের আর্টিকেল হচ্ছে, কেন আমাদের হাতে থাকা ফোন ধীরগতির বা স্লো হয়ে যায়(Why Is My Phone Running Slow) ? বর্তমান সময় আমাদের সবার হাতেই একটি করে মুঠোফোন থাকে | আর দিন দিন এই মুঠোফোন বা মোবাইল ফোনের ব্যবহার বেড়েই চলেছে | মোবাইল ফোন ব্যবহার করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে | যেমন– পূর্বে আমাদের যদি কোথাও যোগাযোগ বা কথা বলার প্রয়োজন হতো, তাহলে এর জন্য অনেক সময় ব্যয় হতো | চাইলেই আমরা সাথে সাথে কারো সাথে যোগাযোগ করতে পারতাম না | কিন্তু বর্তমানে এই মোবাইল ফোনের কারণে আমরা সাথে সাথে যে কোন জায়গায় যোগাযোগ করতে পারছি | মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই আধুনিক এবং সহজ করে তুলেছে | তাই এখন বেশিরভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন |
আর এ মোবাইল ফোন ব্যবহার করার সময়, আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি | এ সমস্যা গুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল, মোবাইল ফোন স্লো কাজ করা(moblie phone work slow), এবং আমরা বুঝতেই পারিনা কেন আমাদের মোবাইল স্লো কাজ করছে (why is my phone slow) |
যখন আমরা নতুন একটি মোবাইল কিনি তখন সেটা খুব ভালোই কাজ করে, কিন্তু কিছুদিন পর দেখা যায় মোবাইলটা একটু স্লো কাজ করছে | কখনো কখনো কোন কিছু খুব দেরিতে ওপেন হচ্ছে, আবার নেটে কোন কিছু ব্রাউজ করলে তা খুব ধীরগতিতে লোড হচ্ছে |
তো চলুন জেনে নেই কেন আমাদের মোবাইল ফোন কিছুদিন ব্যবহার করার পরে হঠাৎ করে স্লো কাজ করা শুরু করে(Why Is My Phone Running Slow) |
1. অপ্রয়োজনে অ্যাপস ইনস্টল করে রাখা
অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নানা ধরনের অ্যাপ ইন্সটল করে থাকি | এবং যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন সে অ্যাপ গুলো আমরা আনইন্সটল করতে ভুলে যায় | এবং অপ্রয়োজনে অ্যাপসগুলি আমাদের মোবাইলে থেকে যায় | একটা সময় পর দেখা যায় মোবাইলে যখন অনেকগুলো অ্যাপস হয়ে যায়, তখন আমাদের মোবাইল স্লো কাজ করা শুরু করে | তাই অপ্রয়োজনীয় অ্যাপস গুলি মোবাইল থেকে আনইন্সটল করে দিলে আমাদের মোবাইলের স্পিড অনেকটাই বেড়ে যাবে |
2. মোবাইলে মেমোরি ফিলাপ হয়ে যাওয়া
মোবাইল ফোন ব্যবহার করার আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে, যেকোনো সময় যেকোনো জায়গায় গান, ভিডিও বা যেকোনো অনুষ্ঠান দেখা | আমাদের সবার এন্ড্রয়েড ফোনে একটি ইন্টারনাল মেমরি স্টোরেজ থাকে | যেখানে আমরা গান অডিও ভিডিও রেকর্ড বা জমা রাখি | আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল মেমরি স্টোরেজ যখন অনেক বেশি হয়ে যায়, তখনই আমাদের মোবাইল স্লো কাজ করা শুরু করে(why is my phone so slow all of a sudden) | তাই সব সময় চেষ্টা করবেন মোবাইল থেকে অপ্রয়োজনীয় কোন ছবি, অডিও বা ভিডিও থাকলে তা ডিলিট করে মোবাইল মেমোরি কম রাখা |
3. মোবাইলের গেজেট ব্যবহার করা
আমরা সবাই একটু সৌন্দর্য বা গোছানো পছন্দ করি | ঠিক তেমনি আমরা আমাদের মোবাইল ফোনকে একটু সুন্দর করে সাজাতে ভালোবাসি | এজন্য আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করে থাকি | যেমন- ওয়েদার বক্স, গেম বক্স, টেম্পারেচার মিটার ইত্যাদি | এই সমস্ত গ্যাজেট গুলোর কারণে আমাদের মোবাইল হ্যাং বা স্লো হয়ে যায় (Why is my phone hang or slow) |
4. পাওয়ার হ্যাঙ্গার অ্যাপ ব্যবহার করা
আমাদের মোবাইল ফোনে এমন অনেক ধরনের অ্যাপ রয়েছে, যে সকল অ্যাপের পাওয়ার হ্যাঙ্গার অনেক বেশি | এগুলো মোবাইলের ব্যাটারি পাওয়ার বেশি খরচ করে থাকে | এতে করে আমাদের মোবাইল স্লো(our phone slow) হয়ে যায় | তাই আপনি আপনার মোবাইলের সেটিংসে গিয়ে দেখেন, যে সকল অ্যাপ পাওয়ার অনেক বেশি আপনার মোবাইলের জন্য, ওই সমস্ত অ্যাপ গুলি যদিও প্রয়োজনে হয়ে থাকে তাহলে তা ডিজেবল করে দিন |
5. Animation Mood
আমরা অনেক সময় আমাদের মোবাইলের ডিসপ্লে তে বিভিন্ন ধরনের ওয়ালপেপার ব্যবহার করে থাকি | যেগুলো লাইভ এনিমেশন হয়ে থাকে | এনিমেশন মুড যদি আপনার মোবাইলে অন করা থাকে, তাহলে তা আপনার মোবাইল হ্যাং বা করে দিতে পারে(why is my phone laggy) | তাই আপনার মোবাইলের এনিমেশন Mood অফ করে রাখতে পারেন, মোবাইলের স্পিড বাড়ানোর জন্য |
6. ডাটা সেভ
আমরা অনেক সময় আমাদের মোবাইলে ইন্টারনেট এ কোন কিছু সার্চ করলে তা লোড হতে অনেক সময় নেয়(why is the internet on my phone so slow) | আপনার এ সমস্যাটি হয়ে থাকে আপনার মোবাইলের ব্রাউজারের একটি ছোট সেটিংস এর কারণে | এর সমাধান হল– আপনি আপনার মোবাইলের ব্রাউজারের সেটিং অপশনে গিয়ে দেখতে পাবেন Data Save Mood নামে একটি অপশন আছে | সেখানে আপনি সেই অপশনটি অন করে দেবেন | তাহলে আপনি যখন ইন্টারনেটে কিছু সার্চ করবেন, তখন সেটা আপনার পেজের লোডিং স্পীড অনেকটা বাড়িয়ে দেবে |
সুতরাং আমরা মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার ক্ষেত্রে এসকল সমস্যার সম্মুখীন হয়ে থাকি(Why Is My Phone Running Slow) | তাই আপনি যদি আমার পুরো আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার মোবাইলের ধীরগতির বা স্লো(mobile slow) হয়ে যাওয়ার সমস্যা সমাধান করার পথ খুজে পাবেন |
এই ওয়েবসাইটের আরও আর্টিকেল অরুণ
0 মন্তব্যসমূহ